আপনার পিসির ৩০% গতি বৃদ্ধি করুন অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ করে।

বিসমিল্লাহ হির রাহমানির রাহিম

প্রথমেই বলে রাখি এবিষয়টা অনেকেই জানেন। তবে যারা নতুন ও যারা জানেন না তাদের জন্যই আমার এই টিউন। যে কোন ভুলের জন্য সকলের কাছে ক্ষমাপ্রার্থী।

উইন্ডোজ এক্সপি স্ট্রাট হওয়ার সময় এমন কিছু কিছু সার্ভিস অটোম্যাটিক্যালি স্ট্রাট হয়ে যায় যেগুলো আমাদের অনেকেরই কাজে লাগে না। আবার এমন সার্ভিসও আছে যেগুলো ছাড়া আমাদের কম্পিউটার একেবারেই অচল। আর এটা স্বাভাবিক কথা যে যদি সার্ভিস বন্ধ থাকে তাহলে উইন্ডোজের উপর চাপ কমে যায় এবং গতি বৃদ্ধি পায়। তবে এখন বর্ণনা সহ আমি আপনাদের কিছু সার্ভিসের কথা বলছি যেগুলো কাজ কি এবং বন্ধ কররে আপনাদের কোন সমস্য হবে কি না। আর হ্যা একটা বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন প্রয়োজনীয় কোন সার্ভিস বন্ধ হয়না। আমাদের টিউনারদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের বিষয়টি জানা। তাদেরকে বলি, কোন ভুল থাকলে সংশোধন করে দিবেন।

যেভাবে বন্ধ করবেন

যায়হোক আগে কিভাবে সার্ভিস বন্ধ করবেন সেটা জানায়। যে কোন সার্ভিস বন্ধ করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে সার্ভিস ম্যানেজারে।

  • সার্ভিস ম্যনেজার এ যাওয়ার জন্য Start -> Run এ services.msc লিখে এন্টার দিন। এখন যে সার্ভিসটি বন্ধ করতে চান সেই সার্ভিসের উপর ডাবল ক্লিক করুন। Startup Type: Disabled নির্বাচন করে Apply দিন। ব্যাস আপনার সার্ভিসটি বন্ধ।

  • অথবা Start -> Run এ msconfig লিখে এন্টার করুন, services ট্যাবে যেয়ে কাঙ্খিত সার্ভিসকে আনচেক করে এ্যপ্লাই করুন এবং রিস্ট্রাট দিন।

অপ্রয়োজনীয় কিছু সার্ভিস

  • Error Reporting Service: Error Reporting Service এমন একটা সার্ভিস যেটার মাধ্যমে উইন্ডোজের কোন ভুল হলে মাইক্রোসফট এর ওয়েব সাইটে সেই ভুলটা সেন্ড হয়ে যায় এবং তারা ব্যবস্থা নেই। যাদের পিসিতে ইন্টারনেট সংযোগ নেই তারা এই সার্ভিসটি বন্ধ করে দিতে পারেন। কারণ যাদের ইন্টারনেট সংযোগ নেই তাদের Error Report sending এর কোন কাজেই আসেনা।
  • Automatic Updates:এই সার্ভিসের কাজ হল ইন্টারনেটের মাধ্যমে মাইক্রোসফটের সার্ভার থেকে অপারেটিং সিস্টেম কে সব সময় আপ টু ডেট রাখা। আপনার পিসি যদি ইন্টারনেটে সংযুক্ত না থাকে তাহলে এটার কোন কাজ নেই। যাদের পিসিতে ইন্টারনেট সংযোগ নেই তারা এই সার্ভিসটি বন্ধ করে দিতে পারেন।
  • Wireless Zero Configuration: ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহারকারী ছাড়া বাকি সবাই বন্ধ করে দিন।
  • Windows Image Acquisition: পিসির সাথে স্ক্যানার না থাকলে প্রয়োজন নেই।
  • Remote Registry: আপনার পিসিতে  Remote Registry চালু থাকলে বন্ধ করে দিতে পারেন।
  • System Restore Service: বর্তমানে অনেক রিকোভারী সফটওয়ার আছে। ফলে System Restore Service এর কোন দরকারই পরে না।
  • Themes: যারা শুধু কম্পিউটারকে কাজ করাতে চান সৌন্দর্য্যের কোন দরকারেই ফেলেন না তারা এই সার্ভিস বন্ধ করে দিতে পারেন। এটা করলে উইন্ডোজ ক্লাসিক এর মত হয়ে যাবে।
  • Print Spooler: এটা সাধারণত প্রিন্টের জন্য ব্যবহার করা হয়। যাদের পিসিতে প্রিন্টার নেই তারা এই সার্ভিস বন্ধ করে দিতে পারেন।
  • Messenger: এখন প্রায়ই যাদের ইন্টারনেট আছে তারা ইয়াহু ম্যাসেন্জার ব্যবহার করেন। যারা তাই করেন তাদের Messenger সার্ভিস চালু রাখার দরকার নেই।
  • Windows Firewall: আজ পর্যন্ত Windows Firewall কোন কাজে আসেনি। শুধু ঝামেলায় করেছে শেয়ারিংয়ে। সুতারাং নির্দীধায় এই সার্ভিস বন্ধ করতে পারেন।
  • Internet Connection Sharing: যাদের ইন্টারনেট আছে কিন্তু ল্যান ব্যবহার করেন না। তাদের জন্য এই সার্ভিসের কোন দরকারই পরে না। আর যাদের নেট নেই তারা তো বন্ধ করবেনই।
  • Help and Support: আর কেউ কি করে যানিনা। তবে আমি Help and Support থেকে অনেক হেল্প পেয়েছি। তবে যারা পাননি তারা তো এমনিতেই এটার উপর রেগে আছেন। যদি তাই হয় বন্ধ করে দিন।
  • IMAPI CD-Burning COM: সিডিরোম বিহীন পিসি কমই দেখা যায়। সুতরাং বুঝতেই পারছেন এটা কাদের জন্য। যাদের সিডিরোম নেই তারা এটা বন্ধ করতে পারেন।
  • Event Log: এটার ব্যবহার অনেকেই জানেন না। যারা জানেন না তারা এটা ব্যবহার করতে পারেন। কেউ জানলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ।
  • এছাড়াও আপনি c-cleanerregistry cleaner ইত্যাদি সফটওয়ার দিয়ে আপনার কম্পিউটারের আবর্জনা পরিষ্কার করে পিসিকে ১০০% পরিষ্কার রাখতে পারেন।

