(মেজাজ খারাপ করা ফ্লাই :@) এড ফ্লাই ও লিঙ্কবাক্সস থেকে সহজে download link বের করুন।

কতইবা income করে এই ফাউল এড ফ্লাই বা লিঙ্কবাক্সস থেকে !! আমার দেখলেই চরম মেজাজ খারাপ হয় :@
যাই হক কাজের কথায় আশি......

অনেকেই হয়ত জানে এই নিয়ম অথবা আগে কেও পোস্ট করেছেন...

প্রথমে এই দুইটার যে কোন একটা লিঙ্ক বের করুন

এর পর right click করে view page soruce এ click করতে হবে (time শুরু হওয়ার আগেও view page source এ click করলে হবে )

এড ফ্লাই এর জন্য Ctrl + F (Chrome) press করে serch box এ লিখুন easyUrl . আসার পর এর উপরেরটা হল কাঙ্ক্ষিত লিঙ্ক

লিঙ্কবাক্সস এর জন্য Ctrl + F (Chrome) press করে serch box এ লিখুন TargetUrl.

লাল বক্সের গুলাই হল লিঙ্ক।

ধন্যবাদ 🙂

Level 0

আমি Sushan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

dead.altervista.org

ভালো বুদ্ধি,আমি যদিও স্ক্রিপ্টিশ দিয়ে একটা স্ক্রিপ্ট ইউজ করি তবে এটা কাজে লাগবে কখনো 🙂 ধন্যবাদ সুন্দর টিউনের জন্যে

    Level 0

    @Ochena Balok: স্ক্রিপ্ট দিয়ে আমিও ব্যাবহার করতাম… আপনাকেও ধন্যবাদ 🙂

Level 0

আপনি নিজেও চোর আবার আমাদেরকে চুরি করা শিখাচ্ছেন। কেও যখন কোন ফাইল নেটে আপলোড করে তার সে ফাইলটা আপলোড করতে তার ডাটা নষ্ট করতে হয়। একটা ফাইল নুন্যতম ১ মেগা বাইট থেকে শুরু করে ১ গিগাবাইট পর্যন্ত হয়। এই ডাটাতো তাকে সরকার থেকে বা আপনি নিশ্চয় দেননা? তাহলে স্বাভাবিক ভাবেই সে চাইতে পারে, যে ফাইল্টা শেয়ার করলাম ডাটা নষ্ট করে সেখান থেকে পুরো ডাটার টাকাটা না পেলেও কিছু টাকা অন্তত তুলেতে। এতে দোষের কি আছে আমি সেটাই বুঝিনা? আপনার যদি এসব বিরক্ত লাগে তবে সে লেখকের শেয়ার করা ফাইল ডাউনলোড না করলেই তো হয়। আপনার এড ফ্লাই থেকে ৫-৮ সেকেন্ড অপচয় করতে কষ্ট হয়। কিন্তু লেখকের ফাইল্টা আপলোড এবং বিস্তারিত লিখতে ১ ঘন্টা সময় নষ্ট করতে হয় সেটা ভাবেন?
আমার টাকা খরচ করে আপলোড করা ফাইলে আমার যা ইচ্ছা তাই শর্ত বেধে দিতে পারি অন্যদের ডাউনলোড করার জন্য। সেটা একান্তই আমার পারসোনাল বেপার হবে কারন ফাইলটা আপলোড করতে আমার টাকা নষ্ট করতে হয়েছে, আপনার না। তাই সিদ্ধান্ত আমি নিব আপনি না। আমি যে শর্তই বেধে দিনা কেন আমি কোন অপরাধি হব না। তবে হ্যা আপনার যদি বিরক্তি আসে আমার বেধে দেয়া শর্ত মেনে ফাইল্টা ডাউনলোড করতে, তবে আপনি সেটা ডাউনলোড করা থেকে বিরত থাকতে পারেন। কিন্তু শর্ত ভঙ্গ করে অন্য পন্থা অবলম্বন করা এটা চোরের সমতুল্ল হবে।
বিষয়টা মাথা দিয়ে ভেবে দেখবেন তাহলেই সব বুঝতে পারবেন। হাটু দিয়ে ভাবলে কিছুই বুঝবেন না…

    Level 0

    @BluBerry: কে চোর না ! কোনও না কোনও ভাবে সবাই চোর…আপনিও চোর…আরেকজনেরটা ডাউনলোড করে আপলোড করেন !
    শুধু আমার বিরক্ত লাগে না…অনেক এরই লাগে…

