পিসিতে গ্রামীণফোনের ফ্রি নেট (ফাইনাল টিউন) + অটো ডিসকানেক্ট সমস্যার সমাধান!!!

গ্রামীণফোন ফ্রি নেট নিয়ে এটিই আমার শেষ টিউন। এরপর ফ্রি নেট বন্ধ হলে আমি আর নতুন টিপস নিয়ে শেয়ার করবো না।

হাই! আমি টিজে গেমওয়ালা! আমি মূলত গেম নিয়ে টিউন করি এই ব্লগে। তবে ইদানিং জিপি ফ্রি নেট নিয়ে পোষ্ট করছি ধারাবাহিক ভাবে। একটা কথা পরিস্কার করে বলে রাখছি, ভাই আমিও আপনাদের মতোই একজন সাধারণ নেট ইউজার, নেট সম্পর্কে আমার তেমন ধারণা নেই। এই টিপসগুলো আমি বিভিন্ন জায়গা হতে এনে জোড়া দিয়েছি মাত্র এবং আমার কাজ এখানে শুধুমাত্র স্পিডি প্রোক্সি দেওয়া!!! তাই আমাকে এইসব ফ্রি নেট এর বস বলবেন না ।

কিছুদিন আগে রানা ভাই মোবাইলের জন্য অপেরা মিনি নতুন করে দেবার পর তারপরের দিনই গ্রামীণফোন কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এবং পিসিতে ব্যবহার করার জন্য gpmms সেটিং করে দেয়!! আসলে এবার তো কোনো আলাদা করে প্রোক্সি দেওয়া হয়নি সরাসরি জিপিএমএমএস সিলেক্ট করা হয়েছে তাই গ্রামীণফোন gpmms টি ডিলেট করতে পারে নি, কারণ এটি বন্ধ করে দিলে গ্রামীণফোন নেটওর্য়াক এর এমএমএস ব্যবস্থাটিই বন্ধ হয়ে যাবে!! তার মানে এই পদ্ধতিতে অনেকদিন পযর্ন্ত ফ্রি নেট ব্যবহার করা যাবে।

তবে আর শান্তি মতো ব্যবহার করতে দিল না!!! আমার ওই পোষ্টের দুই দিনের মাথায় গ্রামীণফোন এমএমএস নেটওর্য়াক কে ৪ মিনিট ৩৬ সেকেন্ডে লিমিট করে দেয়। মানে প্রায় ৫ মিনিট পর পর নেট অটো ডিসকানেন্ট হয়ে যাবে!! গ্রামীণফোন ভেবেছে যে একটি এমএমএস পাঠাতে ৫ মিনিট এর বেশি সময় লাগে না!! তবে আমি আজ এর সমাধান এনেছি।

গ্রামীণফোন সরকার এর কাছ থেকে ১ গিগাবাইট ডাটা ১৪ টাকায় (১৩ টাকা ৪৪ পয়সা) কিনে। এবং তা আমাদের কাছে ৩৪৫/= টাকায় বিক্রি করে!!! ওরে!!! তাই এই উচ্চ মূল্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। ভারতে গ্রামীণফোন (টেলিনর) ১জিবি ডাটা ৩৪ রুপিতে গ্রাহকদের দিচ্ছে। শুধু বাংলাদেশকেই ঠকাবে নাকি!!!

আপনারা নেট ঘাটলে দেখবেন যে, ভারতে এয়ারটেল এর ফ্রি নেট গ্রাহকেরা প্রায় কয়েক বছর ধরে ব্যবহার করছে, তাহলে এয়ারটেল ভারতে ফ্রি নেট বন্ধ করে দেয় না কেন!! কারণ এই ফ্রি নেট এর দরুণ এয়ারটেল অনেক গ্রাহক তাদের নেটওয়ার্কে যুক্ত করতে পেরেছে, বন্ধ করে দিলে এই গ্রাহক গুলোকে হারাবে তারা।

আর বাংলাদেশে গ্রামীণফোন ফ্রি নেট বন্ধ করে দিতে সাহস পায় কারণ গ্রামীণফোন এর মতো নেট স্পিড অন্য কোনো সিম কোম্পানিতে নেই বলে!!! যাই হোক!

