আজ আমি আপনাদের নিয়ে একসাথে গ্রাফিক্স কার্ড নিয়ে বসবো। থাকবেন তো আমার সাথে? যাহোক, আমি এখন আপনাদের দেখাবো কিভাবে গ্রাফিক্স কার্ড থেকে তার পূর্ন কর্মক্ষমতা আদায় করে নেওয়া যায়। কথা বাড়িয়ে কোনো লাভ নাই। চলেন শুরু করি। তবে একটা সতর্কবানী। এইটা করতে যাইয়া যদি কারো কার্ডের কোনো রকম ক্ষতি হয় তাহলে তার দায় ভার তারই হবে।
১ম ধাপঃ
শুরুতে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার কম্পিউটার টা স্থিতিশীল আছে। মানে হলে আপনার কম্পিউটার টা CPU & GPU সমন্বয়ে চলতেছে কিনা তা যাচাই করা। আর এই যাচাই করার জন্য আপনি এই PRIME95 SOFTWARE টি ব্যবহার করতে পারেন। আপনার গ্রাফিক্স কার্ডের সব রকম Driver আপডেট করে নিবেন।
২য় ধাপঃ
এইবার GPUTool নামের সফটওয়্যার টি ডাউনলোড করে নেন এবং ইন্সটল করে ফেলেন। এরপর MSIAFTERBURNER নামের সফটওয়্যার টিও আপনাকে ডাউনলোড করতে হবে। এই সফটওয়্যারটি যেখানে ইন্সটল করেছেন সেখান থেকে "MSIAfterburner.cfg" নামক ফাইল টি Wordpad দিয়ে ওপেন করেন। নিচের এই কোডটি খুজে বের করেন।
UnofficialOverclockingEULA
UnofficialOverclockingMode
খুজে পেয়ে থাকলে নিচের কোড দিয়ে Replace করে নেন।
UnofficialOverclockingEULA = I confirm that I am aware of unofficial overclocking limitations and fully understand that MSI will not provide me any support on it
UnofficialOverclockingMode = 1
এখন MSIAfterburner টি রান করেন।
৩য় ধাপঃ
Core Clock টা বাড়িয়ে দিন। তবে মনে রাখবেন, একবারেই না বাড়িয়ে আস্তে আস্তে বাড়িয়ে নিবেন। সবচেয়ে ভালো হয় প্রতিবারে ১০MHZ করে বাড়িয়ে নিবেন। এরপর Apply বাটনে চাপ দেন।
৪র্থ ধাপঃ
এখন GPUTool Software টি রান করেন। 'Test for Stability' বাটনে চাপ দেন। নিচের ছবির মত পেজ আসবে। ১মিনিট অপেক্ষা করেন।
GPU Temperature ৮৫-১০০ এর মাঝে রাখবেন।
৫ম ধাপঃ
৩য় এবং ৪র্থ ধাপ পুনরায় করেন। আবার ১০MHZ করে Core Clock বাড়ান। এইসময় GPUTool কিছু হলুদ রঙের ফোটা দেখতে পাবেন।
৬ষ্ঠ ধাপঃ
বার বার ১০MHZ করে বাড়িয়ে আপনার গ্রাফিক্স কার্ডের জন্য উপযুক্ত সর্বোচ্চ Core Clock খুজে বের করুন। একই উপায়ে সর্বোচ্চ Core Memory টাও খুজে বের করে নেন। মনে রাখবেন প্রত্যেক বার ২০-৩০ মিনিট আপনার কম্পিউটার ব্যবহার করে দেখবেন যে আপনার কার্ডটির Performance ঊঠানামা করে কিনা। যদি না করে, তাহলে বুঝবেন ঐ টাই আপনার গ্রাফিক্স কার্ডের সর্বোচ্চ Performance। যখন আপনি নিশ্চিত হবেন তখন Apply Overclocking বাটনে চাপ দেন।
ইনশাআল্লাহ আপনার গ্রাফিক্স কার্ডের Overclocking করতে পেরেছেন। এখন Games খেলে দেখেন আগের চেয়ে ভালো Performance পান কিনা।
বুঝতেছি না। কেন যে ছবি আপলোড হচ্ছে না। পরে আপলোড করে দিব।
ভাল লাগলে জানাবেন আশা করি।
ফেসবুকে আমাকে পেতে চাইলে এখানে ক্লিক করেন।
আমার ব্লগসাইট থেকে ঘুরতে ভুলবেন না আশা করি।
আমি আব্দুল মালেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি কি check করে বলছেন? নাকি এমনে বলছেন? please dont mind