আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই। অনেক দিন আবার টেকটিউনসএ এলাম টিউন করার জন্য। যাই হোক এবার আসল কথায় আিস।
আমরা অনেক ভাবে আমাদের পারসোনাল ফোল্ডার বিভিন্ন সফটওয়্যার এর মাধ্যমে লক করে রাখি। কিন্তু যদি কোন সফটওয়্যার ছাড়াই যিদ আমাদের পারসোনাল ফোল্ডার লক করতে পারি তাহলে কেমন হয়।
নোট প্যাড ওপেন করুন, নিচের কোড গুলো লিখুন-
ren games games.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
সেভ দিয়ে, সেভ এচ টাইপে অল ফাইল সিলেক্ট করুন, ফাইলের নাম loc.bat লিখে সেভ করুণ।
ফাইলটি আপনার যে ড্রাইভের ফোল্ডার লক করবেন সেই ড্রাইবে নিয়ে যান। নোট প্যাডে যে ফোল্ডারটি লক করবেন games এর জায়গায় সে ফোল্ডারটির নাম লিখে দিন। লক.ব্যাট ফাইলটি ডাবল ক্লিক করলে আপনার ফোল্ডার টি কন্ট্রোল প্যানেলে পরিণত হবে।
আবার আনলক করবেন কিভাবে?
নোট প্যাড ওপেন করুন ren games.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} games লিখে সেভ করুন। সেভ এচ টাইপ অল ফাইল দিয়ে key.bat নাম দিয়ে সেভ করুন। ফাইলটি ওপেন করলে আবার ফোল্ডারটি আনলক হবে।
ধন্যবাদ সবাইকে টিউনটি পড়ার জন্য। ভাল লাগলে কমেন্ট করবেন। সমস্যা হলেও জানাবেন।
আমি Anwarul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভালো ধন্যবাদ
কেমন আছেন সবাই? নিশ্চই ভাল। আজ আমি আপনাদের কে মজার লিং শেয়ার করব। আশাকরি আপনাদের সবার এই লিং ি কাজে লাগবে। এই লিং ব্যবহার করে আপনারা অনেক কাজ করতে পারবেন। নিচে লিং গুলো লেখা হল- Today i find excellent web site name is http://www.moonbd.com