সব torrent ওয়েবসাইট এখন এক সাথে পাবেন একটি website এ। বারবার বিভিন্ন torrent ওয়েবসাইট এ গিয়ে seacrh দেওয়ার প্রয়োজন নেই :)

আজকে আমি আপানদের একটি website এর সাথে পরিচয় করিয়ে দিব।

আমরা যারা ডাউনলোড করার জন্য torrent কে বেছে নিয়েছি তারা নিজেদের মনমত torrent খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন torrent ওয়েবসাইট visit করে থাকি।
কেমন হয় যদি আপনি সবগুলা ওয়েবসাইট একটি ওয়েবসাইট এর ভিতরে পেয়ে যান? তাহলে আপনাকে বার বার search দেওয়া লাগবেনা। শুদুমাত্র আপনার পছন্দ অনুযায়ী website এ ক্লিক করলেই হবে। আসুন বেপারটা আরেকটু ক্লিয়ার হই।

প্রথমে এই ওয়েবসাইট এ যান Tscan
তারপর আপনি search box এ আপনার কাঙ্খিত torrent seacrh করেন। উদাহরণস্বরূপ আমি "shooter" লিখে search দিলাম।

এখন আপনি শুধু torrent সাইট change করবেন বারবার সার্চ মারতে হবে না। দেখুন নিচে।

এতক্ষন আমরা kick ass torrent এ ছিলাম কিন্তু এখন isohunt e আছি তাই isohunt এ "shooter"এর result দেখাচ্ছে 🙂

এইভাবে আপনি সহজে আপনার কাঙ্খিত টরেন্ট ফাইল পেয়ে যাবেন বারবার সার্চ না মেরে।

আপনার পছন্দের ওয়েবসাইট এ ক্লিক মারলেই আপনার সার্চ অনুযায়ী result দেখাবে.

আপনি বামপাশে থাকা ১০-১২ টি ওয়েবসাইট এ সন্তুষ্ট নন? আরও ওয়েবসাইট যোগ করতে চান? করে নিন যত খুশি তত। বামদিকের সাইট গুলর ঠিক নিচে + চিহ্ন তে ক্লিক করুন। নিচে দেখুন

তারপর Bittorrnt Site এ ক্লিক করুন । তারপর পছন্দ অনুযায়ী ওয়েবসাইট এর ডানদিকে + এ ক্লিক করুন

নিচে দেখুন

ব্যাস। বামদিকে আপনি আপনার পছন্দের ওয়েবসাইট টি পেয়ে যাবেন ।


ম্যাইন পেজ থেকে রিমুভ দিতে ( - ) এ ক্লিক করুন।

এই ওয়েবসাইট এ আপনি আরও অনেক সার্চ এর সুবিধা পাবেন টরেন্ট ছাড়াও। যেহেতু এটি টরেন্ট নিয়ে টিউন তাই অন্য বিষয় গুলাতে আর যাচ্ছিনা। নিজ থেকে দেখেন তাহলেই বুঝতে পারবেন।

আমার একটি ফেসবুক পেজ আছে যেখানে latest movies এর ডাউনলোড লিঙ্ক দেওয়া হয় । ঘুরে আসতে পারেন Movie Links 3gp,mp4,Mkv

ধন্যবাদ 🙂

Level 5

আমি টেকনিকাল তানভীর। IT incharge, Medicare Medical Services, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

হ্যালো বন্ধুরা আমি তানভীর। প্রযুক্তি আমার প্রথম ভালবাসা। আর প্রযুক্তি সম্পর্কে যা ই জানি তা আমার চ্যানেলে প্রকাশ করি। চ্যানেল এর নাম Technical Tanvir . সাবস্ক্রাইব করতে ভিসিট করুনঃ https://www.youtube.com/TechnicalTanvir


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai darun shoot korechhen torrent ke,chaliye jan

Level 5

হাহাহা ধন্যবাদ

Level 0

Bhai, site-ti volo kinto
Blogger Essential Training (2004) torrent(video tutorial by linda.com) file seach kore pachchi na.
Jodi paren fileti doanload-er link den. Please
Post-er jonno donnobad.

    Level 5

    @mana: ভাই এইটার টরেন্ট যদি না থাকে তাহলে পাবেন কিভাবে?

Level 5

ভাই এইটার টরেন্ট যদি না থাকে তাহলে পাবেন কিভাবে?

