প্রতি মাসে বাপের কিছু টাকা বাঁচান !

এই লেখাটি পরে অনেকেই আমাকে কিপটা , হাড় কিপটা ইত্যাদি উপাদিতে ভূষিত করবেন যেনেও আমি লিখছি। কারন আমি যেমন এক মধ্য বিত্তের ঘরের ছেলে তেমনি অনেকেই আমার মত একি levelএর হতে পারেন আবার অনেকেই আর অনেক High  level এর হবেন । আমি আমার level এর ভাইদের চিন্তা করে করে লিখছি।

আমার এই Trick এর মাধ্যমে বাপের খুব বেশি  টাকা যে বাঁচবে তা কিন্তু না !  তার পরও যে বাপ আমার  জন্য , আমার পড়া লেখার জন্য মাথার ঘাম পায়ে ফেলে রুজি করছেন আমি কি তার জন্য একটা টাকাও বাচাতে পারবনা ! ...............কিবা চেষ্টা করব না !
আমার পোস্ট দেখে যারা  "এই শালা আর কিছু পায় না । এগুলো পোস্ট করে । একটা গালি দিমু।" ভেবে login হচ্ছেন তাদেরকে বলবো  "EARN SOMETHING BEFORE YOU WASTE "

যাক শুরু করি ।

আমার মতো যারা প্রচুর পরিমানে লিখেন । আমার মতো যারা পরিক্ষার্তি । তাদের এই পোস্ট টা কাজে লাগবে আশা করি ।

আমার লিখতে গিয়ে দেখা যায় যে প্রতি মাসে প্রায় ১০-১৫ দিস্তা কাগজ লেগে যায় ।  তার পর এই বুদ্ধিটা মাথায় এলো । এখন মাসে ৪-৫ দিস্তায় আমার হয় । যা যা লাগবে ।

১. এক দিস্তা খাতা ।

২. একটি পেন্সিল

৩. একটি কাল কলম

৪. একটি লাল কলম

এখন শুরু করি

প্রথমে আপনি আপনার খাতায় পেন্সিল দিয়ে একবার লিখেন

তার পর লাল কলম দিয়ে ঐ লেখারই উপরে

তার পর ঐ লাল কালির উপরে কাল  কালি দিয়ে লিখেন

কারও কাছে সবুজ কালি থাকলে কাল কালির আগে সবুজ দিয়েও লিখতে পারেন
এতে করে আপনি একটা page এ তিন থেকে চারবার লিখতে পারতেছেন।
PV = 2/3 E

প্রমানের জন্য আমি ৩ বার মাত্র তিন page এ লিখলাম । এটা করতে হয়ত আমার ৯ page খরছ হতো ।

অনেকেই ৩ কলমের কথাটা নিয়ে আসবেন । কিন্তু আমি বলবো অন্তত আপনার বাবার ৫ টাকা তো বাঁচবে ।

ফাইনাল তা দেখেন
ভাল লাগবে আশাকরি

.-.________
----/ \_)_______)  'Am here @ FACEBOOK.
(    ()___)
()__)
----\___()_)

আমার আর টিউন্স ঃ-

১। Tense ফ্রী "Tense"! Tension ছাড়া Tense শিখুন।

২।আপনার Nokia মোবাইল দিয়ে হাই আওয়াজে গান শুনুন,China সেটের চেয়ে বেশী আওয়াজে !

৩।এবার আসুন আপনার NOKIA মোবাইল দিয়ে আগুন ধরিয়ে দেই ! কি ভয় পেলেন !

৪।আগুন ! বরফ দিয়ে আগুন ধরান ? অবাক হবার কিছু নাই, আগুন ধরবেই।

৫।চাবি ছাড়া তালা খুলুন !অবাক হবার কিছু নাই তালা খুলবেই!

৬। আপনার চোখের চেয়ে বেশী দেখে আপনার NOKIA মোবাইল !

৭। [[ CAPTCHA কি এবং কিভাবে কাজ করে। ]]

৮। লেবু দিয়ে আগুণ ধরান ! ভয় পাবেন না LED লাইটের আগুণ !

