আসুন দেখে নিই কভাবে ব্লগে বা ওয়েব সাইটে টেবিল যুক্ত করতে হয়

বিভিন্ন সময়ে ব্লগ বা সাইটে টেবিল যুক্ত করতে হয়। এতে লেখার মান এবং সৌন্দর্য বৃদ্ধি পায় কিন্তু সবাই HTML কোড লিখে টেবিল যোগ করতে পারে না। তাই তাদের জন্য একটি সহজ উপায় নিয়ে আজ আমি লিখব। কাজটা খুবই সহজ এর জন্য আমি ব্যবহার করব মাইক্রোসফট অফিস ২০০৭।

তাহলে চলুন কিভাবে ব্লগে টেবিলের মধ্যে লিখবেন।

১ম. মাইক্রোসফট ওয়ার্ডে একটি নতুন ডকুমেন্ট তৈরি করুন।

২য়. Insert অপশন থেকে টেবিল যুক্ত করুন এবং টেবিলটি সুন্দর ভাবে ডিজাইন করুন।

৩য়. আপনার প্রয়োজনীয় লেখা টেবিলের মধ্যে লিখুন।

৪র্থ. এবার Save As থেকে Other Format সিলেক্ট করুন।

৫ম. এবার Drop down menu থেকে web page নির্বাচন করুন এবং সেইভ করুন।

৬ষ্ঠ. যেখানে ফাইলটা সেইভ করেছেন সেখানে যান এবং ফাইলটা Notepad এর মাধ্যমে পুনরায় খুলুন।

৭ম. কোড গুলো আপনার ব্লগে পেষ্ট করুন।

আমার ছোট্ট একটি সৃষ্টি একবার দেখে আসুন

Level 0

আমি অসীম কষ্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ছাত্র পড়াশুনার ফাঁকে ফাঁকে কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করি। এতে আমি যা জানতে পারি বা বুঝতে পারি তা বন্ধুদের সাথে শেয়ার করি। ঘুরে বেড়াতে ভাল লাগে একা একা থাকতে আর সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে কম্পিউটারের সাথে লেগে থাকতে ভাল লাগে। খুব বেশি বন্ধু তবে আমরা যখন একত্র হই তখন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস