আলু দিয়ে আগুন ধরান ! কি ভয় পেলেন ?

আজ আর কনো কথা না বারিয়ে কাজের কথায় আসি । আজ আমি আপনাদের দেখাব কিভাবে আলু দিয়ে আগুন ধরানো যায় ! কি ভয় পেলেন ! ভয় পাওার কিছু নাই । LED  লাইটের আগুন।

যা যা লাগবে

  1.  একাধিক আলু ।
  2. ২ টা বা তার বেশি zinc এর লুহা
  3. ২টা বা তার বেশি copper-এর লূহা
  4. কিছু তার । 

picture গুলা দেখেন আশা করি বুঝবেন। আর আমি তো মোটামোটি explain করেছিই।

১. দেখতেই পারতেছেন , এখানে ২টা আলু ,২ টা করে zinc আর copperএর লো হা । এগুল বাজারে  কিনতে পাবেন।

২. এখানেও বুঝতে পারতেছেন কি করতে হবে ।

৩. এখানেও কি কিছু বুঝেন নাই । আরে ভাই ! অই nail গুলা আলুতে ডুকাইতে হবে ।

৪. একাধিক আলু হলে এভাবে রাখেন । একাধিক আলুর দরকার হতে পারে কারন ১টা আলু দিয়ে অনেক সময় লাইট জ্বলে না । তাই একাধিক আলুর দরকার হয় । যেমন আমি ব্যবহার করেছি ।

৫. এখন আপনি একাধিক তার হলে এখানে আমি যে ভাবে আড়া আড়ি ভাবে লোহা দুইটা যোগ করলাম , আর বেশি আলু হলেও একি ভাবে যোগ করবেন । যত বেসি আলু হবে লাইটে তো তো বেশি power পাবেন ।এক তার copper লোহার সাথে আর আরেকটা zinc -এর লোহার সাথে সংযোগ করবেন ।

৬. এখন just আলুর বাকি দুই প্রান্ততে লাইটের দুই প্রান্ত যোগ করে দিন ।

লাইট জ্বলে উঠবেই ।আমার এই experiment -টা আপনার ভাল লাগলে facebook-এ আমাকে এড করতে পারেন । আমাকে শেখানেই পাবেন ।

আরেকটা কথা । কারো FB তে যদি Photo verification চায় তাহলে আমাকে ADD করতে পারেন। আমি এটা ঠিক করে দিতে পারি । তবে কিছু শর্ত সাপেক্ষে করে দিবো ।  আজ আর না অনেক রাত হলো ঘুমাইতে হবে।

আরেকটা কথা ভুলে গেলাম, এই experiment-টা গাজর দিয়াও করা যায় । হা...হা...

.......-.________

----/ \_)_______)  'Am here @ FACEBOOK.
...........    ()___)
................()__)
----\___()_)

আমার আরও টিউনসঃ

Level New

আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I don't have anything extra ordinary to share with you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

onak valo lag ce . ca le jan

ভাই আমার ফব অ্যাকাউন্ট দিসাবল করে দিয়েসে। কিছু করা যাবে

বস
”কারো FB তে যদি Photo verification চায় তাহলে আমাকে ADD করতে পারেন। আমি এটা ঠিক করে দিতে পারি”
আমি চাইইইইইইইইইইইইইইইইইইইই!
কি করতে হবে? কি কি শর্ত??

Level 0

ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য। কিন্তু বুঝতে পারছি না আলু দিয়ে আগুন জ্বালিয়ে লাভ কি ?
বাস্তব জীবনে কাজে লাগে এমন কিছু লিখুন।

আপনি যে ফালতু পাবলিক,বাসায় জানে?Disgusting :/

    @Iron maiden:
    আপনি ভাই আগে কমেন্ট করা শিখেন । তারপর এখনে আইশেন ।

      @Rizwan Bin Sulaiman: ছাগু পোষ্ট। আগে আপনার লেখার বানান ঠিক করেন। আর আলু দিয়া তো এলইডি ধরাইছেন। এইখানে আগুন আসলো কই থাইকা। আচ্ছা এই আগুন দিয়া রান্না-বান্না করা যাইব? যত্তসব ফালতু পোষ্ট। আবার লেইখা রাখসেন “কি ভয় পাইসেন?” জ্বি ভাই অনেক ভয় পাইছি।

        @আশরাফ:
        post abar kobe theke ছাগু holo
        faltu hole aponi nije kore diten ?
        joto shob faltu comment
        aponader karone manush nijeder post korar iccha haray

Accha Alur power to shob led shes kore felbe then ai alu ki khawa jabe ? jodi jai tahole sastho jhuki kototuku?

Level 0

চমতকার টিউন অসংখ্য ধন্যবাদ !!

Level 0

ay jatio post gulo amar chub valo lage… becz ami akon ELECTRONICS & COMMUNICATION ENGINEERING porchi

    @Sohomdeep:
    thnx
    aponi notun kichu pele amake just bishoy ta bolben!
    ami gooogle mamuke jiggash kore jene jabo. tar por post korbo !

Level 0

OK.. @Rizwan Bin Sulaiman