ব্যাকলিংক এর ছোট করে সংগা দিতে হলে এক কথায় বলা যায় সার্চ ইঞ্জিনে প্রধান খাদ্য।সার্চ ইঞ্জিনে সুবিধা করতে হলে ব্যাকলিংক এর বিকল্প নেই।আমরা অনেকে ব্যাকলিংক দেবার জন্য বিভিন্ন সাইটে আমাদের সাইটের লিংক দিয়ে থাকি।কিন্তু সব খানেই কি সঠিক ব্যাকলিংক পাওয়া যায়।আমি এখানে সঠিক ব্যাকলিংক বলতে অধিক কার্যকরী ব্যাকলিংক এর কথা বলছি। আসুন দেখি সঠিক ব্যাকলিংক পাওয়ার ৩টি গুরুত্বপূর্ণ টিপস গুলো কি
যে সকল সাইটে nofollow Reciprocity আছে সা সকল সাইটে আপনার সাইটের লিংক না দোয়াই ভালো।কেননা সার্চ ইঞ্জিনে nofollow এর কোন মূল্য নেই।এতই অনেক সময় ব্যাকলিংক হিসাবে দেখালেও এর দ্বারা কোন লাভই হয়না।
আনকোর text ব্যাকলিংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।একটি লিংকের আনকোর text এর উদাহরন হল
আপনি লিংক সাবমিটের সময় এই আনকোর Text গুলো ভিন্ন ভিন্ন ভাবে তুলে ধরুন।এতে সার্চ ইঞ্জিনে বুঝবে আপনার লিংকটি সঠিক ও গুরুত্বপূর্ণ।
আপনার সাইট টি সাবমিটের সময় যদি একই Ip Address বারবার সাবমিট করেন তাহলে সার্চ ইঞ্জিনে আপনার ব্যাকলিংক টি কেবল মাত্র একজনই বারবার সাইট সাবমিট করে।সার্চ ইঞ্জিন মনে করে একটা গুরুত্বপূর্ণ সাইট বিভিন্ন স্থান থেকে সাবমিট হয়.
আশা করি টিউন টি আপনাদের কজে লাগবে ধন্যবাদ।
আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ..।