ইন্টারনেটের দাম কমাতে হলে আমাদেরকে আন্দোলন এর ডাক দিতে হবে। ১জিবি প্যাক ১০০ টাকা ভ্যাট সহ যদি নির্ধারণ করা হয় তাহলে ফ্রি নেট এর দিকে মানুষ তাকাবেও না!

এবার টিউনে আসি:

প্রথমে আপনাকে পি১ প্যাকেজ ব্যাতিত অন্য যেকোনো প্যাকেজ একটিভ করে নিতে হবে।

এরপর আপনার মোডেম / পিসি সুইট সেটআপ করে নিতে হবে।

পিসি সুইট সেটআপ:

১। নোকিয়া পিসি সুইট ওপেন করুন।

২। এরপর নেট কানেক্ট অপশনে যান। সেখানে নিচের সেটিং অপশনে (স্ক্রু ড্রাইভার আইকন) ক্লিক করুন।

৩। এখানে:

Select Network Operator অপশন থেকে Configure the Connection Manually অপশনে ক্লিক দিয়ে নেক্সট বক্সে ক্লিক করুন।

৪। এখানে শুধু একসেস পয়েন্টে gpmms লিখে টিক চিহ্ন দিয়ে বেরিয়ে আসুন।

৫। এরপর কানেক্ট দিন। প্রথমবার কানেক্ট হতে হালকা সময় নেবে।

এরপর সরাসরি মোজিলা ফায়ারফক্স স্টেপস টিতে চলে যান - - - - -

জিপি মোডেম সেটিং:

১। প্রথমে দেখুন কারেন্ট আছে নাকি!!! আশুগঞ্জ বির্দ্যুৎ কারখানার কয়েকটি মেশিন বন্ধ হয়ে যাওয়ায় এই হবিগঞ্জ এরিয়ায় দিনে ৬ ঘন্টা কারেন্ট পাওয়া যায়!

২। এরপর আপনার পিসি/ল্যাপটপ টি ওপেন করুন।

৩। গ্রামীণফোন মডেম অথবা নোকিয়া পিসি সুইট কানেক্ট করুন।

৪। যেহেতু আমার নোকিয়া পিসি সুইট মানে নোকিয়া সেট নাই তাই আমি গ্রামীণফোন মডেম দিয়ে দেখাচ্ছি, পিসি সুইটেও একই নিময় বজায় রাখুন।

৫। গ্রামীণমোড মডেম সফটটি ওপেন হউক। এরপর টুলস>অপশন এ যান।

৬। টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে প্রোফাইল ম্যানেজারে যান।

৭। এরপর নিচের মতো করুন এবং ছবি অনুসরণ করুন:

Profile Name:

GPMMS

APN Type:

Static

APN:

gpmms

আর কিছু করা লাগবে না। এরপর সেভ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।

৮। এরপর মেইন মেনু থেকে জিপিএমএমএস সিলেক্ট করে কানেন্ট দিন!

প্রথম বার কানেন্ট হতে হালকা সময় নেবে।****

 

 

এখন আপনাকে দুটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, নিচের লেখায় ক্লিক করে সরাসরি ডাউনলোড দিন:

১। প্রোক্সিমাইজ - সাইজ ৩ মেগাবাইট,

২। অটো ডায়ালার - সাইজ ৪০০ কিলোবাইট।

প্রোক্সিমাইজ:

প্রোক্সি মাইজ সফটওয়্যারটির মাধ্যমে এখন আর আলাদা করে কোনো প্রোক্সি লাগবে না। এতে আপনি আপনার গোপনীয় সাইট (যেমন ফেসবুক, জিমেইল) মানে যেসব সাইটে পাসওর্য়্যাড দিয়ে ডুকতে হয় তা করতে পারবেন। হ্যাক হবে না।

স্টেপস:

