প্রযুক্তির তরী
প্রথমে পরম করুনাময়ের দরবারে লাখো লাখো শুকরিয়া ও ছালাম জানাই।তারই সাথে সাথে টেক টিউন পরিবারদের ধন্যবাদ জানাই।যাদের সহযোগিতা আজ আমরা টেকের সাথে টিউন করার মত সুযোগ পেয়েছি।আমি K.S.A থাকি. অনেক দিন যাবত ভাবছি টেকের সাথে টিউন করবো কিন্তু সময়ের বাঁধা কুলে উঠতে পারিনা.কারন আমার নিজস্ব একটা কম্পিউটার এর সাভীস সেন্টার আছে ঐ প্রতিষ্ঠানে নিজেকে সময় দিতে হয়। যাক অনেক কথা বলে ফেললাম।
আমরা আমাদের কম্পিউটারে অনেকে অনেক কিছু রাখি।কিন্তু ভালো জিনিস ক,জনের থাকে।সেই চিন্তায় চিন্তিত হয়ে এই টিউনটি শেয়ার করলাম ।
Quran 3D এই পোটেবল সফ্টওয়ার টি দিয়ে আপনাদের কম্পিউটারে নিয়মীত কুরআন পড়ার মত সুযোগ করে নিতে পারেন.
http://www.seed-share.com/pp7ykdjnwh0l
যদি আপনাদের মনের গহীনে এই টিউন এর দ্বারা এক তিল পরিমান ভালো লাগে তাহইলে ভালো লাগবে.মানুষ মাএই ভুল. পুরোপুরি বিশ্বাস করা সত্বেও নিজেকে লুকাবোনা এই বাক্যের আড়ালে তবে আপনাদের পরামশ্ আর সহযোগিতা পেলে ভুল সুধরে নেবার অঙ্গীকার করতে পারি.
আমি ۩۩۩ডিজিটাল বিপ্লব۩۩۩। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ডাউনলোড করছি এক্ষুনি।