মাত্র ২৫ টাকায় ৩দিন আনলিমিটেড ইন্টারনেট ব্যাবহার করুন

আমার এ টিউন টি নাবিল.আমিন ভাইয়ের উর্ত্স্বগ করলাম ।

মাত্র ২৫ টাকায় ৩দিন আনলিমিটেড ইন্টারনেট ব্যাবহার করুন

কি শুনে অবাক হচ্ছেন তো।

আসলেই সত্য কথা এটি আমি নিজে ব্যাবহার করতেছি এটি বর্তমানে।

তবে যারা গ্রামিন ফোন সিম দিয়ে ইন্টারনেট ব্যাবহার করে তারাই এই সুবিধা ভোগ করতে পারবে।

কাজটি করতে গেলে যা প্রয়োজন হবে।

প্রথমে গ্রামীন ফোনের একটি প্রিপেইড সিম থাকতে হবে।

তারপর একটি জাভা সমথিত মোবাইর থাকতে হবে।যেমন-Nokia-Samsung-Motorola-SonyEarisson-Symence ctc.

আমি নিজে নোকিয়া ৩১১০ ও এন ৭০ দিয়ে করেছি।

সেটে সিমটি লাগিয়ে ১২১ এ কল দিয়ে। ৩টি internet configuration, (Gp-wap,gpinternet,gpmms)এবং p1 সার্ভিস চালু

করে নিতে হবে।*আগে করা থাকলে ও হবে।

এবার আপনার সিমে ৪০ টাকা ব্যালেন্স থাকতে হবে।(সার্ভিসটি চালু হলে ২৫টাকা কাটবে শুধু।

মোবাইলের ইন্টারনেট সেটিং এ গিয়ে Gp-wap একটিভ করে নিন।(মনে রাখবেন Gp-wap একটিভ না থাকলে কিন্তু লিংকে ঢুকতে পারবেন না)

তারপর মোবাইল ম্যাসেজ অপশন এ গিয়ে লিখুন<Backup>Send<6000>

ফিরতি ম্যাসেজে একটি লিংক দিবে।

http://www.Mb.grameenephone.com/mobilebackup/wap

সে লিংক এ ঢুকে একটু নিচে লেখা থাকবে change password click here তখন এখানে ক্লিক করে

পার্সওয়ার্ড পরিবর্তন করতে হবে।

পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়মঃ উদাহররণ (A2bbbbbb)

প্রথমে new password এর ঘরে A-Z এর মধ্যো বড় হাতের যে কোন একটি অক্ষর দিন।

তাপর ১-৯ এর মধ্যো থেকে একটি সংখ্যা, তারপর a-z এর মধ্যো থেকে ৬টি ছোট হাতের যে কোন অক্ষর বসিয়ে দিন

একইভাবে confrom password এর ঘরে ও আগের মত করে বসিয়ে দিন।

তারপর নিচের সাবমিট বোতামে ক্রিক করুন।

সাবমিট হওয়ার সাথে সাথে নতুন পেজ ওপেন হলে মোবাইলের লাল বোতাম চেপে কেটে বাহির হয়ে আসুন।

সাথে সাথে আপনার মোবাইলে ৩টি নতুন ম্যাসেজ আসবে।

ম্যাসেজ ওপেন করে দেখুন ৩দিন এর ইন্টারনেট এ্যাকটি ভিশন সর্ম্পেকে জানান হয়েছে।

তারপর আপনি এটিকে মডেম হিসাবে ব্যাবহার করে দেখন। আপনার ব্যালেন্স থেকে কোন টাকা কাটছে না।

তথ্যসূএ:- রংমহল ।

কৃতঘ্জতা :- মোস্তাক ভাই,

Level 0

আমি balobashe। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 635 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন একটা তথ্য দিলেন তো ভাই।আমি আজই ট্রই করমুনে।আপনারে অসংখ্য ধন্যবাদ।

    Level 0

    সজীব রহমান ভাই, আপনাকেও ধন্যবাদ।

অনেক আগে ব্যবহার করেছি কিন্তু মাঝে এই সার্ভিস বন্ধ করে দিয়ে ছিল।
আবার চালু হয়েছে কি না দেখতে হবে। ধন্যবাদ……….. ভাইয়া

    Level 0

    হাসান ভাই, তহলো মাঝে সঠিক ভাবে করতে পারেনি তাই, আমি এখনো করি
    আপনাকেও ধন্যবাদ।

Boss আপনাকে অনেক অনেক ধন্যবাদ… টিউন’টি আমাকে উর্ত্স্বগ করার জন্য।
সাহায্যকারী একটি টিউন… অনেকেই উপকৃত হবে… 🙂
ভাল থাকবেন…. 🙂

Level 0

নাবিল.আমিন ভাই,এই সম্মান টুকু আপনের প্রাপ্য বলে আমি মনে করি।
আমি আপনার অনেক ছোট হব এত সম্মান না দিলেও হবে,
তারপরেও আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।
[email protected]
(yahoo+face-book.com)
পাভেল:-০১৯২৪৮১২৮৯৮।

Level 0

I Will try……

    Level 0

    মার্ক-নাদের ভাই,চেস্টা কোনো বাকি রাইখেন না
    আপনাকে ধন্যবাদ।

এটা আমি আগে করতাম।কিন্তু ভাই,এটা এক সিমে মাসে কেবল একবারই করা যায়।Systemটা অনেক পুরাতন।হাসান ভাই ঠিকই বলেছে।আমিও মধ্যে এটার জন্য অনেক টাকা Loss করেছি।আপনি হয়তো Recently এটা জেনেছেন।যাই হোক,এক সিম দিয়ে Monthly যদি বার বার করা যায় তবে কষ্ট করে আমাকে জানান।অনেক উপকৃত হব।
ধন্যবাদ আপনাকে।

    Level 0

    রাসেল৬১৯ ভাই, আপনে আগে জানতে তাহলে পোস্ট করলেন না কেন?
    শুধু টেকটিউনস থেকে নিতে পারে দিতে পারেন না , এ টা এক সিমে এক বারই হয়।দ্বিতীয় মাসে হয় নি তাই আর চেস্টাও করিনি
    আপনাকে ধন্যবাদ।

ভাইয়া এটা শুধুিক একটা িসেম একবারই ব্যবহার করা যায় ।

    Level 0

    মাসুদ ভাই,এক সিমে এক বারই হয়।দ্বিতীয় মাসে হয় নি তাই আর চেস্টাও করিনি,
    মাসুদ ভাই,আমার আনলিমিটেড আছে তাই আর চেস্টাও করিনি,আর গ্রামীন কি একটাই সিম ছাড়ছে বাজারে বলেন ????
    আপনাকেও ধন্যবাদ।

বস এই পদ্ধতিতে আমি এক মাসে কয়বার ব্যবহার করতে পারবে।

    Level 0

    হাসান ভাই,আপনে বন্ধু/বান্ধবে কাজ থেকে ১০ টা সিম নিয়ে এক মাস চালান,না করছে কে
    ৩ দিনের জন্য সিম হাওলাদ নেন। আপনাকেও ধন্যবাদ।

আসলেও দারুণ টিউন। আপনাকে অসংখ্য ধন্যবাদ…

    Level 0

    ফাহিম আহমেদ ভাই,এটা সবাই জন্য দারুণ টিউন।
    আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

বিষয়টি আগে জানতাম না।ধন্যবাদ শেয়ার করার জন্য।

    Level 0

    আরমান ভাই,
    আপনাকে ধন্যবাদ।

Level 2

পূর্বে এটা করেছিলাম। ভালই ব্যবহার করেছি কিছুদিন। কিছুদিন আগে আবার চেষ্টা করলাম কিন্তু এখন আর ফ্রি ব্রাউজ হয় না। Message আসে ৩ দিনের ব্রাউজিং ফ্রি কিন্তু P1 এর চার্জ কাটে। আমি এটা অবশ্য প্রায় ১ মাস আগে দেখেছি.. এখন আবার আগের মত ৩দিন ব্রাউজ করা যায় কিনা জানি না। দয়া করে জানাবেন এখনো সেই সুযোগ আছে কিনা…

Level 0

লেন্জুভাই,আপনের পূর্বে টা সঠিক ভাবে হয় নাই তাই P1 এর চার্জ হয়ে ছিল।
আমারও দুই বার এ সমস্যাই পড়ে ছিলাম।
আর মনে রাখবেন এক সিমে এবারই হয় ।
আপনাকে ধন্যবাদ।

    Level 2

    আমার নামের বাংলা উচ্চারণ হবে লানজু।
    আমি পরপর দুইবার এটা করেছি তখন কোন সমস্যা হয় নি। কিন্তু ৩য় বার আর হয় নি।
    ৩টি এসএমএস এসেছে কনফারমেশনও পেয়েছি। কিন্তু তবুও P1 চার্জ কেটেছে।

    Level 0

    লানজু ভাই,স্যারি নামের বাংলা উচ্চারণ ভুল করার জন্য……….

    Level 2

    ভাই তো জানালেন না… এখনও কি এইটা করা যায় কিনা …

Level 0

ভাই বলেন কি ?
ইতা তো জানা আছিলো না ।

আপনাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাই ।

যাই বলি কম হয় ।

    Level 0

    হিত্মান ভাই,থাক বেশি হাইয়া যাইতাছেছেছে……….
    আপনাকে ধন্যবাদ।

Level 0

আমি যদিও Broadband ব্যবহার করি।সুন্দর একটা টিউন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ…………।

    Level 0

    আরিফ ৭ ভাই,আপনের টিউনের আশায় ছিলাম ধন্যবাদ……

অনেক আগে থেকে ব্যবহার করি । আপনাকে অনেক ধন্যবাদ টিউন করার জন্য। আমি বাংলা ভালো লিখতে পারিনা তাই টিউন টি করা হই নি ।
তবে অনেক টাকা নষ্ট হয়েছে কারন মাঝে মাঝে মিস হয়। কারন পরের পেজটি আসার ২ সেকেন্ড এর মধ্য বের হতে হয়। খুব ভাল একটা টিউন করছেন।

    Level 0

    সবুজ আহমেদ ভাই, আমি ও আপনার মত ধরা খাইয়াছি…………।
    ভাত খাইতে গেলে দুই,চারটা ভাত পরবেই,তাতে কি ,,,ধন্যবাদ ,,,,,,,,,,,,,

amar Nokia 6500s not supported lekha ase. What can i do? Pls help.

    Level 0

    ফিরোজ ভাই,আপনার হ্যান্ড সেটে (নোকিয়া-৬৫০০এস) ওর্য়াপ সার্ভিসটি এ্যকটিভ হয় নাই তাই,
    নয়তে বা অন্য হ্যান্ড সেটে চেস্টা করুন হবে। সুন্দর প্রশ্ন করেছেন ধ্যনবাদ।

    Thanks, Nokia 6300 set theke kaj hoece. 40 taka nosto hoise.
    “ভাত খাইতে গেলে দুই,চারটা ভাত পরবেই,তাতে কি ,,,”
    kothata pochondo hoice.

অসংখ্য ধন্যবাদ। দারুন একটা টিউন উপহার দিলেন। মনে হচ্ছে বোনাস পেলাম। gp সিমের অভাব আছে নাকি।

_গ্রামিনের আনলিমিটেড ৩ দিন ই অনেক কিছু। আমি টেলিটকের ৩ দিন আনলিমিটেড টেস্ট করেছি একদম ফালতু। গ্রামিনের ১ ঘন্টার সমানও না টেলির ৩ দিন।
তাই আবার ও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ।

    Level 0

    চেস্টায় সাইদ ভাই,আপনার সাথে এক মত ,সুন্দর কমোন্সের জন্য ধ্যনবাদ।
    জিপি কোম্পানী লস করান !জিপি কোম্পানী লস করান !!জিপি কোম্পানী লস করান!!!

দারুণ টিউন। আপনাকে অসংখ্য ধন্যবাদ…

ও আর একটি কথা পাসওয়াড পরিবর্তন করতে হয় নাই। লিংক open করার পর পর একটিভ হয়ে গেছে কিন্তু p1 rate বেশি তাই বেশি download হয়ে যেতে পারে। তাই ৪০ টাকার বেশি রাখা উচিত হবে না। যেটা টিউনার ভাই আগেই বলেছেন।
যাই হোক না কেন প্যাকেজটা সত্যই দারুন। p6 এর সাথে খেচুরি করলে ভালই চলা যায়। তাই না টিউনার ভাইয়া।

দেখি ট্রাই করে কি হয়!!!

    Level 0

    চেস্টায় সাইদ ভাই, ধ্যনবাদ দেখেন চেস্টা করে।

করতে পারছি ভাই । অনেক ধন্যবাদ।

Level 0

অর্পণ ভাই,আপনা কেউ ধ্যনবাদ ………।

দারুণ একটা জিনিস জানাইলেন ভাই।এখন করা যাবে নাকি অফার শেষ?

    Level 0

    ব্লগস্পট সুজন ভাই,এ অফার এখন চালু আছে,এটা এক সিমে একবারই করা য়াই কিন্তু? এটা চালু হবার ৩/৪ দিন পরে unsub লিখে 6000সেন্ড করে সার্ভিস বন্ধ করতে হবে, নয়তেবা প্রতি মাসে ৩০ টাকা করে কাটবে। আপনাকে ধন্যবাদ।

Bhai kaj hoile apnar jonno ae boilla doa kormu,”hey Allah ae bhaijanke beheste internet beboharer sujog koira diyo……binamulle.”….Amin………

    Level 0

    মৌফুল ভাই, আপনার দেয়া টা জেন স্যতি হয়।
    ধন্যবাদ…….।

ঠানকসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস.. কাজ হোইছে……………………………… ভাই ধন্যবাদ……।

Level 0

পাগল ভাই,পাগল ভাই,হইলেই ভাল,
আপনাকে ধন্যবাদ।

Level 0

১০-১২ টা সিমে চালাইছি। কারো কাছে সিম থাকলে আমাকে দেন ।

Level 0

আশিক ভাই, আমার কাছে সিম আছে,লাগলে মযমসিংহে আসেন ।
ধ্যনবাদ……………।

hou na to vai 3 bar try korsi 3ta sim da

mona hoi off ….
120 tk sas faw

    Level 0

    আবরার ভাই, আমার p-2 তাই এখন আর করা হয় না , আর সবাইকে বরছি যে এই অফার কেউ চেস্টা কিরবে না , ধন্যবাদ….।

    balobashe ভাই,
    আপনাকে ধন্যবাদ।

Level 0

balobashe ভাই,
আমার সেটে confrom password দেওয়ার পরও কোনও নতুন ম্যাসেজ আসছে না।
টাকাও কাটে নি।
কী করা যায়?

vi thanks এইটা এখণো ace ki……pls seom
nd me details email: [email protected]