Level 0

torrentz এর উপরে কথা নাই! 😀

Level 5

হাসাইলেন । পোস্ট টা আপনি বুঝেন নি 😀

    Level 0

    @Tanvir: আপনি হাসাইলেন! আপনি আমার কমেন্ট বুঝেন নাই 😀
    আমি Torrentz এর কথা বলেছি, Not Torrent!
    আপনি মনে হয় Torrent, Emule, P2P ইত্যাদিতে একদম নতুন। তা নাহলে Torrentz ফেলে Tscan এ ছুটতেন না। 😆 Torrentz(dot)eu হল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় টুরেন্ট সার্চ ইঞ্জিন। আপনার পোস্টে দেয়া সাইটটি এটির কাছে নিতান্তই ফেলনা 🙂

      Level 5

      @BotMaster: haha আমি টিক ই পরছি যে আপনি ” torrentz ” likhchen. এবং আমি কোন টরেন্ট সার্চ engine এই পোস্ট এ দেইনি। আমি শুধু শব সার্চ ইঞ্জিন কে একসাথে করে দিছি। এই ওয়েবসাইট দিয়ে আপনি একটি সার্চ দিয়ে শবগুলা টরেন্ট সাইট এর result clicking এর মাধ্যমে দেখতে পারবেন। আর আপনার উদ্দেশে আরেকটি কথা। ১ mbps BTCl Broadband use করি রে ভাই। দিনে কম্পক্কে ১৫ গিগা ডাউনলোড দেই। অবশ্যই টরেন্ট থেকে। নিজেকে খুব বেশি বড় মনে করবেন না। dhonnobadh 🙂

        Level 0

        @Tanvir: আপনার কথা শুনে হাসবো নাকি কাদব বুঝতে পারছি না 😐

        Torrentz(dot)eu মানে বুঝেন? এটা হল একটা মেটা-সার্চ ইঞ্জিন। আপনার দেয়া সাইট এর মতো অন্তত ১২ টা সার্চ ইঞ্জিন থেকে সার্চ করে এটি রেজাল্ট দেখায়। অন্ততঃ ৫০০ টা Bit Torrent সাইট এইটায় ইনডেক্স করা আছে। প্রতিদিন ২-৩ কোটি আইপি থেকে এখানে সার্চ করা হয়।

        আপনিও নিজেকে বড় মনে করবেন না। আমি ভার্সিটির ৫ মেগাবিট/সেকেন্ড নেট চালাই। রাতের বেলায় ১২ মেগাবিট/সে. পর্যন্ত পেয়েছি, যা আপনার থেকে ১২ গুণ পর্যন্ত বেশি। দিনে ১০০ গিগা ডাউনলোডও কোন ব্যাপার না। সুতরাং, এতটা অহংকার করবেন না।

        আপনাকে বিশেষজ্ঞরূপি অজ্ঞ মনে করারও কারন আছে। হায়রে……… ! Kat.ph, Thepirtatesbay এর মতো BitTorrent সাইটকে যারা সার্চ ইঞ্জিন মনে করে তাদেরকে আর কি মনে করা যায়………!? 😀

          Level 5

          @BotMaster: lol রে ভাই। ভাই আমি কখনই অহঙ্কার করিনি। অহঙ্কার তো করছেন আপনি versityr নেট ইউস kore ..lmfaooooo..
          আপনি থাকেন torrentz.eu নিয়ে। প্রতিদিন যে দুই কোটি আইপি থেকে সার্চ হয় তার প্রমান দেখান। torrentz .eu নিসন্দেহএ সেরা। কিন্তু আমার দেয়া সাইট শবগুলা টরেন্ট সাইট কে একসাতে আলাদাবাবে খুজার option dicche. যা আপনাদের মত অতি বেশি পণ্ডিত দের ভালো নাও লাগতে পারে।

          আর হ্যাঁ ভাই আপনি কোন versity te poren? loooooooooooooool

          Level 0

          @BotMaster: । টরেন্টজ ডট ইউ আমরা ইউজ করতাম যখন নতুন ছিলাম। তারপর ইউজ করলাম টুরবগালাক্সি,এখন tscan ইউজ করি। আপনি যখন বড় এবং তুলনামুলকভাবে ভাল জিনিস ব্যাবহার করবেন তখন তুলনামুলকভাবে কম ভালটাকে ভুলে যাবেন।ভাই দয়া করে না যেনে না কথা বলবেন না।একজন টিউনার অনেক কষ্ট করে টিউন করেছেন,আর আপনি না জানেন ভাল কথা কিন্তু না যাচাই করে নগ্নভাবে রিপ্লে করসেন,ধিক আপনার মত পণ্ডিতদের।

        Level 0

        @Tanvir: আমি ভার্সিটির নেটকে উদাহরণ হিসেবে দেখালাম।

        আমি কখনই ভার্সিটির নেট নিয়ে অহংকার করি নাই। অহংকার তো করলেন আপনি।

        আমি ভার্সিটির ফ্রি WLAN চালাই না, টাকা দিয়ে কিনে ভার্সিটির ব্রডব্যান্ড (ক্যাবল) নেট চালাই। তাই অহংকার যদি করিও, তাতে কিছু আসে যায় না।

        আপনার কথাবার্তায় নিঃসন্দেহ হলাম যে আপনি একজন “স্বনামধন্য” (!) অজ্ঞ। আমি না জেনে কথা বলি না। পারলে Alexa ট্রাফিক রেঙ্ক চেক করেন।

        সবগুলো সাইট কই পেলেন? পৃথিবীতে টরেন্ট সাইট কয়টা আপনি কি জানেন?

