আমরা যারা ওয়েব হোস্টিং নিয়ে কাজ করি বা নিজেদের ওয়েবসাইট আছে তার সবাই কমবেশি FTP এর সাথে পরিচিত। FTP একটি বিশেষ ধরনের ইন্টারনেট প্রটোকল যা ওয়েব স্পেসে বিভিন্ন ধরনের ফাইল আপলোড বা ডাউনলোডের জন্য ব্যবহার করা হয়। এর পুরো নম হচ্ছে File Transfer Protocol.
আমরা FTP তে এ্যাকসেস নেয়ার জন্য বিভিন্ন ধরনের FTP ক্লায়েন্ট ব্যবহার করি। সবচেয়ে বেশি ব্যবহৃত FTP ক্লায়েন্ট হচ্ছে Filezilla যা একটি ওপেনসোর্স সফ্টওয়্যার। কিন্তু আপনি ইচ্ছে করলে কোনো
FTP ক্লায়েন্ট ডাউনলোড বা বা
ড়তি কোনো FTP ক্লায়েন্ট ব্যবহার করা ছাড়াই শুধুমাত্র আপনার উবুন্টু ডেস্কটপ থেকেই FTP সার্ভারে এ্যাকসেস নিতে পারেন।
এজন্য আপনার উবুন্টু ডেস্কটপের স্থান / Places মেনু থেকে সার্ভারের সাথে সংযোগ / Connect to server মেনুটি সিলেক্ট করুন।
এখন এরকম একটি উইন্ডো আসবে।
নিম্নোক্ত ভাবে উইন্ডোটির ঘর গুলো পুরণ করুন।
১. ড্রপডাউন মেনু থেকে FTP (লগ-ইন সহযোগে) / FTP (With Login) নির্বাচন করুন।
২. সার্ভার / Server -এর ঘরে আপনার FTP সর্ভারের ঠিকানা লিখুন।
৩. পোর্ট / Port -এর ঘরে 21 দিন। SFTP কানেকশন হলে 22 দিন।
৪. ফোল্ডার / Folder -এর ঘর খালি রাখুন।
৫. ব্যবহারকারীর-নাম / Username -এর ঘরে আপনার ইউজারনেম দিন।
এরপর সংযোগ স্থাপনা বাটনে ক্লিক করু
ন।এখন পাসওয়ার্ড দেয়ার জন্য একটি নতুন উইন্ডো আসবে।
পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হওযার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার FTP সার্ভারটি একটি ড্রাইভ আকারে আপনার ডেস্কটপে মাউন্ট হবে। এখন আপনি এই ড্রাইভটির ভিতরে সাধারণ একটি ফোল্ডরের মত কাজ করতে পারবেন। যে কাজই করবেন তা সাথে সাথে ওয়েব সার্ভারে আপডেট হয়ে যাবে।
আশাকরি টিউনটি আপনাদের কাজে লাগবে। আপনাদের কাজে লাগলেই আমি খুশি। ধন্যবাদ সবাইকে।
------------------------------------------------------
আমি বাবর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 989 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফ্রীল্যান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং ডিজাইনার। | উবুন্টু ব্যবহারকারী | ওপেনসোর্স প্রেমিক | সিইও @ ওয়ার্কার্সল্যাব
জিনিসটা দারুন। But লিংকটা পাচ্ছিনা।