ডস কমান্ডের মাধ্যমে বন্ধুর সাথে চ্যাটিং কর।

প্রিয় টিউনার এবং ভিজিটর ভাইরা কেমন আছেন। আজ আপনাদের ডস কমান্ডের মাধ্যমে চ্যাটিং করার পদ্ধতি বলব।

প্রথমত আপনার যেটি প্রয়োজন হবে তা হলো আপনি যে বন্ধুর সাথে চ্যাটিং করতে চান তার আইপি এ্যাড্রেসটি।

এবার কিভাবে চ্যাটিং করতে হবে তার নিচে দিলাম।

১. প্রথমে নোটপ্যাডটি খুলুন।

২. এরপর নিম্নে প্রদত্ত কোডটি কপি করে নোডপ্যাডে পেষ্ট করুন।

@echo off

:A

Cls

echo MESSENGER

set /p n=User:

set /p m=Message:

net send %n% %m%

Pause

Goto A

৩. এরপর উক্ত ফাইলটি Massanger.bat নামে শেভ করুন।

৪. এখন কমান্ড প্রমন্টটি খুলুন।

৫. তারপর Massanger.bat ফাইলটি Drag করে কমান্ড প্রমন্টে ছেড়ে দিন, এবং Enter  চাপুন্

৬. এখন তুমি নিচের মত  দেখতে পারবেন।

1

 ৭. এখন আপনি যার সাথে চ্যাট করতে চান তার আইপি এ্ড্রেসটি টাইপ করে

Enter দিন ।

৮. এখন আপনি নিচের মত দেখতে পারবেন।

2

 এরপর আপনি আপনার ম্যাসেজ টাইপ করে ইন্টার চাপ দিবেন। এবং আপনার বন্ধুর সাথে চ্যাট করতে থাকবেন।

টেকটিউনএর সম্যানীত সদস্যরা কোন প্রকার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং তা মন্তব্য এর মাধ্যমে অবশ্যই জানাবেন। কারন আপনাদের মন্তব্যই আমাকে আগামী দিনে টিউন করতে উতসাহিত করবে।

Level 0

আমি Shoptorshy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল বাসি নতুন নতুন তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে ও সবার সাথে শেয়ার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

hoi na.. vul dekhai. MESSENGER
User:123.49.45.2
Message:hello
An error occurred while sending a message to 273.

The message alias could not be found on the network.

More help is available by typing NET HELPMSG 2273.

Press any key to continue . . .

Level 0

সুখ = সত্য বলা + অপরকে সাহায্য করা