Level New

আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I don't have anything extra ordinary to share with you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মজা পাইলাম ।

Level 0

Haahahahahahahhhahhahaah Thanks 😀

এক কাজ করেন,টিটিতে টিউন করতে আপনার অবশ্যই নেট খরচ লাগে।
এখন থেকে নেট চালানো অফ করে দিন!
আশা করি,এতে আপনার আরো অনেক টাকা বাঁচবে 🙂

Level 0

সুন্দর বুদ্ধি…তবে কেউ এই ভাবে সহজে লিখতে পারবেনা।বিশাল ঝামেলা।কিন্তু আপনার উদ্ভবাভনি শক্তির তারিফ করতে হবে…।

Level New

valo to!

Level 0

😀 অনন্ত জলিল এর মুভি দেইখা হাসলেও ছোট-খাটো কিছু জিনিষ শিখার আছে। আপনার লেখা টি পড়তে পড়তে সেই কথা টাই মনে পড়ল।

Level 0

Onek Maja Pailam….Ha Ha ha..

বুদ্ধিটা খারাপ না…।।

Ei trick ta onek kaajer emn shunc….ami ettto olosh je ekebarei lekha lekhi kori na….tai eta r apply korbo na….but trick ta amar o apply korar shokh silo onek (ami agei jantam)….
Btw,apni etto beshi lekhte paren+lekhen,amar abba apnar kotha shunle amare bokte bokte 12 ta bajay dbe…thnx and nice post

Level 0

খুব মজা পাইলাম

আরেকটা কাজ করা যায় । লেখা শেষে কাগজ বেইচা টাকাও পাওয়া যায় 😀

Apnake desher priminister banale, dresher barotar jaigai tarota bajbe. Well and gd. Ha ha ha ha

Level 0

nice

Level 0

Vai ami sure apni bier pore cndm na keina polithin pechaiya kam sarben . Then ekhane abar post diben.

আমি ক্লাস এইট এ পড়ার সময় আমার এক টিচার এই রকম ধারনা দিয়েছিল । কিন্তু বাস্তবে এরকম করা হয়নি ।

    @ওয়াদুদ: আমার মতে কেউ ই এই রকম করে না, কারণ উনি যা দেখাচ্ছেন তা অনেক যামেলার , আর বাস্তব কথা হলে একটা নিউজ প্রিন্ট খাতার উপর পরত লেখা খুবি জামেলার, আর লেখা ও যাবে না

ও মা গো ৫ টাকা বাচাতে এত কষ্ট!!! মরচি গো মরচি

Ami vai ekek ta proshno mukosto kori likhe likhe………..tai emon ta korte hoy…..ullekho je amar memorizing capacity khub kom

আমাদের দেশে এমন কিছু লোক আছে যারা টাকার অভাবে লেখাপড়া করতে পারে না , তাদের ভালো কাজে দেবে ।
.
.
লেখাটি যদি আপনার পছন্দ না হয় তো SKIP করে যান । AKTA KOTHA /ব্যবহারে বংশের পরিচয়/

আপনাকে স্যালুট।আমাদের দেশে অনেক অন্নহীন মানুষের ছেলে/মেয়ে লেখাপড়া করে তাদের উপকার হবে নিশ্চয়ই।সাশ্রয়ে কোন লজ্জা নেই বরং শিক্ষা আছে।

সুন্দর লিখেছেন । আমি আপনার টিউনে সবসময়ই প্লাস দিয়ে যাই । আজও দিলাম । THANKS

ekhono onek manus ase jara rasta theke paper, ektu clean kagoj paile kurai niye jay bashay likhar jonno . . . karon parents ar samortho nai shontan k ektu kagoj kine dibe . . . oneker abar kine dewar lok gulow nail . . .:'(

ধারুন টিউন

valo laglo! 🙂

ভাই আপনি আপনার বাবাকে বলেন আপনাকে যেন একটা ভালো ডাক্তার দেখায়। I can assure you one thing thing that you are not ok.

    @মুশফিক:
    listen bro!
    wheither am ok or not it will be decided by my doctor.hope that u r not a doctor. Plz be controled while writing.if u all comment like this how do i have a mantality of writing another post. . . Man ! Why don’t u give inspiration to other. 🙂 . Do u think that all in our country have ability to serve himself as a billion

      Level 0

      @Rizwan Bin Sulaiman: apni apnar moto save koray cholun joy apnar ata ensure koren jano proyojoner somoi taka thakay r jara save kortay chaina ta tader baper…

Level 0

5 taka bachaite jaia ami chokh khuaite chaina

Jara kharap kharap comment koren amar post gulote, Ami tader coment delet korina karon onek shomoy mone ohonkar jage tokhon tader post gulo ami pori. . . Ohonkar dure shore jay.

