MS Word এর ডকুমেন্টকে ওয়েব এড্রেস বুক হিসেবে ব্যবহার করুন ফোন বুক এর মত।

সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। অনেকদিন ধরে টিউন করি না, মন ভালো না তাছাড়া কি নিয়ে টিউন করব তা খুজে পাচ্ছিলাম না। যাই হোক একটি টিপস আপনাদের মাঝে শেয়ার করব, হয়ত জানেন কিংবা জেনেও বুদ্ধি করে তা প্রয়োগ করতে জানেন না। আজকে দেখাবো কি ভাবে এমএস ওয়ার্ড এর ডকুমেন্টকে এড্রেস বুক হিসেবে ব্যবহার করবেন, অনেকটা মোবাইল এর ফোন বুকের মত যেমন ফোন বুকে কোন নাম্বার সেভ থাকলে নাম্বার টিপে কল দিতে হয় না শুধু নাম্বারটি বের করে সেন্ড বাটনে ক্লিক করলেই কল হয়ে যায় কোন কষ্ট হয় না ঠিক তেমনি আমরা ওয়েব এড্রেস বুক তৈরী করব এম এস ওয়ার্ড দিয়ে।

 

----------------------------------------------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------------

---------------------------------------------------

প্রথমে এম এস ওয়ার্ড চালু করুন এবার আপনার জানা যত ওয়েব এড্রেস আছে সবগুলি নতুন ডকুমেন্টে এন্টি করুন যে ভাবে ব্রাউজারের এড্রেস বক্সে লিখেন অর্থ্যাৎ সম্পুর্ন অংশ। নিচের চিত্রের মত দেখেন।

এন্ট্রি শেষ হলে সেভ করে রাখুন যে কোন নামে এটাই আপনার ওয়েব এড্রেস বুক। অনেক সময় আমরা সাইটের এড্রেস ভুলে যাই সে ক্ষেত্রে আবার গুগলে খুজাখুজি করতে হয় তাই আপনার জানা থাকতে থাকতে ওয়ার্ডে এন্ট্রি করে রাখুন। আবার দেখা যায় ইন্টারনেট ঘাটা ঘাটি করে মূল্যবান সাইটে প্রবেশ করি তখন এই সাইট আবার কখনো প্রবেশ করার ইচ্ছে থাকলে বুকমার্ক করে থাকেন, কিন্তু অনেক সময় মনের ভুলে ব্রাউজারের হিস্টরী, বুকমার্ক ইত্যাদী মুছে ফেলি কিংবা উইনডোজ দেওয়ার প্রয়োজন পরে তখন দেখা যায় আপনার কাঙ্খিত সাইট এড্রেসগুলি আর ফিরে পান না এ কারনেই আমার এই ছোট্ট একটি ট্রিক হয়তো আপনাদের কাজে লাগতে পারে। আপনার জানা থাকলেত কোন কথাই নাই আর যারা না জানেন তাদের কাজে লাগবে।

সবার আগে নেট কানেকশন দিয়ে নিবেন-

ব্যবহার ঃ আপনার এন্ট্রি করা সব সাইট এড্রেসগুলি দেখেন সক্রিয় হয়ে আছে এবার যে সাইটে প্রবেশ করতে চান কন্ট্রেল কী চেপে মাইস দিয়ে তার উপর ক্লিক করুন অপেক্ষা করুন ব্রাউজার ওপেন হয়ে আপনার কাঙ্খিত সাইটে প্রবেশ করবে। আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ।

 

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফালতু

অতি নিম্নমানের টিউন। আরে ভাই ফায়ারফক্সের বুকমার্ক HTML আকারে এক্সপোর্ট করে সেভ করে রাখলেই তো হয়…