আপনার যদি ফাইল আপলোড করতে এতই কষ্ট হয়,তাহলে আপলোড না করলেই পারেন! কে বলেছে আপনাকে এফিলিয়েট লিংক ইউজ করতে! এই যে টেকটিউনস এ সবাই এত কষ্ট করে টিউন করে কাউকে কখনো বলতে শুনেছেন আমার এই টিউন তা করতে কষ্ট হয়েছে আপনারা আমাকে কিছু টাকা দিন? এখানে আমরা হেল্প করতে আসি,ব্যাবসা করতে নয়।

    Level 0

    @মুন্না: নাহ এর পর থেকে আমিও কমু…টিউন এ কেও নজর দিলে টাকা লাগব 😛 😀

সুন্দর টিউন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

bro firefox e kivabe ber korbo

Level 0

আপনার ইমেজটাই একটা জিনিস খেয়াল করুন http://dnc.techtunes.io/tDrive/tuner/xg92/217883/clickhere1-horz.jpg

এখানে Skip Ad এই বাটনটাই একটা মাত্র ক্লিক করে লিঙ্ক পাওয়া বেশী সহজ নাকি, View Page sourse এখানে ওখানে গিয়ে লিঙ্ক খুজে বার করা বেশী সহজ? হাহা 😛 😛 lol মার্কা পোস্ট এটা। ভাল রাস্তা থুয়ে ভাঙ্গা রাস্তা দিয়ে হাটার বুদ্ধি। এর থেকে এডফি এড ব্লকার প্লাস ব্যবহার করলেই তো হয়। এত কষ্ট করার কি দরকার… :P:D:P

    Level 0

    @BluBerry: এই lol মার্কা পোস্ট আপনার জন্য না 😀
    যাদের দরকার তারা ঠিকই বুঝসে

Level 0

@ মুন্না টেকটিউনসে এমনিতেই এডফি লিঙ্ক ব্যবহার করা নিষিদ্ধ আর এখানে আপনি চাইলেও এডফি লিঙ্ক দিতে পারবেন না। তাই বোকার মত মন্তব্য করবেন না।

Level 0

@BluBerry সাথে একমত

@BluBerry: @BluBerry টেকটিউনস তো জাস্ট একটা এগজাম্পল।টিউনার দের টিউন করতে যে কষ্ট হয় আপনার ফাইল আপলোড তার তুলনায় কিছুই না।সো না বুঝে উল্টাপাল্টা মন্তব্য করবেননা।

    Level 0

    @মুন্না: হাহা হাসাইলেন। ১-১.৫ গিগাবাইটের একটা মুভি আপলোড করে দেখেন তাইলেই কোনটা বেশী কঠিন হাতে কলমে শিক্ষা পেয়ে যাবেন… 😛 আর একটা মুভি আপলোড করার পর যদি সহজ বলে মনে হয় ২০-৩০ টা মুভি আপলোড করেন তাইলেই কান দিয়া ধোয়া বাইর হয়া যাইব। হেহে তখন আর সাহায্য করার কথা ভুলেও মনে আসবেনা। তখন নিজেই আব্বা আব্বা বলতে বলতে এডফ্লাই বা অন্য অন্য স্পন্সার এড দাতাদের কাছে দোড়াবেন। আপলোড তো ১০ কিলোবাইটের ফাইল। আপনি আর কি বুঝবেন এসব। যতসব…

Level 0

@মুন্না আপলোড তো করেন ১০-২০ কিলোবাইটের ফাইল। আপনি আর কি বুঝবেন এসব। বড় বড় ফাইল আপলোড করে দেইখেন তখন হাতে কলমে শিক্ষা পাবেন।
আমার কথায় কিছু মনে কইরেন না।

অনেক ধন্যবাদ।

আমি যখন ad.fly type কিছু sec এর বিরতি দেখি এতে আমি বেক্তিগত ভাবে uploader এর স্বার্থে হাসি মুখেই ক্লিক করি। বিরক্ত ও লাগেনা। কিন্তু যখন এমন কিছু থাকে যে 30s wait করার পর next file ডাউনলোড করতে 1hr wait করতে হবে তখন খুব বিরক্ত লাগে। আর যখন যা খুজছি টা অনেক কষ্টে একটি মাত্র website এ পেলাম যা আমার মনের মত তাহলে কৃতজ্ঞতা সরুপ ২-৩ টা অ্যাড এ click মেরে ওয়েব মালিক কে কিছু বিনিময় দিয়ে আসি।
আর টিউনার ভাই 1h wait করতে হয় এইসব avoid করার latest কোন way জানা থাকলে শেয়ার করবেন। ধন্যবাদ।