আপনাদের সাড়া পেয়ে আমি আবারো আপনাদের মাঝে এলাম । গত কাল আমার মেসেজে দেখি Messege (1) সাথে সাথে চেক করালম।
Sashoto Seeam :- vai ami to apnar techtunes fan… aro tune chai. Kobe diben.
উনার মেসেজ আমকে অনেক প্রেরনা দিয়েছে । তাই আজকের টিউন। আমার আগের পোস্টের একটাতে “ আপনি যে পাগল হলেন এই খবরটা কি আপনার বাসায় জানে !” এমন কয়েক টা কমেন্ট পেয়ে নিজেকে টেকটিউন্স থেকে সরিয়ে নেয়ার মোটামুটি সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু Sashoto Seeam ভাই এর মেসেজ আমাকে আমার সিদ্ধান্ত নিতে দিলনা । যাই হক শেষ পর্যন্ত আমি আবার এলাম। জানি আমি না এলে আপনাদের কারো কিছুই হবে না কিন্তু আমার যে আর শিখা হবে না! এবার কাজের কথায় আসা যাক । আপনি হয় তো হেদিং দেখে ভাবতেছেন “এটা ভাবে সম্ভব ! আমরা তো হলিউডে এমন সব দৃশ্য দেখি । কিন্তু এটা কি সম্ভব !”
হ্যাঁ, সম্ভব ।
আসুন এবার আমরা কাজে লেগে যাই ।
আপনার কি কি লাগবে
১। একটি নরমাল তালা । ( চাইনিজ হলে ভালো । বাংলাদেশের প্রায় ৮৯% তালা চাইনিজ )
২। পেপার আটকে রাখার ক্লিপ । ( ফাইলে জেগুল থাকে )
এবার কাজের পালা।
পেপার ক্লিপটার একটা ভাজ খুলে সামনের দিক থেকে একটু বাকা করেন ।
তারপর আপনার কাঙ্কিত তালায় ঢুকান । তারপর গুরান দেখবেন তালা খুলে গেসে।
তালা যত শক্ত হবে পিনটা তো তো শক্ত হতে হবে । সব তালায় হবে না আমি আগেই বলেছি নরমাল তালা হতে হবে।
আমি আপনাকে বলবনা যে “আপনার কৃতকর্মের জন্য আমি দাই নই” আপনার কৃতকর্মের জন্য অবশ্যই আমি কিছুটা হলেও দাই । আমি দাই কিন্তু ধরা খেলে আমাকে কিন্তু পাবেন না । লক জন আপনাকেই পিটবে। আমার কথা বুঝতে পারলে দয়া করে এমন কমেন্ট করবেন না জার কারনে অন্য একজনের মনে আঘাত লাগে। নির্বাচিত টিউন হিসাবে আমাকে ভোট দিন। এটাই আমার দাবি।
যারা আমাকে পাগল বলবেন তাঁদের ভয়ে আমি vedio টা দিলাম ।
.-.________
----/ \_)_______) 'Am here @ FACEBOOK.
( ()___)
()__)
----\___()_)
আমার আর টিউন্স ঃ-
১। লেবু দিয়ে আগুণ ধরান ! ভয় পাবেন না LED লাইটের আগুণ !
২।আপনার Nokia মোবাইল দিয়ে হাই আওয়াজে গান শুনুন,China সেটের চেয়ে বেশী আওয়াজে !
৩।এবার আসুন আপনার NOKIA মোবাইল দিয়ে আগুন ধরিয়ে দেই ! কি ভয় পেলেন !
৪।আগুন ! বরফ দিয়ে আগুন ধরান ? অবাক হবার কিছু নাই, আগুন ধরবেই।
৫।চাবি ছাড়া তালা খুলুন !অবাক হবার কিছু নাই তালা খুলবেই!
৬। আপনার চোখের চেয়ে বেশী দেখে আপনার NOKIA মোবাইল !
৭। [[ CAPTCHA কি এবং কিভাবে কাজ করে। ]]
৮. Tense ফ্রী “Tense”! Tension ছাড়া Tense শিখুন ।
৯. প্রতি মাসে বাপের কিছু টাকা বাঁচান !
আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I don't have anything extra ordinary to share with you.
চুরি বিদ্যা-বড় বিদ্যা,
যদি পড়েন ধরা
আপনার কাম সারা।
কিছু কিছু বিশেষ মূহুর্তে কাজে লাগতে পারে।