Google Buzz এর নানান টুল

Google Buzz আসার পরপরই এ নিয়ে ডেভলপারদের তোড়জোড় শুরু হয়ে গেছে । এসে গেছে নানান টুল । তাদের কয়েকটি নিয়েই আজকের এই টিউন ।

Google Buzz ডেস্কটপ টুল:

Buzzaware একটি চমৎকার Buzzing টুল। এটি Adobe AIR দিয়ে তৈরী । এ বিশেষ সুবিধা হল এটি দিয়ে ২ মিনিট পরপর অটো আপডেট দেয়া যায় ।

Google Buzz ব্রাউজার এক্সটেনশন:

Chrome বা Firefox এ Buzz সংযুক্ত করুন সহজেই এই এক্সটেনশনগুলো দিয়ে:

chrome এর জন্য
firefox এর জন্য

Google Buzz সার্চ ইন্জিন:

Buzzy একটি চমৎকার Google Buzz সার্চ ইন্জিন । Buzz সার্চিং এর জন্য Google থেকে বেশী কাজে আসতে পারে এটি ।

http://buzzzy.com

Google Buzz টু Twitter:

Twitter এর সাথে Google Buzz মিলিয়ে দিতে BuzzCanTweet Tw2Buzz ব্যবহার করতে পারেন । Twitter এর কন্টাকট লিষ্ট Buzz এ নেয়া সহহ সকল কাজ করা যাবে ।

তাছাড়া Blog এ Buzz কাউন্টার যোগ করতে দেখে আসতে পারেন Buzz Stats

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ; যারা পছন্দ করেন বাজাইতে তাদের খুব কাজে দেবে।

আমার কেন জানি কোন আকর্ষন হয় না বাজ বা ওয়েভের প্রতি। টুইটারেও হয় নাই কখনো।

    আমিই তো ঠিকমতো বুঝিই না, আকর্ষন তো দূরের কথা।

    একমত @ শাকিল আরেফিন, তবে ইদানিং কেন জানি টুইটার আকৃষ্ট করছে।

Level 0

ধন্যবাদ।

Level 3

ধন্যবাদ।