সবাইকে সালাম ও শুভেচ্ছা ।শিরোনাম ও ছবি গুলো দেখে নিশ্চয়ই বুঝেছেন কি বিষয় নিয়ে আমার আজকের টিউন ।hotmail messenger এ different & excellent এই skin গুলো দিতে লাগবে messenger 9 version & messenger plus freeware এবং আপনার পছন্দের স্কীন ।তাহলে চলুন শুরু করা যাক ।
প্রথমে
থেকে ডাউনলোড করে ইনস্টল দিন messenger 9 version টি ।ইনস্টল হতে কিছু সময় লাগবে এবং internet connect থাকতে হবে ।ইনস্টল শেষে এবার এই লিংক
http://www.msgpluslive.net/download/ থেকে messenger plus freeware টি ডাউনলোড করে ইনস্টল দিন ।এটা তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে । ইনস্টল শেষে দেখুন messenger এর menubar এ plus নামে একটি menu আসছে & menubar এর নীচে ডানপাশে corner এ plus এর একটি sign add হয়েছে এবার কাক্ষিত স্কীনগুলো ডাউনলোড করার পালা ।
http://www.msgpluslive.net/skins/by-downloads/page1/ অনেকগুলো স্কীন দেওয়া আছে ।আপনার পছন্দের স্কীনগুলো ডাউনলোড করে ইনস্টল দিন ।স্কীন ডাউনলোড ও ইনস্টল হতে ২,১ মিঃ লাগবে ।ইনস্টল শেষে দেখুন আপনার messenger skin এবং এর প্রতিটি টুলস নতুন সাজে সেজেছে । দেখে অবাক হবেন! শুধু তাই নয় messenger plus সেটাপের কারনে আপনি একইসাথে অনেকগুলো messenger open করে sign in করতে পারবেন ।এই অপশান টি চালু করার জন্য menubar এ plus এ ক্লিক করে preference & option থেকে customize এ ক্লিক করে allow me to connect to several accounts simultaneously ঘরটিতে টিক দিয়ে ok করুন ব্যস । customize এর skin option থেকে আপনি skin change করতে পারবেন ।script এ click করে online থেকে script নিয়ে messenger এ আপনার লেখার background colour ও দিতে পারবেন ।ব্যবহার করে দেখুন নিজেই আর ও অনেক কিছু পাবেন ।আমরা সবাই আসলে সুন্দরের পূজারী ।কাজের পাশাপাশি চাই কম্পিউটারকে ও একটু সাজিয়ে গুচিয়ে রাখতে । সবকিছুতে সবার থেকে একটু different look দিতে ।তাই আমি এই টিউনটি করেছি ।আশাকরি আপনাদের ভাল লাগবে ।কষ্ট করে টিউনটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
(যাদের কম্পিউটারে আগেই messenger 9 version টি ইনস্টল আছে । তাদের messenger এ যদি extra কোন wink & emoticon install থাকে তাহলে messenger plus setup দেওয়ার আগে wink & emoticon গুলি uninstall করে কম্পিউটারকে restart করে নিতে হবে ।না হয় messenger plus টি ভালভাবে কাজ করবেনা ।)
আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............
টিউন টা অনেক ভালো.কিন্তু এইটা আরব গালপের জন্য অনেকটা ভালো, ওরাই তো বেশী হট মেইল ব্যাবহার করে মনে হয়?আমি ভুলে গেছি আপনি যে সাউদী থাকেন………… এত সুন্দর টিউন করার জন্য ……………………….ধন্যবাদ