১। সফটওয়্যারটি ডাউনলোড করুন,আনজিপ করুন, এটি পোর্টেবল সংস্করণ তাই সরাসরি প্রোক্সিমাইজ আইকনে ক্লিক করে প্রোগ্রামটি রান করুন।

২। সফটটি ওপেন করলে সিরিয়াল চাইবে।

Name:

GameWala

Serial:

2TCKX-TYQHL-NFN33-3YEDY-QW65D

এই তথ্য দিন।

৩। উপরের দিকে নতুন প্রোফাইল বাটনে ক্লিক করুন।

 

৪। একটি ডায়ালগ বক্স আসবে। এখানে এডড বাটনে ক্লিক করুন।

 

৫। এখানে এড্রেস বারে লিখুন ১০.১২৮.০০১.০০২ এবং Port বক্সে লিখুন ৮০৮০, প্রোটোকল HTTP নির্বাচন করে বেরিয়ে আসুন। CLICK OK

 

এরপর প্রোগ্রামটি মিনিমাইজ করে অটো ডায়ালার সফট টি ওপেন করুন।

 

এরপর অটো ডায়ালার সেটিং করতে হবে।

 

 

অটো ডায়ালার:

এই সফটওয়্যারটির মাধ্যমে নেট বিচ্ছিন্ন হবার সাথে সাথে আবার অটো কানেক্ট হয়ে যাবে। এজন্য আপনাকে প্রথমে প্রোক্সিমাইজ সফটটি চালু রেখে অটো ডায়ালার চালু রাখতে হবে, (মিনিমাইজ করে রাখবেন নেট ব্যবহারের সময় এই দুটি সফট)

ব্যাস! এবার আপনার পিসিতে যেকোনো ব্রাউজার দিয়ে নেট ব্রাউজিং করতে থাকুন।

ডাউনলোড এর জন্য আইডিএম ব্যবহার করুন।

 

 

 

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহারের নিয়ম:

আইডিএম ওপেন করে অপশন বারে ক্লিক করুন, সেখান থেকে প্রোক্সি সেটিং এ যান। এখানে Https বক্সে ১০.১২৮.০০১.০০২ এবং পোট ৮০৮০ লিখুন। ব্যবহারে সমস্যা হলে Http বক্সেও লিখতে পারেন।

 

 

এবার সরাসরি ডাউনলোড করুন!!!

 

 

টরেন্ট ব্যবহারের নিয়ম:

১। যেকোনো টরেন্ট সফট যেমন ইউ টরেন্ট  ওপেন করুন, সেখান থেকে অপশন>পেফারেন্স এ যান।

 

 

২। প্রেফারেন্স ডায়ালগ বক্স থেকে কানেকশনস অপশনে ক্লিক করুন।

৩। এখানে প্রোক্সি টাইপ বক্সে HTTPS নির্বাচন করুন। এরপর প্রোক্সি ঘরে লিখুন 10.128.001.002 এবং পোট ৮০৮০।

 

নিচের use proxy server to peer-to-peer connection বক্সে টিক চিহ্ন দিতে পারেন যদি কাজ না করে বৈকি!

৪। এবার টরেন্ট ডাউনলোড শুরু করুন।

 

এন্টিভাইরাস আপডেট:

এই পদ্ধতিতে ওই সকল এন্টিভাইরাস আপডেট করা যাবে তাদের আলাদা প্রোক্সি সেটিং থাকে। যেমনটি এই এ্যাভাস্ট এন্টিভাইরাস।

১। এ্যাভাস্ট এন্টিভাইরাস সফট ওপেন করুন, সেটিংস অপশনে ক্লিক করুন:

 

২। সেটিংস ডায়ালগ বক্স আসবে, এখানে আপডেট অপশনে ক্লিক করুন এবং নিচের দিকে যান।

 

৩। নিচের দিকে প্রোক্সি সেটিং অপশনে ক্লিক করলে একটি পপ-আপ ডায়ালগ বক্স আসবে। এরপর নিচের ছবির মতো সেটিং করে বেরিয়ে আসুন।

 

এবার প্রয়োজন মতো আপডেট দিন।

 

 

 

 

