আমাদের প্রায় সবারই কোন না কোন কাজের জন্য অনলাইনে সার্ভে , গেষ্টবুক , কুইজ পেজ , রেজিষ্ট্রেশন ফরম ফিড ব্যাক ফরম ইত্যাদির দরকার হয় । যখনই দরকার হয় হন্য হয়ে কোথায় এগুলো ফ্রিতে ব্যবহার করতে দেয় তা খুজতে লাগে । তাও আবার নানান শর্তে দেয়া থাকে । অবধারিতভাবে থাকে বিজ্ঞাপন । আমি নিজের উদাহরনই দেই , প্রায় এক বছর আগে একটি কোর্সের জন্য জরিপ করার দরকার হয় । বিষয় ছিল ডিজিটাল বাংলাদেশ । তাই ভাবলাম জরিপটাও ডিজিটালভাবেই করি । অনেক খোজাখুজি, অনেক ট্রায়াল ইউজ করার পর পেলাম সার্ভে মান্ংকি । তাতেও ঝামেলা ফ্রি ইউজর একাউন্টে সর্বোচ্চ ১০০ জন ভোট দিতে পারবে ! তখন পিএইচপি জানতাম না, না হলে গল্পটা নিশ্চিত অন্যরকম হত । তবে আপনার আর পিএইচপি শেখার দরকার নাই । আপনার দোস্ত Google আছে না । Google SpreadSheets সার্ভিস ব্যবহার করে , স্বাধীনভাবে অনলাইন সার্ভে , গেষ্টবুক , কুইজ পেজ , রেজিষ্ট্রেশন ফরম যা ইচ্ছা বানাতে পারবেন । সাথে নো শর্ত , নো ঝামেলা ফ্রি ! আসুন দেখে নেই কিভাবে কাজ করতে হবে Google SpreadSheets-এ ।
ধাপ ১. প্রথমে Google Spreadsheet এ যেয়ে লগইন করুন ।
ধাপ ২. তারপর নিচের মত একটি পাতা দেখতে পাবেন তার "Create New" ও তারপর "form" –এ ক্লিক করুন ।
ধাপ ৩. এবার নিচের মত একটি পাতা আসবে। এটিকে নিজ প্রয়োজনানুসারে কাষ্টমাইজ করে নিন । “Untitled form" এর স্থলে ফরমের নাম লিখুন ।
ধাপ ৪. "Question Type" মেনু থেকে কি ধরনের প্রশ্ন ও উত্তরের বক্স চাচ্ছেন তা ঠিক করে নিন । প্রতিটি প্রশ্নের জন্য আলাদা আলাদা ধরন ব্যবহার করতে পারবেন ।
ধাপ ৫. "Add Item" থেকে আরো প্রশ্নযোগ করতে পারেন ।
ধাপ ৬. "Theme" ট্যাবের ভিতর বেশ কিছু থিম পাবেন । পছন্দেরটি বেছে নিন ।
ধাপ ৭. পৃষ্টার নিচের দিকে "You can view the published form here:" এরপর যে লিংকটি দেয়া থাকবে তাই আপনার ফরমের লিংক তা কপি করে নিন । লিংকটি দেখতে বেশ বড় তাই dot.tk থেকে ছোট ডোমেন নিতে পারেন, তাছাড়া নিজের সাইট থাকলে তো আর কথাই নেই ।
এটি আমার ১০০তম টিউন । এতদিন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ । আশা করি, ১০০০তম টিউন পূর্যন্ত আপনাদের সাথে থাকতে পারব । এই টিউনটি মেহেদী আকরামকে উৎসর্গ করলাম । ইন্টারনেট, ব্লগ, ইত্যাদি বিষয়ে আমার আগ্রহকে আরো বাড়িয়ে দেয়ার জন্য তার লেখার বিশেষ গুরুত্ব ছিল , আছে এবং থাকবে। এমনকি আমার প্রথম জিমেইল একাউন্টের ইনভাটেশনটিও তার থেকে পাওয়া ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
আরিফ নিজামী টেকটিউনস এর ষষ্ঠ সেঞ্চুরিয়ান। আপনাকে অনেক শুভেচ্ছা এই শততম টিউনটির জন্য। আরো অনেক দূর এগিয়ে যান। আরো অনেক ভালো ভালো টিউনসএর প্রত্যাশায় রইলাম। ধন্যবাদ।