ছোট্ট টিপসঃ-কিভাবে ওয়ার্ড এর নিচে ডাবল আন্ডার লাইন দিবেন।।

আস্সালামু ওয়ালাইকুম।
আশাকরি সবাই ভাল আছেন।
আজ আপনাদের দেখাবো কিভাবে কোন লাইন বা নির্দ্রিষ্ট word এর নিচে ডাবল আন্ডার লাইন দিবেন।
প্রথমে এম এস ওয়ার্ডটি খুলে আপনার কাঙ্খিত লেখাটি টাইপ করুন।

এবার ঐ লেখার উপরে  ব্লক করুন।
লেখা ব্লক করবেন যেভাবেঃ-ctrl+a চাপুন তাহলে লেখা ব্লক হয়ে যাবে।
এবার ডাবল আন্ডার লাইন দিবেন যেভাবেঃctrl+shift+d এক সাথে চাপলে হয়ে যাবে।
ধন্যবাদ

নিচে চিত্রে দেখুন

Level 0

আমি Naeem Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল লাগল ,ধন্যবাদ

Format মেনু থেকে Font এ গিয়ে All Texts এর Underline Style দেখুন। অনেকগুলো Style পাবেন।

Notepad এ তো কাজ করে না।

কিরে বেটা আজাইরা টিউন করস , খাই দাই আর কাম নাই।

আর কোন দেরি নয় সরাসরি প্রিয়তে। 😛

    Level 0

    @Iron maiden: ভাই আমি অতি সামান্য একটা টিউন করেছি ঠিক।তাই বলে @রহিম উদ্দিন বাবু এর মত এক শ্রেনির বিশৃঙ্খল কারি আছে কোন ভুল ভ্রান্তি না ধরিয়ে উল্টা পাল্টা কমেন্ট করে।এতে আমি মনে করি,টেকটিউনস এর ক্ষতি হচ্ছে।

উপকারি টিউন ।

বাল টিউন ।

    @Tasnim Ahmed RiSAN:আর তুই তো বালের টিউমেন্টার।তোকে আর কি বলব? 😕

    Level 0

    @Tasnim Ahmed RiSAN: ভাই আমি অবাক হচ্ছি আপনি এসব কি বলছেন!!!এটা আমি আশা করিনি।এ ধরনের ফালতু ইউজার টেকটিউনস এ আছে,জানলে আমি টিউন করতাম না।আফসোস আপনাদের গার্জিয়ান এর উপর,আপনাকে নৈতিক শিক্ষা দিতে পানিনি।ক্ষুদ্রে সমন্নয়েই বৃহত্তের সৃষ্টি।আজ ক্ষুদ্র টিউন করছি।কাল অন্যদের থেকে ভালোও তো করকে পারি।

ভাই আমি লেখা বোল্ড করতে পারি না ।

    Level 0

    @মোঃ নাজমুস সাকিব: যে লেখাটি আপনি বোল্ড করতে চান সেই লেখাটি ctrl+a চেপে সিলেক্ট করুন,তাহলে লেখাটি সিলেক্ট হবে।এবং লেখাটি বোল্ড করতে ctrl+b চাপুন তাহলে লেখাটি বোল্ড হয়ে যাবে।আশাকরি বুঝাতে পেরেছেন।ধন্যবাদ।

ভাই একটু হলেও সময় বাচবে। আগে তো Ctrl+Alt+D চেপে সিলেক্ট করতে হতো। ধন্যবাদ ভাই।

চমৎকার টিপস, আমার একটি সাইট দেখুন http://www.creativecubebd.com