আজকে আমি আপানদের একটি website এর সাথে পরিচয় করিয়ে দিব।
আমরা যারা ডাউনলোড করার জন্য torrent কে বেছে নিয়েছি তারা নিজেদের মনমত torrent খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন torrent ওয়েবসাইট visit করে থাকি।
কেমন হয় যদি আপনি সবগুলা ওয়েবসাইট একটি ওয়েবসাইট এর ভিতরে পেয়ে যান? তাহলে আপনাকে বার বার search দেওয়া লাগবেনা। শুদুমাত্র আপনার পছন্দ অনুযায়ী website এ ক্লিক করলেই হবে। আসুন বেপারটা আরেকটু ক্লিয়ার হই।
প্রথমে এই ওয়েবসাইট এ যান Tscan
তারপর আপনি search box এ আপনার কাঙ্খিত torrent seacrh করেন। উদাহরণস্বরূপ আমি "shooter" লিখে search দিলাম।
এখন আপনি শুধু torrent সাইট change করবেন বারবার সার্চ মারতে হবে না। দেখুন নিচে।
এতক্ষন আমরা kick ass torrent এ ছিলাম কিন্তু এখন isohunt e আছি তাই isohunt এ "shooter"এর result দেখাচ্ছে 🙂
এইভাবে আপনি সহজে আপনার কাঙ্খিত টরেন্ট ফাইল পেয়ে যাবেন বারবার সার্চ না মেরে।
আপনার পছন্দের ওয়েবসাইট এ ক্লিক মারলেই আপনার সার্চ অনুযায়ী result দেখাবে.
আপনি বামপাশে থাকা ১০-১২ টি ওয়েবসাইট এ সন্তুষ্ট নন? আরও ওয়েবসাইট যোগ করতে চান? করে নিন যত খুশি তত। বামদিকের সাইট গুলর ঠিক নিচে + চিহ্ন তে ক্লিক করুন। নিচে দেখুন
তারপর Bittorrnt Site এ ক্লিক করুন । তারপর পছন্দ অনুযায়ী ওয়েবসাইট এর ডানদিকে + এ ক্লিক করুন
নিচে দেখুন
ব্যাস। বামদিকে আপনি আপনার পছন্দের ওয়েবসাইট টি পেয়ে যাবেন ।
ম্যাইন পেজ থেকে রিমুভ দিতে ( - ) এ ক্লিক করুন।
এই ওয়েবসাইট এ আপনি আরও অনেক সার্চ এর সুবিধা পাবেন টরেন্ট ছাড়াও। যেহেতু এটি টরেন্ট নিয়ে টিউন তাই অন্য বিষয় গুলাতে আর যাচ্ছিনা। নিজ থেকে দেখেন তাহলেই বুঝতে পারবেন।
আমার একটি ফেসবুক পেজ আছে যেখানে latest movies এর ডাউনলোড লিঙ্ক দেওয়া হয় । ঘুরে আসতে পারেন Movie Links 3gp,mp4,Mkv
ধন্যবাদ 🙂
আমি টেকনিকাল তানভীর। IT incharge, Medicare Medical Services, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
হ্যালো বন্ধুরা আমি তানভীর। প্রযুক্তি আমার প্রথম ভালবাসা। আর প্রযুক্তি সম্পর্কে যা ই জানি তা আমার চ্যানেলে প্রকাশ করি। চ্যানেল এর নাম Technical Tanvir . সাবস্ক্রাইব করতে ভিসিট করুনঃ https://www.youtube.com/TechnicalTanvir
vai darun shoot korechhen torrent ke,chaliye jan