এই পদ্ধতি বন্ধ হলে ফেসবুকে আমার সাথে আর যোগাযোগ কইরেন না ভাই! এত এত ফ্রেন্ড রিকুয়েস্ট আর মেসেজ এর জ্বালা ফেসবুকের আমার প্রাইভেসি নষ্ট!!!!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা দিয়ে আমি কয়েক দিন ব্যবহার করছি। ধন্যবাদ টিউন করার জন্য। নতুন্দের কামে আইব

আপনাকে অনেক ধন্যবাদ এই ধরনের বিস্তারিত টিউন করার জন্য। আশা করি কাজ করবে।

Level 0

ভাই আপনার আইডিয়া টা তো এইখান থেকে https://www.techtunes.io/hacking/tune-id/208702 ধার করা,কিন্তু আপনি তার প্রতি কোন কৃতজ্ঞতা না জানিয়েই পোস্ট টা করে ফেললেন???

    @Imshad: মজি সে টিউনরে প্রথমেই লিখছে আ্বইডিয়া গুলা বিভিন্ন জায়গা হতে এনে জোড়া দিয়েছে মাত্র ।

vai softwarta to instell hocche na…………………………………..ki korbo akhon?????

    Level 0

    @Bibvranto pothik: কোন সফটওয়্যার ভাই।। আমার তো সব এই হইসে।।

Level 0

যারা উইন্ডোজ ৭ বা ৮ ব্যবহার করেন।। তাদের ২ নং সফটওয়্যারটা সমস্যা দিতে পারে…

Right click on 2 নং সফটওয়্যার (Auto dial up) > Properties > Compabilities > RUN this program to Compabilities mode for এবং select windows 98/ME.. APPLY and OK…

আশা করি সফটওয়্যার ওপেন হবে।।

    Level 0

    @Rockers: Vaiya acto shahajo korle kushie hotam
    ame windos 8 vavoher kore
    kinto shomosha holo auto dial up e gpmms option acsha na
    kinto ame modem a gpmms option kulse
    kindly akto help korben

    Level 0

    @Rockers: ভাইয়া বলতে চাচ্ছি যে আমার সব সফটওয়ার ঠিক আছে এবং কাজ করে কিন্তু সমস্যা হল অন্য জায়গায় ।আমি প্রথমে মডেমে জিপি এমএমএস অপসন তৈরি করছি এবং কানেট ও করছি ।প্রক্সিফায়ারেও উপরের নিয়মাবলির মত প্রক্সি দিছি।অতপর ওটো ডয়েলারে যাওয়ার পর জিপি এমএমএস অপসন দেখাচ্ছে না শুধু জিপি ইন্টারনেট অপসন দেখাচ্ছে ।এ অবস্থায় আমি কি করব জানালে ভাল হত ।আশা করি আমি আমার প্রশ্নটা পরিষ্কার করতে পারছি ।

Level 0

I can’t run Second software to my windows 7
help me
please send me this software by email
([email protected])

    Level 0

    @livemail: যারা উইন্ডোজ ৭ বা ৮ ব্যবহার করেন।। তাদের ২ নং সফটওয়্যারটা সমস্যা দিতে পারে…

    Right click on 2 নং সফটওয়্যার (Auto dial up) > Properties > Compabilities > RUN this program to Compabilities mode for এবং select windows 98/ME.. APPLY and OK…

    আশা করি সফটওয়্যার ওপেন হবে।।

Level 0

are vai proxifier ta open hoi na error dekhai help me?

    Level 0

    @mohammadp: যারা উইন্ডোজ ৭ বা ৮ ব্যবহার করেন।। তাদের ২ নং সফটওয়্যারটা সমস্যা দিতে পারে…

    Right click on 2 নং সফটওয়্যার (Auto dial up) > Properties > Compabilities > RUN this program to Compabilities mode for এবং select windows 98/ME.. APPLY and OK…

    আশা করি সফটওয়্যার ওপেন হবে।।

      Level 0

      @Rockers: ভাইয়া অটো ডায়েলার কি ভাবে সেটিং করতে হবে তা দেখানো হয়নি ।সেটিং কি ভাবে করতে হবে দেখালে খুশি হতাম।

Level New

IDM kaj korce na. can not connect to proxy server 10.128.001.002 dekhay. help pls

proxifier এই সফট তো কাজ করছে না…।। দয়া করে হেল্প করবেনঃ'(

ভাই এই পদ্ধতিতে কত মেগা ব্যবহার করা যাবে ?