    Level 2

    tri@Rizwan Bin Sulaiman: “Jara kharap kharap comment koren
    amar post gulote, Ami tader coment
    delet korina karon onek shomoy
    mone ohonkar jage tokhon tader
    post gulo ami pori. . . Ohonkar dure
    shore jay.”

    kothata khub valo laglo. Tobe tune ta amar kaje dibena.
    2 bochhor agey 50tk diye ekta khata kincilam. Ekhon porjonto notun khatar gondhotao furai nai.
    Lekha lekhite amar chorom alsemi.

Level 0

খারাপ না!!! কারো কথাই কান না দিয়ে আপনি আপনার টিউন করে যান। আপনার কাছে উদ্ভাবনী শক্তি আছে। ধন্যবাদ

ভালই… একজনের কাছে শুনেছিলাম… সে পেন্সিল দিয়ে লিখত, পরে সেটা মুছে আবার লিখত

Level 2

আরেকটা কাজ করতে পারেন। নিজের সারা গাইয়ে, হাতে, পাইয়ে লেখতে পারেন। জাইগা ফুরিয়ে গেলে গোসল করে আবার লেখা শুরু করবেন। হা, হা, হা, হা,,,,,,,,,,,,,,,,,,,,

Rizwan Bin Sulaiman@ভাই আপনার পোষ্টটা ভাল হইছে ।

আর কিছু বড়লোক বাপের ছোটোলোক পোলাগো কমেন্ট দেইখা মন খারাপ কইরেন না । ও ছোটোলোক ভাইরা কমেন্ট করার আগে কমেন্ট করা শিখে আসেন ।

eng_aual@ভাই আপনার কথা শুনে তো মনে হয় ।আপনি খাতায় না লিখে টাকায় লিখেন ।

Level 0

pagol

Level 0

কথা বললে অনেক কথা বলা যায় Pls don’t mind Do u think the words Technology and Techniuqe.?Here two words are differnet. So very simple> techtunes.io=technologytunes.com.bd but not techniquetunes.com.bd

    @ANISUR928: man lam kintu tao share korlam

    Level 0

    @ANISUR928: vai,apnar sathe puropuri ekmot na, karon technologyr mul lokhkho kintu Manuser kosto komano, iphone jodio technology ponno kintu egulo technologyr aim na. xray, memorycard egulo tech ponno. memorycard er karone apnake r barbar floppy kinte hoy na. R net e hajaro site ase jara reject mal theke recycle sikhay, tader fan o kom na….ekta gorib deser lokder iphone/laptop hate asley nijeke SOMETHING SPECIAL vabata bokami.cost bachano upokari, tate isspiration deya uchit

Level 0

vaia apnar tune pore khub valo laglo nice….
Thx 4 share

ভাই টিউনটা সুন্দর হয়েছে। @ eng_aual নীজের নামটা ঠিকমত লিখতে জানেন না আাপনার কাছে এর চেয়ে আর ভাল কি কমেন্ট্ আশা করা যায়। eng দ্বারা কি বুঝাতে চেয়েছেন English নাকি Engineer মনেতো হয় Engineer বুঝাতে চেয়েছেন Engineer লিখতে eng না Engr. লিখতে হয়।

Level 0

ভাল কিন্তু সংরক্ষন করা যাবে না। এভাবে না করাই ভাল মাথায় কম চাপ পড়বে। তবুও টিউন করার জন্য ধন্যবাদ।

    @farhad920: thanx
    eta shonrokkoner jonno na..just rough korar jonno.
    are ete amar mone hoy na khub beshi mathay chap pore !

