চাবি ছাড়া তালা খুলুন !অবাক হবার কিছু নাই তালা খুলবেই!

আপনাদের সাড়া পেয়ে আমি আবারো আপনাদের মাঝে এলাম । গত কাল আমার  মেসেজে দেখি Messege (1) সাথে সাথে চেক করালম।

Sashoto Seeam :- vai ami to apnar techtunes fan… aro tune chai. Kobe diben.

উনার মেসেজ আমকে অনেক প্রেরনা দিয়েছে । তাই আজকের টিউন। আমার আগের পোস্টের একটাতে “ আপনি যে পাগল হলেন এই খবরটা কি আপনার বাসায় জানে !” এমন কয়েক টা কমেন্ট পেয়ে নিজেকে টেকটিউন্স থেকে সরিয়ে নেয়ার মোটামুটি সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু Sashoto Seeam  ভাই এর মেসেজ আমাকে আমার সিদ্ধান্ত নিতে দিলনা । যাই হক শেষ পর্যন্ত আমি আবার এলাম। জানি  আমি না এলে আপনাদের কারো কিছুই হবে না কিন্তু আমার যে আর শিখা হবে না!  এবার কাজের কথায় আসা যাক । আপনি হয় তো হেদিং দেখে ভাবতেছেন “এটা ভাবে সম্ভব ! আমরা তো হলিউডে এমন সব দৃশ্য দেখি । কিন্তু এটা কি সম্ভব !”
হ্যাঁ, সম্ভব ।
আসুন এবার আমরা কাজে লেগে যাই ।
আপনার কি কি লাগবে
১। একটি নরমাল তালা । ( চাইনিজ হলে ভালো । বাংলাদেশের প্রায় ৮৯% তালা চাইনিজ )

২। পেপার আটকে রাখার ক্লিপ । ( ফাইলে জেগুল থাকে )

এবার কাজের পালা।

পেপার ক্লিপটার একটা ভাজ খুলে সামনের দিক থেকে একটু বাকা করেন ।

তারপর আপনার কাঙ্কিত তালায় ঢুকান । তারপর গুরান দেখবেন তালা খুলে গেসে।

তালা যত শক্ত হবে পিনটা তো তো শক্ত হতে হবে । সব তালায় হবে না আমি আগেই বলেছি নরমাল তালা হতে হবে।

আমি আপনাকে বলবনা যে “আপনার কৃতকর্মের জন্য আমি দাই নই” আপনার কৃতকর্মের জন্য অবশ্যই আমি কিছুটা হলেও দাই । আমি দাই কিন্তু ধরা খেলে আমাকে কিন্তু পাবেন না । লক জন আপনাকেই পিটবে। আমার কথা বুঝতে পারলে দয়া করে এমন কমেন্ট করবেন না জার কারনে অন্য একজনের মনে আঘাত লাগে। নির্বাচিত টিউন হিসাবে আমাকে ভোট দিন। এটাই আমার দাবি।
যারা আমাকে পাগল বলবেন তাঁদের ভয়ে আমি  vedio টা দিলাম ।

.-.________
----/ \_)_______)  'Am here @ FACEBOOK.
(    ()___)
()__)
----\___()_)

আমার আর টিউন্স ঃ-

১। লেবু দিয়ে আগুণ ধরান ! ভয় পাবেন না LED লাইটের আগুণ !

২।আপনার Nokia মোবাইল দিয়ে হাই আওয়াজে গান শুনুন,China সেটের চেয়ে বেশী আওয়াজে !

৩।এবার আসুন আপনার NOKIA মোবাইল দিয়ে আগুন ধরিয়ে দেই ! কি ভয় পেলেন !

৪।আগুন ! বরফ দিয়ে আগুন ধরান ? অবাক হবার কিছু নাই, আগুন ধরবেই।

৫।চাবি ছাড়া তালা খুলুন !অবাক হবার কিছু নাই তালা খুলবেই!

৬। আপনার চোখের চেয়ে বেশী দেখে আপনার NOKIA মোবাইল !

৭। [[ CAPTCHA কি এবং কিভাবে কাজ করে। ]]

৮. Tense ফ্রী “Tense”! Tension ছাড়া Tense শিখুন ।

৯. প্রতি মাসে বাপের কিছু টাকা বাঁচান !