    @মনির হুসাইন: আনলিমিটেড এমনকি মোইবলে শুধু পি1 প্যাকেজ একটিভ থাকলেই হবে অন্য কোন প্যাকেজ্ও এ্যকটিভ করা লাগবে না। পিডির মত পি10 এ্যাকটিভ করা লাগবে না।

ভাই Avast Internet Security ২০১৩ এ কাজ করে না।

Level New

vai apnake again 1 billion thanks. kintu plz aita kemon kotha je apny r free net er tune korbenna, vai plz apny na thakle gp harami ra amader maira falaibe . plz free net er tune kora bondho korenna.

অটো ডায়ালার টাও ভাল কাজ করেনা। ডিসকানেক্ট হয়ে যায়।

ধন্যবাদ ভাই , আমার কাজ হয়েছে ।

    😛

    Level 0

    @Sadeque AhammedVaiya acto shahajo korle kushie hotam
    ame windos 8 vavoher kore
    kinto shomosha holo auto dial up e gpmms option acsha na
    kinto ame modem a gpmms option kulse
    kindly akto help korben

Auto Disconnect সমস্যা এড়াবার জন্য আমি শুধু gpmms এর যায়গায় gpwap দিয়ে বাকি সব ঠিক রেখে expariment করে দেখলাম ।দেখি তাতে ও কাজ হয়েছে । আর Auto Disconnect হচ্ছে না ।

    হুমম ভাই ডিসকানেন্ট হবে না তবে আপনার মেগাবাইট চেক করে দেখুন, কমে গেছে!!! হাহাহাহাহহা

Level New

vai ami to thik thak motoi setting korci kintu tarporeo torrent kaj kortesena.

IDM এর ভার্সন কত?

Sadeque Ahammed ভাইয়া Auto Disconnect সমস্যা এড়ানোর জন্য আপনি কোথাই gmmms এর যায়গায় gpwap দিলেন প্লিজ জানাবেন ?

Level 0

bi kew jodi BANGLALION HACK system jana thake tahole janaben plz… mail id = [email protected]

    ভাই আমি নিজেও এটি ব্যবহার করি না, ব্রডব্যান্ড! 😆

Level 0

প্রোক্সিমাইজ ব্যবহার করলে কি আইডি হ্যাক হওয়ার চান্স আছে কি??? যেমন প্রোক্সি সাইট গুলা ইউজ নেট
ব্রাউজ করলে আইডি হ্যাক হওয়ার চান্স থাকে।

    হ্যাক হওয়ার চান্স নেই! তবে আইডি হ্যাক হতে পুনুরুদ্ধার করার ব্যবস্থা রাখতে হবে ভাই 🙂

ধন্যবাদ sobujmd ভাইয়া আমার সঠিক ভাবে কাজ করছে । ধন্যবাদ আবারো কমেন্ট করার জন্য ।

অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আমি করতে পারছি। আমার 2টি প্রশ্ন হচ্ছে

1. আইডিএম দিয়া কি ভাবে ডাউনলোড করবো

2. ইউটিউব থেকে কি ভাবে ভিডিও ডাউনলোড করবো।

    Level 0

    @Reaz Ul Islam: Vaiya acto shahajo korle kushie hotam
    ame windos 8 vavoher kore
    kinto shomosha holo auto dial up e gpmms option acsha na
    kinto ame modem a gpmms option kulse
    kindly akto help korben pls email me at [email protected]

      @noim2013: ভাইয়া আমি আপনার প্রশ্নটা বুঝিনাই। আমি টিউনে যেভাবে বলা আছে ঠিক সেভাবেই করছি ও করতে পারছি। আমি উইনডোজ 7 ব্যবহার করি তাই 8 এর ব্যাপারে কিছু বলতে পারবো না সরি। যদি সেভেনে করতে কোন অসুবিধা হয় তবে আমি সাহায্য করতে পারি।