        আমি কোন ভার্সিটিতে পড়ি তা আপনার না জানলেও চলবে। আপনি কোন স্কুলে পড়েন? 😆

          Level 5

          @BotMaster: ভাই আপনি যা ইচ্ছা তা ই চালান ন প্রব্লেম। But মানুষের কথা বলার ধরন থেকেই বুঝা যায় তার দৌড় কতদূর পর্যন্ত। লল

          আর হ্যাঁ আপনি versityr naam তো বলবেন না তা আগেই জানতাম। যেকোনো কিছুতে সৎ থাকলে তা বিনা সঙ্কুচে বলা যায়।

          আপনি কাকে অজ্ঞ বলসেন? আপনি যে আমার পোস্ট টি ই বুঝেন নি। আপনি কি আমার দেওয়া সাইট টি ঠিকমত দেখেছেন। না কি আপনি বিচার যাই হোক তাল গাছ আমার এই কথায় বিশ্বাসী? আপনি torrentz.eu er সাথে আমার দেওয়া ওয়েবসাইট এর তুলনা করতে গেলেন যেখানে এই দুইটা কখনই একে অন্নের সাথে তুলনা করার মত নয়। কারণ torrentz .eu নিজ থেকে প্রথম সার্চ রেসুলত দেখায় তারপর ভিতরে ডুকে পছন্দ অনুযায়ী টরেন্ট ওয়েব বেছে নিতে হয়। আর TSCAN নিজ থেকে কোন সার্চ result দেখায় না। এটি just শবগুলা সাইট এ বারবার না গিয়ে একবার একটি সার্চ মেরে অন্নশবগুলায় সার্চ না মেরে অই সার্চ দিয়ে সার্চ করার সুজুগ করে দেখায় ( আপনি কথাটা বুঝেন নি তাইনা? আপনি বুঝবেন না ) লল । আর হ্যাঁ শবগুলা ওয়েবসাইট বলতে আমি যা বুঝাইতেসি তা আমার পোস্ট টি আপডেট করার পর বুঝতে পারবেন।

          আর হ্যাঁ আমি sylhet SUST এ আছি। honours second year.যা সত্য তা বলতে পিচপা হইনা।

          একটি উপদেশ। নিজের দিকে এক্তু খেয়াল রাখবেন । মুখ ফস্কে আপনার অনেক আবুল তাবুল কথা বের হয়ে যায়। মুখ হারালে কিন্তু আর ফিরত পাবেন না 😀

Level 0

hmmm think kotha…@bot master

Level 0

jai hok vai etao kharap na

এতো তর্কাতর্কি রে ভাই আর ভালো লাগে না ।

Level 5

ধন্যবাদ জাকির বেশি পণ্ডিত হলে যা হয় আরকি 😀

    Level 0

    @Tanvir: এখানে ধন্যবাদের কিছু নাই । টেকটিউন এর মত

    dedicated site এ হিংসুক লুক দেখলে বলতে ইচ্ছা হয় “grow up baangladesh”।

Level 0

অত্যান্ত ধন্যবাদ আপনাকে । এই টরেন্ট সার্চ ইঞ্জিনটা আমি অনেক দিন থেকে ইউজ করি। আপনার টিউনের কল্ল্যানে অনেকেই এটা ব্যাবহার করবেন এবং উপক্রিত হবেন। যারা একবারের জন্য সাইটটি না ঘুরে এসে কমেন্ট করলেন তারা শুধু অজ্ঞ ই নয় “চুখ থাকতে কানা” । চালিয়ে যান টেকটিউন আছে আপনাদের সাথে।

    Level 5

    @zakirh: ধন্যবাদ ভাই আবারো। কানাদের আজকাল চোখ gift দিলেও নিতে চায়না। আজীব লুল

tscan ব্যবহার করে দেখলাম ভাল লাগল না।

    Level 5

    @আমি আরিফ: ভাই ভালো না ই লাগতে পারে। ফেসবুক ও তো পপুলার social networking সাইট তারপর অনেক ই আছে যারা ফেসবুক কে ভালো বাসে না ( ভালো লাগে না) । তাই বলে কি ফেসবুক খারাপ? মোটেই নয়। একেক জনের পছন্দ একেক রকম । ধন্যবাদ

অসাধারণ লিংক ভাই।