যেভাবে গুগলে xml সাইট ম্যাপ সাবমিট করবেন।SEO পর্ব-৩

টিউন বিভাগ এসইও
প্রকাশিত

আমরা অনেকেই সাইট ম্যাপ সম্পর্কে কমবেশী হয়ত জানি।তারপরও এর কিছু তথ্য আপনাদের সামনে বলি। xml সাইট ম্যাপ হল এমন একটা ফাইল যেখানে আপনার সাইটের সকল পেজের লিংক দেওয়া থাকে।যার ফলে আপনি একটি একটি করে লিংক সাবমিট না করেও সাইট ম্যাপ এর মাধ্যমে আপনার সকল পেজ গুগলে সহজেই ইনডেক্স করতে পারে।এবার আসুন দেখা যাক কি ভাবে xml সাইট ম্যাপ গুগলে সাবমিট করবেন।আর xml সাইট ম্যাপ খুব সহজেই অনলাইনেই বানাতে পারবেন।এর জন্য আমার এই টিউনটি দেখতে পারেন

১ম ধাপ

প্রথমে আপনাকে যেতে হবে গুগল ওয়েবমাষ্টার টুলস এ।এখন আপনি আপনার জিমেইল এ্যকাউন্ট দিয়ে সাইন ইন করুন।
সাইন ইন করার পর আপনার সামনে গুগল ওয়েবমাষ্টার টুলস এর হোম পেজ আসবে।
Google webmaster
এখান থেকে আপনি
Add a site. এ ক্লিক করে আপনার সাইটের লিংক দিয়ে Continue করুন।

২ ্য ধাপ

এবার আপনার সামনে Verify ownership পেজ আসবে।এটা সবচেয়ে গুরুত্বপুর্ন ধাপ।এ ধাপে আপনাকে আপনার সাইটের Index ফাইলে গুগলের মেটা Verify করতে হবে।এই পেজে আপনি একটা মেটা ট্যাগ পাবেন।এই মেটা ট্যাগটি আপনার সাইটের Index পেজের head ট্যাগের মধ্যে এবং ১ম body ট্যাগের আগে বসাতে হবে। যেমন নিচের ছবিটি দেখুন
ggg

৩ ্য ধাপ

এবার আপনার সাইটে মেটা ট্যাগ Verify করার পর আপনি Verify এ ক্লিক করুন।সব ঠিক থাকলে আপনার সাইট গুগলে Verify হবে।Verify হবার পর আপনার সাইটের একটা Dashboard আসবে।এখান থেকে আপনি Submit a Sitemap এ ক্লিক করুন।
v
এবার সাইট আপনার xml সাইট ম্যাপ টি সাবমিটের জন্য প্রথমে আপনার সাইট ম্যাপটি আপনার সাইটের সাইট ফোল্ডারে আপলোড করুন।যদি আপনার সাইট হয় exampal.com তা হলে আপনার সাইট ম্যাপটি আপলোড লিংক হবে এমন exampal.com/sitemap.xml
এবার আপনি আপনার সাইট ম্যাপের লিংক দিয়ে সাবমিট করুন।ব্যাস হয়ে গেল আপনার সাইট ম্যাপ সাবমিট।কয়েক ঘন্টার মধ্যেই আপনার সাবমিট করা সাইট টি গুগল ইনডেক্স করে নিবে।
আমি টিউনটি এমন ভাবে সাজিয়েছি যাতে করে নবীন টিউনাদের সমস্যা না হয়।তা ছাড়া টিউনটিতে একই সাথে গুগল ওয়েবমাস্টারের সাথেও নতুনরা পরিচিত হতে পারবে বলে আমার মনে হয়।xml সাইট ম্যাপ যে ভাবে বানাতে হয় তা দেখার জন্য যেতে পারেন এই লিংকে। টিউনটি ভালো লাগলে অবশ্যই জানাবেন।ধন্যবাদ সকলকে।

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া টিউনটি ভাল লাগল তবে কিভাবে সাইট ম্যাপ তৈরী করে দিতে হয় তা বললে ভাল হত। আমি SIO তে খুব একটা ভাল না। তবে কেউ যদি তার ব্লগের সাইটম্যাপ সাবমিট করতে চায় তাহলে তার সাইট ম্যাপ টি হবে http://www.example.blogspot.com/feeds/posts/pefault এখানে example এর জায়গায় তার ব্লগের নামটা হবে। আর আপনি আর একটি কথা ভুল বলেছেন। সাইট ইনডেক্স করতে প্রচুর সময় লাগে। তারপরো টিউনের জন্য আপনাকে ধন্যবাদ।

    xml সাইট ম্যাপ যে ভাবে বানাতে হয় তা দেখার জন্য যেতে পারেন এই লিংকে https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/18457/
    আপনি যে কথা বললেন সেটা হল যে “সাইট ইনডেক্স করতে প্রচুর সময় লাগে”। এটা যেমন ঠিক কথা তেমনি এ কথাও সত্য যে মাত্র ১০ মিনিটেও আপনার সাইট আপনি গুগলে ইনডেক্স করাতে পারেন।এই টিউনটি দেখলেই হয়ত বুঝতে পারবেন https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/18424/ ।আর ব্লগগের ও ওয়ার্ডপ্রেসে সাইট ম্যাপ সাবমিটের প্রয়োজন পড়েনা।ধন্যবাদ

Level 2

“আমি টিউনটি এমন ভাবে সাজিয়েছি যাতে করে নবীন টিউনাদের সমস্যা না হয়।” নবিনরাতো মনে হয় সাইট ম্যাপ বানাতেই জানে না তাহলে তারা সাবমিট করবে কি?

    ভাই সাইট ম্যপ বানানোর লিংক দিয়ে দিছি।আমি প্রথমেই দিতাম কিন্তু বিদ্যুৎ চলে যাবার জন্য পরে তা ঠিক করতে পারি নাই।এর জন্য আমি সত্যই দু:খিত।এখন ঠিক করে দিয়েছি।আশা করি আর সমস্যা হবে না।

ধন্যবাদ টিউনটি করার জন্য।

ভালো টিউনে মন্তব্য কম থাকে।

সজীব ভাই আপনি বিদ্যুৎ গতিতে এগিয়ে যান।

ধন্যবাদ।

Onek derir post,porley utsaho pai. Blogspot e sitmap proyjon?

Level 0

আমার সাইটের সাইট ম্যাপ জমা দিতে পারি নি। লোকে বলে ‘xenforo softer দিয়ে forum এর sitemap জমা না দিলেও চলে। ঠিক বুঝি না কি যে করব। বিষয়টা একটু জিটিল লাগতেছে। ভাই কি আমার ফোরামটা একটু দেখে বলবেন?
বা অন্য কেউ?!
http://www.kazirhut.com

এই পোস্ট অনুসরণ করে আমার এই সাইটির সাইট সাবমিট করেছে,,,কেউ চেক করে দেখুন তো