        Level 0

        @Reaz Ul Islam: ভাইয়া বলতে চাচ্ছি যে আমার সব সফটওয়ার ঠিক আছে এবং কাজ করে কিন্তু সমস্যা হল অন্য জায়গায় ।আমি প্রথমে মডেমে জিপি এমএমএস অপসন তৈরি করছি এবং কানেট ও করছি ।প্রক্সিফায়ারেও উপরের নিয়মাবলির মত প্রক্সি দিছি।অতপর ওটো ডয়েলারে যাওয়ার পর জিপি এমএমএস অপসন দেখাচ্ছে না শুধু জিপি ইন্টারনেট অপসন দেখাচ্ছে ।এ অবস্থায় আমি কি করব জানালে ভাল হত ।আশা করি আমি আমার প্রশ্নটা পরিষ্কার করতে পারছি ।

আমি আইডিএম দিয়া ডাউনলোড দিতে পারছি, আইডিএম এর 6.07 বিল্ড 12 এই ভারশন দিয়া। কিন্তু 6.15.3 বা একটু আপডেট ভারশন আইডিএম দিয়া ডাউনলোড দিতে পারতেছি না। 6.15/6.15.3 আইডিএম এর প্রক্সি বসানোর বক্সটা একটু অন্য রকম, ভাই একটু কি দয়া করে দেখবেন। অনেক উপকার হত।

Level New

Vai Antivirus to update hoi na

Level 0

Vaia, everythink ok, But IDM 6.12 11 diye download hocce na, connection problem dekhacce. kespersky anti virus o update hocce na. Plz er akta solution din. Default danload diye barbar disconnection er jonno download korte parsina. Gp ke ki bash dite parbo na. plz plz solution den………….

ভাই একটু জবাব দেন অনেক সমস্যায় আছি।

Level 0

Dear Brother, IDM a to 3 min. por por disconect hoa jaca onno somai thik aca. akta somadhan diben ki?

Level 0

গেমওয়ালা@ BAHI first time poxifire open korar por kaj korlo

2nd time open korta gala asa ” another instance of poxifire is already runing”

plz help me

Level 0

Vaiya acto shahajo korle kushie hotam
ame windos 8 vavoher kore
kinto shomosha holo auto dial up e gpmms option acsha na
kinto ame modem a gpmms option kulse
kindly akto help korben pls email me at [email protected]

Level 0

জিপি মডেম তো কানেক্ট হইতেছে না্ কি করা যায়?

Level 0

ভাইয়া অটো ডায়েলার কি ভাবে সেটিং করতে হবে তা দেখানো হয়নি ।সেটিং কি ভাবে করতে হবে দেখালে খুশি হতাম।

pd বন্ধ হয়ে যাওয়ার পর থেকে gpmms দিয়েই নেট ব্যবহার করছি। কিন্তু gpmms এ সমস্যা হল 3 মিনিট পর পর নেট disconnect হয়ে যায়। আমি unlimited browsing করতে পারি। কিন্তু কোন কিছু download দিতে পারি না। auto reconnect এও কিছুটা time লাগে যার কারনে যে কোন active download failed হয়ে যায়। এর কোন সমাধান কি কারও কাছে আছে? শেয়ার করলে উপকৃত হব। ধন্যবাদ

ভাই Net reconnect ব্যাবহার করুন । এটা অনেক সহজ ।

Level 0

ব্রাউজ, ডাউনলোড হচ্ছে খুব ভালো মত। ধন্যবাদ

Level 0

ভাই Reaz Ul Islam আমি ও আইডিএম ৬.১৫ নিয়ে সমস্যায় ছিলাম। অবশেষে সমাধান করতে পারলাম। আইডিএম এ প্রক্সি দেওয়ার পর শুধু HTTPS টিক দেন। তার পর ওখানে দেখেন advencd আছে । advencd এ গিয়ে HTTPS টিক রেখে বাকি টিকগুলো উঠিয়ে দিয়ে ওক করে বেরিয় আসুন। আশাকরি সমাধান পাবেন। এভাবেই আমি ডাউনলোড করছি।

