আপনার ডেস্কটপে আগুন ধরিয়ে দিন!! পুড়ে ফেলুন সব আইকন!!!

আজকে আমি আপনাদের সামনে একটি চমৎকার বিষয় নিয়ে হাজির হলাম। আজকে যে টিপসটি দিব তাতে আপনি খুব সহজেই আপনার ডেস্কটপে আগুন ধরিয়ে দিতে পারবেন। দাউ দাউ করে জ্বলবে সেই আগুন।

আগুনের লেলিহান শিখায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে ডেস্কটপ। ইচ্ছে করলে আপনি ডেস্কটপে থাকা আইকন গুলোতেও আগুন ধরিয়ে দিতে পারেন। আরে আরে ভয় পাবেন না!! জ্বালাতে যেহেতু পারবেন নেভাতেও পারবেন। আপনার কম্পিউটারের কোন ক্ষতি হবেনা তাতে। এর জন্য একটি সফটওয়্যারের সাহায্য নিতে হবে আপনাকে। খুবই চমৎকার এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে যান।

ডাউনলোড করার পর ইন্সটল করে আগুন লাগিয়ে দিন আপনার ডিস্কটপে।সফটওয়্যারটি রান করানোর পর নিচের ইন্টারফেসটি আপনি দেখতে পাবেন। এখান থেকে স্টার্ট ওভারে ক্লিক করে মাউস ড্রাগ করুন যেখানে আগুন দিতে চান।

আগুন!! আগুন!! আগুন !!! হা হা হা... চাইলে আগুন লাগিয়ে দিন আইকন গুলোতেও এজন্য এবাউট থেকে ক্লিক করুন মাই ডেস্কটপ আইকন ফায়ারে....

দেন লাগায়্যা আগুন।।।।

:::এডসেন্স সস্পর্কিত যে কোন জিজ্ঞাসায় আমাদের  ফেসবুক গ্রুপে যোগ দিতে পারেন::

::এডসেন্স সম্পর্কিত ‍ভিডিও লেসন পেতে পারেন ইউটিউবে:::

সৌজন্যেঃ মার্কস আইটি ব্লগ

Level 0

আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এমনিতে চারদিকে খড়া তার উপর আগুন লাগালে পানি পাবো কোথায় আর আগুন লাগলে তো হুস থাকেনা। বুঝলাম না কিছুই কি হবে।

আগুন লাইগাছে!! আগুন লাইগাছে ভাই আমার ডেস্কটপে 😀

লুল :-p মজা পাইলাম