      এখানে যদি পোস্ট এ নম্বর দেওয়ার নিয়ম থাকতো তাহলে আমি আপনাকে ১০ এর মধ্যে ১০ এ দিতাম । অসাধারন পোস্ট । নির্বাচিতর জন্য ক্লিক করলাম সাথে প্রিয়তেও রাখলাম ।

Level 0

ভাই এই পদ্ধতি আপনি পরিক্ষার খাতায় ব্যাবহার করুন।

আফসোস আপনার পোস্টটি যাদের কাজে লাগতে পারতো তারা কেউ টিটি ব্যবহার করে না।

৩-৪ বার না হলেও একসময় আমি দুই বার একই কাগজ ব্যবহার করেছি । প্রথমে পেন্সিল এবং পরে কাল ফাউন্টেন পেন ব্যবহার করে। নিউজপ্রিন্ট কাগজ ব্যবহার ব্যবহার করতাম এক সময়। পরে সাদা কাগজ ব্যবহার করতাম। তাই খরচ কমানোর জন্য এই ব্যবস্থা ছিল। পরিবার থেকে কোন চাপ ছিলনা। কিন্তু বাবার ওপর যাতে অহেতুক চাপ না পড়ে, তাই ওই ব্যবস্থা। অংক করার জন্য এটি বেশ কাজের ছিল।

Level 0

পাথরে লিখো না নাম

পাথর ভেঙ্গে যাবে ♫♪

খরচ বাঁচাতে হলে কাগজে লিখার দরকার কি ?

কলাপাতাতে লিখতে পারেন।প্রাকৃতিক উপায়।

Level 0

@ Rizwan Bin Sulaiman এতো দিন তো শুধু ফালতু টিউন করতেন , যা হোক এখন একটু পরিবর্তন তো হয়েছে কিন্তু একটু ফানি হয়ে গেলো । এটা নতুন কিছু না অনেকেই এটা করে মাঝে মধ্যে ।
আর বুঝতে পারলাম না আপনার মাসে ১১-১৫ দিস্তা কাগজ কিভাবে লাগে।
আর একটা বুদ্ধি দিই চক-স্লেট ব্যাবহার করুন খরচ আরও কম হবে।

Vi eta apner funny tune naki serious tune bujhtesina. jodi funny hoy tobe ta darun.. r jodi serious hoy tobe apner ei system ta bokami sara kisu na(In my humble opinion). Koekta page bachate gea eto ronger kolom kena eta khubi hassokor. R lekhta jokhon punoray proyojon hobe tokhn ta pora khubi muskil hobe.

    @Alamin Hossain: vai apni amar kotha bujhen nai
    eta shongrokkon er jonno na borong rough korar jonno
    jemon onko er ketre
    ebong eta serious ekta tips

Level 0

kisu kisu manusher karone ajke amader desher kono unnoti hoy na karon tara nijera to valo kisu korte to parei na onno keu kono valo kisu korte gele takeo badha dey. 1 ta kotha mone rakhben kono valo kisu abishkar korte gele sobai take pagol bole but pore kintu ooi pagoler dekhano pothei cholte hoy. like u rizwan & please continue ur posts for us.

    @ektumoza: thnx vai aponi amar kotha bujhe chen ………..aponader moto manush thakar karone to ami likhte agroho pai

Level 0

bhai,ami prothomei apnake salam janai j apni at least babar kothato vabsen.
R j khane comments er kotha,amader somajta valo,mondo,moyla aborjona sohokarei.ei moyla aborjona sarato r somaj hobena.eta amader somajer e ongso.mosjider paseo to moyla thake thik na? Asa korina aro khule bolte hobe.

হা হা হা! বুদ্ধি খারাপ না

এমন করলে আপনার বউ থাকবে নাহ… ।

হা হা হা হা হা হা হা 😆

Level 0

mushfik vai kichu mone korben na………apnafer moto kichu personder jonno manush lekhar inspiretion haray……….rezwan vai to tao tar baper kichu taka safe korche,apni vaben nije ki kichu safe korchen……….?