Level 0

Bro ami amar micromax hanset diye laptop er blue tooth theke net calai. Mai kivabe apn mms set korbo?

windows 7 er networsharing er jai setting ta korte hoitar thekeo ki -auto dailer beshi karjokor?
plz akto janaben

kono vabei download continue kora jacche na! 3/4 minute porpor kete jacchei!! plz keu akta shomadhan dan…..

Level 0

হ্যা Bro একটানা ডাউনলোডে ‍সমস্যা ছিল। এখন নাই।১৫৬ mb করেছি। এভাবে।১)idm 2) dialp/vpn 3) use windows dialup এ টিক.3) connetion এর ঘরে gpmms/gpwap, (যেটা দিয়ে আপনি মডেম কানেক্ট করছেন) 4) user name a যে কোন নাম। তারপর pass. সবশেসে ok. কষ্ট করে লিখলাম (কারন হাতে অপারেশন করা্য়ছি) যদি উপকার হয়।

Level 0

re connect আমার ভালো কাজ করছে

Level 0

আপনারা স্পীড ক্যামন পাচ্ছেন??

আমি Nokia pc suite দিয়ে connect করছি, কিন্তু ৩-৪ মিনিট পর শুধুমাত্র packet data connection enned হয়ে যায়। তবে disconnect হয় না। কোন সমাধান থাকলে আশাকরি জানাবেন।

vai ami aponer tune dia free net calassi o aponer auto connect kaj kore na tai recnct soft calassi kintu recnct hoy thik tobe download theme jay r idm dia download hoy tobe file ta kaj kore na r browse er somoy re cnnckt hole browse themejay

net use korar somoy pc hang hoy… any solution ?

Level 0

vai ami fb chara onno site gulo te jaite partasi na…nokia pc suite die

ভাই আমাকে কেউ সাহায্য করেন ৷ আমি মোবাইলে ফ্রি নেট চালাতে চাই ৷ আমার মোবাইল সেট এর মডেল
nokia n73 ৷ আমি অনেক দিন যাবত চেস্টা করতেছি পারছি না ৷ প্লিজ আমাকে কেউ সাহায্য করেন ৷ ধন্যবাদ ৷

আমি বড় বিপদে পড়ে আজ এই অন্যায় কাজটা করলাম, এই ট্রিকসটা ইউজ করে নেট ব্রাউজ করতেছি 🙁 যদিও আমার আনলিমিটেড প্যাকেজ আছে, কিন্তু স্পিড পাচ্ছি না 🙁

vai আমি আপনার দেওয়া টিপস এ ভালই ডাউনলোড করছি …idm এ কোন কিছু করতে হয়নি এম্নিতেই ডাউনলোড হয়। আর একটা জিনিস জানতে চাচ্ছি -প্রক্সি ফায়ার থাকালেও কি ইউ টরেন্ট এ কিছু চেঞ্জ করতে হবে নাকি আমি চেঞ্জ করে ট্রাই করেছি কাজ করছে না একটু হেল্প করেন।।

ভাই সব ঠিক আছে কিন্তু re connect softwore দিয়ে connect নেয়ার সমাই pc হাং করে। এর কোনো সমাধান আছে কি ? আর এইটা সেয়ার করার জন্য অনেক thanks

Level New

আভিরা এন্তি ভাইরাস আপডেট নিসসে না!

Level 0

vai Proxifier ki windows 7 a cole. ami Proxifier onek ber tri korsi, but hoi nai. amer ultrasurf ta kaj korse. Thanks.

vi (P1) package nisi but download speed pai 5-10 vitor ar ki speed barano jaba..

Level 0

vai, amar Nokia set kinba GP flash Modem nai kintu Android mobile ase. ami ki android mobile diye uporer niyome free net chalate parbo? please help!

Level 0

ata ke chola akhuno