একটি ছোট্ট কম্পিউটার ধাঁধাঁ।
প্রথমে command prompt ওপেন করুন (start> run >type "cmd" >press enter) , তারপর তাতে টাইপ করুন বা কপি-পেস্ট করুন--------
assoc.exe=.abc এন্টার চাপুন। ( "abc" এর স্থানে আপনার নামও দিতে পারেন )
এটি কোন ক্ষতিকারক command নয়। এই command দিলে আপনার কম্পিউটার এ যে সমস্ত অ্যাপ্লিকেশন ফাইল running নাই সেগুলো run করা যাবে না। এবার আপনাকে তা ঠিক করতে হবে, এটাই আজকের ধাঁধাঁ। যদি আপনি মনে করেন যে আপনার computer এর জ্ঞান বেশ ভালো আছে আর নিজের কম্পিউটার নিজে ঠিক করতে পারেন তাহলে আপনি এই ধাঁধাঁতে অংশগ্রহণ করুন। উত্তর আমি শেষের দিকে দিব। তবুও কারও যদি কোন সমস্যা হয় এখানে পোস্ট করুন বা আমাকে যোগাযোগ করুন - http://www.facebook.com/vivek.roy.14855
কেউ যদি solve করে থাকেন তাহলে আমার অনুরোধ উত্তর এখানে পোস্ট করবেন না। কারন আপনি যখন মাথা ,বডি ঘামিয়ে উত্তর বের করেছেন, তো অন্যকেও একটু বডি স্প্রে খরচ করতে দিন। আর যারা solve করতে পেরেছেন তারা শুধু জানান যে "পেরেছি", ব্যাস।
**** এর পরের ধাঁধাঁ কালকে দিব।। ****
আমি n2roy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথম ব্যক্তির জন্য উত্তর । শুধু মাত্র একজনই ডাউনলোড করতে পারবে,
ONLY ONE TIME DOWNLOAD ,
https://onetimesecret.com/secret/kh8def7d37new3gzggt4x4u6u4pu4a9
password: dhadha