Google Buzz আসার পরপরই এ নিয়ে ডেভলপারদের তোড়জোড় শুরু হয়ে গেছে । এসে গেছে নানান টুল । তাদের কয়েকটি নিয়েই আজকের এই টিউন ।
Buzzaware একটি চমৎকার Buzzing টুল। এটি Adobe AIR দিয়ে তৈরী । এ বিশেষ সুবিধা হল এটি দিয়ে ২ মিনিট পরপর অটো আপডেট দেয়া যায় ।
Chrome বা Firefox এ Buzz সংযুক্ত করুন সহজেই এই এক্সটেনশনগুলো দিয়ে:
chrome এর জন্য
firefox এর জন্য
Buzzy একটি চমৎকার Google Buzz সার্চ ইন্জিন । Buzz সার্চিং এর জন্য Google থেকে বেশী কাজে আসতে পারে এটি ।
Twitter এর সাথে Google Buzz মিলিয়ে দিতে BuzzCanTweet ও Tw2Buzz ব্যবহার করতে পারেন । Twitter এর কন্টাকট লিষ্ট Buzz এ নেয়া সহহ সকল কাজ করা যাবে ।
তাছাড়া Blog এ Buzz কাউন্টার যোগ করতে দেখে আসতে পারেন Buzz Stats
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
ধন্যবাদ; যারা পছন্দ করেন বাজাইতে তাদের খুব কাজে দেবে।
আমার কেন জানি কোন আকর্ষন হয় না বাজ বা ওয়েভের প্রতি। টুইটারেও হয় নাই কখনো।