Level New

আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I don't have anything extra ordinary to share with you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চুরি বিদ্যা-বড় বিদ্যা,
যদি পড়েন ধরা
আপনার কাম সারা।

কিছু কিছু বিশেষ মূহুর্তে কাজে লাগতে পারে।

    @shakilsimul: ভাই , সম্ভাবদ প্রবাদটি এরকম হবে ।
    চুরি বিদ্যা – বড় বিদ্যা,
    যদি না পড়েন ধরা ।

    আমি এটাই জানতাম । ভুল হলে খমা করবেন । http://www.smitexpert.com

Level 0

Thank u…vai…chorom tune.

Experiment করতে গিয়ে আঙ্গুলের ১২ টা বাজিয়েছেন মনে হয়। good tune…

NICE TUNE

thanx to all of u guyz……..share it

boss,,,,,osthir hoise………..techtunes e onek tune paoa jay ja copy kora.kintu ei rokom tune gulo pele moja e lage…so,dont stop tuning…thanks

আরে ভাই এতে তো চোরেদের আরও সুবিধা হয়ে যাবে৤ যে দু একটি তালা খুলতে পারত না তাও পারবে৤ এরকম জিনিস না শেয়ার করাই কি ভালো না???

Level 2

ভাই Rizwan Bin Sulaiman কিছু মনে করবেন না টিউনটা সেই রকম হইছে!!!!!
ভাই একটা প্রশ্ন করি?
ধরে বাংলাদেশের প্রধান মন্ত্রীরে যদি বলি আপনি চোর তাহলে কি ওনি চোর হয়ে গেলেন?

টেস্ট করে দেখতে হবে। যারা নেগেটিভ কথা বলে তাদের কথা ভুলে যান। আমরা আছি ভাই আপনার সাথে। এই ধরনের ব্যতিক্রম টিউন অনেক সময় খুব কাজে লাগে।

freelancer এ কামে লাগবে ,লক খুলুম us $2/hr

ভাই আপনার বিজ্ঞানের এক্সপেরিমেন্ট ভালো লাগলো, আশা করি আগামিতেও আরো টিউন পাব

আমার চাবি হারিয়ে গেছে তালা ভাঙব বলে সিদ্ধান্ত নিছিলাম এখন দেখি tricks তা কাজে লাগে কিনা ।

Apne vai asholei pagol…naile koyek ta Ram Sagoler jonno emn chorom tune kora kew sarar kotha vabe?
Niomito tune chai:)

    @Sadiq Nayeem: manush gelelio keo pagol bolechilo kintu mone rakhben……………………….. mai kintu gelelio na…….
    shobaik ke thanx

কিরে ভাই ? মাথা কি কাজ করে না ?
এটা দিয়ে ২ টাকা দামের তালা খোলা যাবেই।

*তবে bonus হিসেবে নিজের বানানো তালাও খোলা যাবে। হে হে হে হে হে হে, হেহেহেহে

Koek din age chabi vetore rekhe mass er tala ta atke dilam. Pore seta venge ghore dhuklam. Isss………… Jodi age tune ta diten taile to talata nosto hotona.

Purai Tees Maar Khan.

Share it to ur frnds ..let tem know

অনেক অনেক ধন্যবাদ

Level 0

ভাই আপনি প্রথম মনে হয় টিউন দিতে গিয়ে রক্ত ঝরালেন। বাহ বাহ বাহ। আপনআর নাম তো…।

ভাই আপনার tune টি সুন্দর ।কিন্তু আপনার জন্য চোরের আরও আমদানি হবে। প্রেম করে তালা ভেঙ্গে টাকা চুরি করবে। আপনার জন্য বাসায় তালা দেওয়া যাবে না। রাতের ঘুমতো হারাম।

Level 0

আপনার বাসার ঠিকানা দেন, আজকেই সিধ কাটব। 😉

@From Hell: shid katar dorkar nai. . . . Amar bashay tala dewa khule felben.

ha..ha…onek din por comment korlam. apner first tune o valo lagase…oneke karap bolbe…chale jan. ……………………………………….

Level New

good

keep going…………!!!

thnx to all

Level 0

গুড

Level 0

#রেজওয়ান
ভাই আপনি যেই টিউন করছেন তা এক দিক দিয়ে ভাল,
কারন আমরা অনেক সময় নিজের ঘরে তালার চাবি হারিয়ে পেলি।

যদি কেউ এই টিস্কটা ভাল কাজে বেবহার করে তা হলে ভাল।

আর যদি কারাফ কাজে ব্যবহার করে তাহলে সেইটা তার নিজের কারাপ চরিত্র।

darun.

,অসাধারণ, বিপদে কাজে লাগাবো যদি আদো তা কজ করে.

hmmm,,,,,age jana thakle abasike koto biscuit j khaitam,,.,,,

Thanx Vai ……………. Valo laglo