সবাইকে নববর্ষের শুভেচ্ছা। কেমন আসেন সবাই? নিশ্চয় ভাল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একই ব্রাউজার এ একই ওয়েবসাইট এ একাধিক একাউন্ট ওপেন করা যায়। এটি সম্পর্কে অনেকে জেনে থাকতে পারেন। তার জন্য আমি দুঃখিত । এবার কাজের কথায় আসা যাক। আমাদের অনেকেরই জিমেইল, ইয়াহুমেইল অথবা ফেসবুক এ একাধিক আকাউন্ট থাকে। কিন্তু প্রয়জনের সময় আমরা একাধিক জিমেইল, ইয়াহুমেইল অথবা ফেসবুক একাউন্ট ওপেন করতে পারি না। চিন্তা করার কোন কারন নেই ! আপনারা নিচের পদ্ধতিগুলো অনুসরন করুন আর একই ব্রাউজার এ একই ওয়েবসাইট এ একাধিক একাউন্ট ওপেন করুন। চলুন এবার শুরু করা যাকঃ
1. সর্ব প্রথম http://br.mozdev.org/multifox/all.html এখান থেকে Multifox এই add-on টি ডাউনলোড করে নেই
2. তারপর আপনার mozila firefox এর জন্য সঠিক version টি নির্বাচন করুন। ভুল version select করবেন না, করলে এই কাজটা হবে নয়া।
3. তারপর আপনার কম্পিউটারে এই add-on/software ইনস্টল করতে অনুরোধ করা হবে. আপনি সম্মত হলে, "Allow" বাটন ক্লিক করুন.
4. পরবর্তী নির্দেশনা নয়া আশা পর্যন্ত অপেক্ষা করুন।
5. নিম্নলিখিত বার্তা প্রদর্শিত হলে, "Install Now" বাটন ক্লিক করুন.
6. এরপর firefox restart দিতে বলবে। এবং restart দিতে হবে। কারন reatart না দিলে Multifox এই add-on install হবে না।
7. Multifox এই add-on টি install হয়ে যাবার পর, আমরা এখন দেখব কিভাবে জিমেইল এর দুইটি একাউন্ট একই browser এ ওপেন করে দেখাব।
8. প্রথমে সফলভাবে Gmail এ প্রথম একাউন্ট এ সাইন ইন করার পর, আপনার ফায়ারফক্স ন্যাভিগেশন বারের উপর ইমেল adress দেখতে পাবেন.
9. এখন আপনি অন্য একটি অ্যাকাউন্টে সাইন ইন করতে পারেন নতুন একটি Tab এ. এই জন্য, ফায়ারফক্স ন্যাভিগেশন বার থেকে প্রথম email address এ ক্লিক করুন এবং তারপর keyboard থেকে Ctrl চেপে mouse দ্বারা Add Account বাটন এ ক্লিক করুন. তারপর একটি নতুন ট্যাব একই ব্রাউজারে খুলবে. এখন আপনার দ্বিতীয় ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগইন করুন।
10. আপনার দ্বিতীয় অ্যাকাউন্টে লগ ইন করার পরে, ন্যাভিগেশন বারে তাকান, দুটি মেইল ঠিকানা দেখতে পাবেন.
11. এখন প্রথম ট্যাবে আপনি প্রথম অ্যাকাউন্ট এবং আপনার দ্বিতীয় aacount দ্বিতীয় ট্যবে দেখাবে. আপনি একই ব্রাউজারে একই ওয়েবসাইটে অন্য অ্যাকাউন্ট যুক্ত করতে ধাপে-৯ অনুসরন করুন।
That's it. Enjoy yourself.
এরকম আরো জানতে এই সাইট টা থেকে ঘুরে আসুন...
আমি raisul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল টিউন কাজে লাগবে