ভাই আপনি দেখি অনেক বুব্দিমান। আপনার বুব্দির আমি কদর করলাম
বাপের ৫টাকা বাছাতে গিয়ে মাসে মাসে ৩৫০ টাকা খরছ করে https://www.techtunes.io/ এসে টিউন করেন
আমাদের শেকাচ্ছেন কি করে বাপের ৫টাকা বাছানো যায়

ধন্যবাদ ভাই এই ট্রিক টা শেখানর জন্য

Level 0

kisu bekub/fokor jat ase jara edaning kisu web/softvittik kisu kaj sikhe nijeke “top” e uthe gese bole mone kore….tader jonne Hasin Haider vaike follow korar jonne bolsi.Tomra 2 diner alu, Hasin vair payer moylao na…koy koti taka kamaw, je ektu saving er kotha sune tassillo koro? Uni lakh lakh kamaleo kono vab nen na tini…

manusher abeg ar shohanuvotite ami nijeke dhonno mone korchi

    Level 0

    @Rizwan Bin Sulaiman: koroch bachate hole pencil dia lekhun ar raber dia vanish korun…insallah 1 bosore 2 distai enough…..

হা হা হা , জটিল বুদ্ধি তো…!

    @বাপ্পী:
    jotil buddi hole to problem hobe. eta easy buddi. ha ha

Level 0

৭৮ টা comments দেখে লেখাটা না পড়ে পারলাম না…… আসলেই জটিল বুদ্ধি।

    @Kabir Musa:
    taile apni ekohn 79 tomo tunment korlen, ami na hoy 80 tomota korlam. h ha ha a

ami 80 number comment korlam.
Apnar tune golo amar khub valo lage.ar kawr valo lagok ba na logok.

ami akjon polytechnic student ,tai.

Level 0

coments gulo pore onek haslam.

Level 0

অনেক সুন্দর আইডিয়া….
অনেক আগেই আপনার পোস্টটা পড়েছি কিন্তু কমেন্ট করিনি। আজ হঠাৎ আবার পোস্টটা পড়তে যেয়ে কমেন্টগুলো দেখে একটু অবাক হলাম।..
যারা নেগেটিভ কমেন্ট করেছেন তাদের বলছি…
এই ট্রিক্সটা আপনার মতো যারা বাপের অফুরন্ত টাকায় রাস্তায় ভাব মেরে বেড়ান কিন্তু ভাবেন না আপনার বাবা আপনার জন্য টাকাটা কিভাবে ম্যানেজে করেছেন, চাকরীর বেতন? নাকি ব্যবসার মুনাফা? নাকি ঘুষ? নাকি চুরি?… তাদের জন্য নয়।
আমাদের দেশের সুবিধা বঞ্চিত মানুষদের জন্য এটা..
আমার পাশের বাড়ীর একটি ছেলে এক কাগজে এভাবে ৩/৪ বার লিখে .. রাত্রের বেলায় ল্যাম্প পোস্টের আলোয় পড়ে এস.এস.সিতে গোল্ডেন এ+ পেয়ে এখন নটর ডেমে পড়ছে।
এখানের কমেন্টকারীরা অনেকেই হয়তো নটর ডেম কিংবা আরও ভালো জায়গায় পড়েন কিংবা পড়েছেন… আপনারা অনেক শিক্ষিত… কিন্তু আপনারা জানেন না ৫ টাকার মূল্য কত?

অনেক আগে একটা গল্প পড়েছিলাম….
খুব বড়লোকের একমাত্র মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছিল গরীব মানুষের জাবন যাত্রা সম্পর্কে..
সে উত্তরে বলেছিল— গরীব মানুষ হলো-
* যাদের বাসায় ৫টি এসি আছে কিন্তু সব এসিগুলোই পুরানো মডেলের।
* বিএমডব্লিউ গাড়ীগুলোও লেটেস্ট না।
* গরীব মানুষরা বাড়ীতে পার্টি দেয় মাসে একবার….

ধনীদের কাছে এই হলো নিম্নবৃত্ত সম্পর্কে ধারণা। সুতরাং নেগেটিভ কমেন্টকারীরা আমার মনে হয় তারা অনেক ভালো কমেন্ট করেছে।

কপাল ভালো আমাদের যে, ওরা নিম্নবৃত্ত দের টেকটিউনস থেকে ব্লক করতে বলেনি।

এগুলা পিচ্চিকালে করতাম। প্রথমে পেন্সিল দিয়ে লিখতাম, তার উপরে কলম দিয়ে লেখতাম। বাপ যে এভাবে লিখতে বলত তা না, আমি নিজে থেকেই এভাবে লিখতাম। কিন্তু এখন আর এগুলা করা হয়না। 🙂