সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের পোষ্ট। অনেক দিন পরে এই পোষ্ট লিখতে বসলাম। আজকে আপনাদের দেখাবো কিভাবে গুগল এর মাধ্যমে বড় একটি লিংকে ছোট করবেন। এই ট্রিকসটা অনেকেই হয়তো বা পারেন, যারা পারেন না তাদের জন্য ট্রির্কসটি সহজ ভাবে তুলে ধরলাম। এই কাজটি করে যে কোন যায়গায় বড় লিংককে ছোট করে সহজেই সবার সাথে শেয়ার করতে পারবেন।
প্রথমে আপনি গুগলের এই লিংককে গিয়ে সাইন ইন করে নেন অবশ্যই জিমেইল দিয়ে। তবে আপনি সাইন ইন না করেও করতে পারেন তবে সাইন ইন করে করাই ভাল আমার মতে। এতে আপনার কেপচা লিখতে হবে না ।
তার পর সাইন ইন হলে আপনার বড় ইউআরএল টা নিচের Paste Your Long URL Here এর নিচে আপনার বড় লিংকটি কপি করে পেষ্ট করেন। নিচের স্কিনশর্ট দেখেন :
তার পর shorten URL দেখবেন আপনার কাজ হয়ে গেছে। এইবার এই লিংক আপনি যে কোন যায়গায় শেয়ার করতে পারেন। তাছাড়া আপনি এই খাণ থেকেই বিভিন্ন স্যোসাল ওয়েবসাইট এও শেয়ার করতে পারেন।
ছোট একটি টিপস যারা জানেন না তাদের জন্য অবশ্যই কাজে লাগবে, ভাল লাগলে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।
আমি Readul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice post.. thanks for share.. sort link Hindi Songs