আসুন জানি এ্যানালগ থার্মোমিটারের ব্যবহার যারা জানেন না তাদের জন্য।

সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন।  যারা যানেননা তাদের জন্য এই টিপস। আমরা অনেক সময় জ্বরে আক্রান্ত হই কিন্তু বুঝতে পারি না শরীরের তাপমাত্রা কত, এজন্য আমরা ক্লিনিক অথবা ফার্মাসীতে যাই ডাক্তার মুখের মধ্যে গ্লাসের তৈরী একটি পাইপ আমাদের মুখে পুরে দেন হ্যা এটা সবাই চিনেন নাম থার্মোমিটার। আর এর মাধ্যমেই শরীরের তাপমাত্রা মাপা হয়। অনেকেই এনালগ থার্মোমিটারে তাপমাত্রা মাপার কাজটি জানেন না তাই যারা জানেন না তাদের জন্য টিউনটি করলাম।

 

বাজারে যে কোন ফার্মেসীতে এই যন্ত্র টি পাবেন দাম বেশী নয় মাত্র ৩০ টাকা, তাই এটা সংঙ্গে রাখুন আপনার এবং পরিবারের উপকারে আসবে এবং তাৎক্ষনাত ব্যবস্থা নিতে পারবেন।

 

নিচের চিত্রে একটি থার্মোমিটার যা সবাই চিনেন।

কিন্তু এর রিডিং অনেকেই জানেন না আসুন জানি। এর ভিতর পরিমাণ মত পারদ রাখা আছে এবং টিউবটি সম্পূর্ন্ বায়ুরোধী আমরা যে জিনিসটির কারনে এর ব্যবহার যানি না তাহলো  পারদ দেখতে না পাওয়া আর এটা ভালো বাবে দেখতে না পারলে তাপমাত্রা পরিমাপ করা সম্বব নয় তাই আগে এই পারদ কে দেখার কৌশল আয়ত্ব করতে হবে। থার্মোমিটারের দেখতে ত্রিভুজ আকৃত ত্রিভুজের এক পার্শে সমতল এর বিপরীত পাশ্র্বে কোন, আপনি যে কাজটি করবেন থার্মোমিটারের কোন বরাবর তাকাবেন, না দেখতে পেলে একটু নাড়াচাড়া করুন দেখতে পাবেন। লাল চিহ্নিত দাগ দিয়ে দেখিয়ে দিলাম পারদের চিহ্ন

প্রথমে  থার্মোমিটারের ধাতব অংশের বিপরীত দিকে ধরে নিচের দিকে ঝাকাতে থাকুন যতক্ষন না 94 এর নিচে পারদ না নামে ততক্ষন ঝাকাতে থাকুন। 94 েএর নিচে নামলে মুখের মধ্যে পুরে দিন 1-2 মিঃ অপেক্ষা করুন এবার বের করে উপরের পদ্ধতি মত দেখুন থার্মোমিটারের গায়ে এরো চিহ্ন আছে 8 এর পর 8 মানে 98 সেঃ এরো চিহ্নতে আসলে বুঝবেন হালকা জ্বর আছে আর যদি এরো চিহ্নের উপরে চলে যায় মানে 100, 102, 104 তাহলে জ্বর বিপদসীমার উপরে আছে।

আশা করি বুঝতে পেরেছেন আমি অত অভিজ্ঞ নই তাই ভালো বাবে বুঝাতে পারলাম না সব চেয়ে বড় বাধা যেটা তাহলো পারদ দেখা আপনাদের বুঝিয়ে দিলাম এখন আপনারা কাজটি করতে পারবেন। ধন্যবাদ

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

lol জীবনে এই রকম … টিউন দেখী নাই ।

যে এটি ব্যবহার না জানে তাকে স্কুলে ভর্তি হওয়া উচিত । 🙂

    Level 0

    @রিফাত হোসেন:

    vai kisu mone koiren na! apnar hatei jodi ekhon thermometer ta dia bola jai karo jor ta mapen 10000%%%%%%% sure apne 1st chance e vul korben. eta ekta sochetontamulok tune. so dont bother it.

Level New

থার্মোমিটার নিয়েও যে কেও টিউন করতে পারে সপ্নেও ভাবিনি । হা হা হা হা । হি হি হি হি । হো হো হো হো । ভাই এবার ফ্যান চালানো র লাইট জালানো নিয়ে একটা টিউন কর । আমার পাঁচ বছরের ভাগনীও থার্মোমিটার দেখতে জানে ।

    Level 0

    @rrahul: @rrahul:

    vai kisu mone koiren na! apnar hatei jodi ekhon thermometer ta dia bola jai karo jor ta mapen 10000%%%%%%% sure apne 1st chance e vul korben. eta ekta sochetontamulok tune. so dont bother it.

Level 0

Jaman vai thanks eto sundor ar informative ekta tune korar jonno. waiting for your next tune……..

Level 0

NICE TUNE