অনেকের কাছে মাউস ব্যবহারের চেয়ে কি-বোর্ড থেকে মাউসের কাজ করাটা বেশি প্রিয় আবার কখনো কখনো কী-বোর্ড থেকে মাউসের কাজ করলে সময় বাচেঁ। এমনও সময় আছে কি-বোর্ড থেকে মাউসের কাজ না জানলে আপনি কাজই করতে পারবেন না। অতএব মাউস যেমনি গুরুত্বপূর্ন ঠিক তেমনি মাউসের কাজ কী-বোর্ড থেকে করার সিস্টেম সম্পর্কে জানাটাও গুরুত্বপূর্ন। গুরুত্বের এই ধারাবাহিকতাই আজকের টিউনটি লিখতে আমাকে উৎসাহিত করেছে।
ধরুন আপনি কাজ করতে করতে মাউসটা নষ্ট হয়ে গিয়েছে কি করবেন ? আবার ধরুন কোন একটি পেইজকে সিলেক্ট করবেন এখন এডিট এ গিয়ে সিলেক্ট অল চাপবেন নাকি ctrl+A চাপবেন। নিশ্য়চই ২য়টি সহজ হবে। তেমনি কিছু কপি করতে Ctrl+C এবং পেষ্ট করতে Ctrl+V ব্যবহার করতে পারেন। এরপরে যেকোন ফাইলের ভিতরে প্রবেশ করে Alt চাপলে আপনি যেতে পারেন উপরের মেনুতে।
এসকল বিষয় নিয়ে একটি ছোট টিউটোরিয়াল দেয়া হয়েছ নিচের লিঙ্কে আশা করি ভাল লাগবে।
http://nextbarisal.com/index.php?action=computer_tips
আরও জানতে পারবেন কী-বোর্ড দ্বারা কিভাবে মাউসের মত চালনা করা যায়।
ধন্যবাদ সকলকে।
আমি আল-আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভালবাসি মানুষকে কেননা এরাই হচ্ছে সৃষ্টির সেরা জীব। যারা আমাকে কাছ থেকে দেখেছে তারা সাক্ষী আমি কারো ক্ষতি চাই না বরং চেষ্টা করি ভাল কিছু করতে। আমার ক্ষুদ্র প্রয়াস থেকেই শুরু করেছি বাংলা ভাষায় টিউটোরিয়াল ও অনলাইন থেকে আয়ের টিপস সম্বলিত ওয়েব সাইট http://nextbarisal.com
hey ali u got me!!!!!!!