আবার বলি এবিষয়টা অনেকেই জানেন। তবে যারা নতুন ও যারা জানেন না তাদের জন্যই আমার এই টিউন। যে কোন ভুলের জন্য সকলের কাছে ক্ষমাপ্রার্থী। ভালো লাগলে কমেন্ট্স করবেন।

Level 0

আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল টিউন

    @সুমি ভাই আপনার সাইট এর এভাবে সকল জায়গায় লিঙ্ক দেয়ার কোন মানে হয় । আর ডেপাকো (Deppco) থেকে কত টাকা পাইছেন এভাবে সাইট একটি স্কাম সাইট এর অ্যাড দিয়েছেন ।

ওয়াও, চালায় যান ভাই।

thanks ami jantam na
http://gsmalapon.blogspot.com/

ধন্যবাদ। খুবই কাজের টিউনস। যারা পূর্বেই জানেন তার “আগেই জানতাম” লিখে কি বুঝাতে চায়? টিউনারকে নিরুতসাহিত করে –
তারা মনে হয় আমাদেরকে বঞ্চিত করতে চায়।

    অনেক ধন্যবাদ আপনাকে। আপনিই একমাত্র আমার উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন। আমি চাই আমাদের টেকটিউনস সকলের টেকটিউন হোক।

Level 0

Event Log: এটার ব্যবহার অনেকেই জানেন না। যারা জানেন না তারা এটা ব্যবহার করতে পারেন। কেউ জানলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ।

শোয়েব ভাই Control panel – Administrative Tool – Event Viewer এ ডাবল ক্লিক করলে কম্পউটার কখন কখন চালু হয়েছে তা দেখতে পারবেন । কি কাজ করা হয়েছে তার ধারনা পাওয়া সম্ভব । আশা করি বুযাতে পেরেছি , সুন্দর টিউনের জন্য ধন্যবাদ ।

    জি বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ.

Level 0

ভালো টিউন ।

কাজের টিউন করেছেন। এই ব্যপার টা অনেকের ই জানা দরকার বিশেষ করে যাদের পিসি তে র‍্যাম এবং প্রসেসর কম। সার্ভিস গুলো বন্ধ করলে অনেক কাজে দেয়।
আমি সার্ভিস কমিয়ে এমন করি যাতে দেখা যায় যে টাস্ক ম্যানেজারে মাত্র ১৪টা প্রসেস রানিং থাকে।

taufiqahmed.tumblr.com

Level New

valo laglo onek iksu shikhlam chaliyee jan…………….

Go ahead Mr. Shoeb..I m always beside with you…I lyk new tech-tuner .

ভাল টিউন।

খুব ভালো টিপস

ভাল টিউন 😀