টরেন্ট ডাউনলোডকারীর সংখ্যা যে নেহায়েত কম নয় তা তো মোটামুটি সবারই জানা। কারন হালের মিডিয়া ফায়ার এখন আর আগের মত নেই সোপা আর পিপার ভয়ে। এখন মিডিয়াফায়ার থেকে কখন যে সেভ করে রাখা লিঙ্কটা রিমুভ হয়ে যায় সেই ভয়ে থাকতে হয়। আর তাই টরেন্ট ই একমাত্র ভরসা। নতুন মুভি,মিউজিক ভিডিও ডাউনলোডে টরেন্ট ওয়েবসাইটগুলোর তুলনাই হয় না।
তবে টরেন্ট ডাউনলোডের ক্ষেত্রে সবাই যেই ঝামেলাটির মুখোমুখি হন তা হচ্ছে, টরেন্ট ওয়েবসাইটগুলোতে থাকা মিউজিক ভিডিও বা মুভি গুলোর কোনো প্রিভিউ’র ব্যাবস্থা নেই। আর না থাকার যৌক্তিকতাই বেশী। ফলে বেশীরভাগ ক্ষেত্রেই ভিডিও কোয়ালিটি না জেনেই মুভি/মিউজিক ভিডিও ডাউনলোড করতে হয়, আর তাই স্বভাবিক ভাবেই একটা টেনশন থাকেই “টাকায় কেনা ইন্টারনেটটা না আবার শুধু শুধু নষ্ট হয়?”
এবার আসি আসল কথায়। সব ব্যাপারের যেমন একটা সলিউশন আছে,তেমনি আছে এই সমস্যাটির। টরেন্ট থেকে মিউজিক ভিডিও বা মুভি মানে যেকোনো ভিডিও ডাউনলোড করার আগে ভিডিও কোয়ালিটি কেমন তা জানা সম্ভব খুব সহজেই।
চিন্তা করছেন কীভাবে?
প্রথমে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন
এবার সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইন্সটল করে নিন।
ইন্সটল করতে কোনো ঝামেলা নাই তাই স্ক্রীনশট দিলাম না।
ইস্টল করার পর সফটওয়্যারটি উপেন করুন। উপেন করার পর সফটওয়্যারটি আপনাকে একটি টরেন্ট ফাইল সিলেক্ট করতে বলবে।
আপনি যেই টরেন্টটির প্রিভিউ দেখতে চান সেটি সিলেক্ট করুন। কিছুক্ষনের মাঝেই আপনার কাঙ্খিত ভিডিওটির প্রিভিউ আপনি দেখতে পাবেন।
এবার যদি ভিডিওটির কোয়ালিটি ভাল হয় তবে ডাউনলোড করবেন আর না হলে শুধু শুধু টাকায় কেনা ব্যান্ডউইথ খরচ করার দুঃসাহস কেউই দেখাবেন না সম্ভবত।
আজকের মত এখানেই শেষ। ভালো লাগলে কমেন্ট করবেন।
পোস্টের কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো সাহায্যের জন্য ফেসবুকে যোগাযোগ করতে পারেন।
আমি জিএমশুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি জিএমশুভ। পড়ালেখার পাশাপাশি লেখা লেখি করছি। ভালবাসি টেকনোলজিকে। নেট ব্রাউজ করা আর বই পড়া আমার প্রধান সখ।আর ভালবাসি নতুন কিছু জানতে এবং অন্যকে জানাতে। ফেসবুকে আমি: http://facebook.com/gms.me
লিখার ধরন ভাল