আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কিছু মজার কাজের ট্রিকস দেখাবো। জেনে রাখলে ভাল, না জানলেও অবশ্য কোন ক্ষতি নেই। চলুন তাই কথা না বাড়িয়ে জেনে নেই মজার এবং সাধারণ কিছু টিপস অ্যান্ড ট্রিকস গুলো।
১.ফেসবুকে কাউকে Message পাঠাতে চাইলে কষ্ট করে
Message Option-এ না গিয়ে Alt+M-এ
চাপুন। দেখুন চ্যাটিং এর মত একটি বক্স এসে পড়বে।
২. উইন্ডোজের কোন ফাইল বা ফোলডার ভুলে ডিলিট
করে ফেলেছেন সাথে সাথে Ctrl+z চাপ দিন চলে আসবে।
তবে তা Permanently Delete-এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
৩. কোন একটা সফটওয়্যার Crack বা Serial সহ ডাউনলোড
করতে চাইলে গুগল-এ গিয়ে সফটটির নামের পর বা আগে
লিখুন 'warez'.যেমন আপনি ধরুন ডাউনলোড করতে চান
Photoshop 7. এখন গুগল গিয়ে সার্চ দিন এভাবে 'photoshop 7
warez' or 'warez photoshop 7'. ব্যাস আপনার সামনে এসে পড়বে
ফুল ভার্সন সফটওয়্যারের ডাউনলোড লিংক। তবে সবার ক্ষেত্রে এটা কাজ করবে
কিনা জানি না। কিন্তু আমার ক্ষেত্রে এটা কাজ করেছে।
আমি মেহেদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চমতকার একটি টিউন ! নতুনত্ত আছে এর মধে অসংখ্য ধন্যবাদ