পিএইচপি স্ক্রীপ্টের সাহায্যে বিভিন্ন সার্ভারে ফাইল অটোমেটিক ডাউনলোড এবং আপলোড করুন

দুইদিন ধরে ৩০০ মেগাবাইটের একটা ফাইল ডাউনলোডের চেষ্টা করছিলাম ফাইল শেয়ারিং এর সাইট থেকে। ফ্রী একাউন্ট থেকে যেহেতু
ডাউনলোডে রিজিউম সাপোর্ট পাচ্ছিলাম না, সাথে  ডাউনলোড স্পীডও কম। ফলে ফাইল বেশখানিক ডাউনলোডের পর এরর হয়ে যাচ্ছিল।
তাই এমন একটি স্ক্রীপ্ট বের করার চেষ্টা করেছি যার সাহায্যে নিজের সার্ভারে ফাইলটি ডাউনলোড করে নিয়েছি এবং
রিজিউম সাপোর্ট সহ ডাউনলোড করছি।এছাড়া অনেক সময় আমাদের এমন কোন সাইট বানানো প্রয়োজন হয় যেখানে ভিজিটর বিভিন্ন ধরনের লেটেস্ট কনটেন্ট ডাউনলোড করতে পারবে। বাংলাদেশের নেট স্পিডে এসব কনটেন্ট ডাউনলোড করা খুবই সময় সাপেক্ষ। তাই আমরা পিএইচপি স্ক্রীপ্টের সাহায্য নেই যাতে অন্য কোন সার্ভার থেকে ফাইল অটোমেটিক ডাউনলোড করে নিতে পারেন। শুধু তাই নয় এর সাহায্যে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড, ১৭৯ টি ফাইল শেয়ারিং সার্ভার থেকে ডাউনলোড এবং আপলোডের কাজ করে নিতে পারেন।

কাজটি করার জন্য আমি রেপিড লিচ স্ক্রীপ্ট ব্যবহার করব। এটি ওপেনসোর্স। তাই আপনি গুগলকোড থেকে স্ক্রীপ্টটি ডাউনলোড করে নিতে পারেন। আপনার সার্ভারের Cpanel-file manager এ একটা ফোল্ডার খুজে জিপ করা ফাইলটি এক্সার্ক্ট করুন। এই স্ক্রীপ্টের জন্য কোন ডাটাবেজ তৈরি করা লাগে না।

 

এবার url এ পিং করুন...এখন স্ক্রীপ্টটি সেটাপ করতে হবে।

এটি সেটাপ করা খুবই সহজ আপনি পড়লেই বুঝতে পারবেন। তবে এই স্ক্রীপ্টটি যদি আপনার ব্যাক্তিগত কাজের জন্য করতে চান তাহলে এখানে Authorization Mode এ ইউজার ও পাসওয়ার্ড সেট করে নিতে পারেন। তাহলে আপনি ব্যাতিত কেউ ফাইল আপলোড করতে পারবে না। সব কিছু সেট করে save configuration এ ক্লিক দিন।

আপনি যে ফাইলটি ডাউনলোড করতে চান তার ডাইরেক্ট লিঙ্ক link to transload এ পেস্ট করে Transload file এ ক্লিক দিন। খুব তাড়াতাড়ি আপনার সার্ভারের files ডাইরেক্টোরিতে আপলোড হয়ে যাবে। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে চাইলেও আপনি লিঙ্কটি পেস্ট করে বিভিন্ন ফিচারে ডাউনলোডের সুবিধা পাবেন।

আবার আপনার যদি রেপিড শেয়ার বা আরো অন্যান্য আপলোডিং হোস্টিং সার্ভারে প্রিমিয়াম একাউন্ট থাকে তাহলে ডাউনলোড লিঙ্কটি পেস্ট করুন এবং user & pass এ ক্লিক দিয়ে প্রিমিয়াম হোস্টিং এর তথ্যগুলো দিন। তারপর Transload file এ ক্লিক দিন। কোন সময় ডাউনলোডে কোন সমস্যা হলে disable all plug in এ ক্লিক দিয়ে ডাউনলোড করবেন।

দেখুন একটি ফাইল ডাউনলোড হওয়ার পর আপনার সার্ভারে আপলোডের পর আরো কি কি সুবিধা পাচ্ছেন।

ধরুন আপনার ফাইল শেয়ারিং হোস্টিং সার্ভার থেকে বড় ধরনের কোন ফাইল ডাউনলোড বা আপলোড প্রয়োজন হল। তাহলে auto transload বা auto upload এ ক্লিক দিয়ে ডাউনলোড লিঙ্কটি পেস্ট করুন। ক্যাপচা চাইতে পারে। ক্যাপচা বসিয়ে আপনার সার্ভারে ফাইলটি ডাউনলোড করুন। এবার রিজিউম সাপোর্ট সহ আপনার সার্ভার থেকে ফাইলটি ডাউনলোড করুন। এক্ষেত্রে অবশ্য আপনার হোস্টিং সার্ভারের ব্যান্ডউইথ এবং ফাইল স্টোরেজ ক্ষমতা বেশি থাকলেই সুবিধা।

এতে আরো অনেক ফিচার রয়েছে। কোন ফিচার না বুঝলে কমেন্ট করে জানাবেন। শুভ রাত্রি।

পূর্বপ্রকাশিত আমার ব্লগ - http://mashpysays.blogspot.com/

Level 0

আমি Mashpy Says। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 1964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রয়োজনের সময় আমি অনেকের কাছেই প্রয়োজনীয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Really Nice!!!!

Level 0

সুন্দর টিউন…

Level 0

অনেক দিন পরে আপনাকে দেখলাম! টিউন সম্পরকে কি আর বলব……… সোজা প্রিয়তে 😀

    @BotMaster: hm. আর অনেক দিন পরেই একসাথে ২ টা টিউন করেছি।

Level New

ভাইয়া , আমি শুনেছিলাম রাপিড লিচ নাকি অবৈধ । কোন হোস্টিং কোম্পানি যদি টের পায় আপনি রাপিড লিচ ব্যবহার করছেন তাহলে নাকি আপনার আকাউন্ট ব্যান করে দিবে ?
এই জন্য আমি নিজের বানানো একটা স্ক্রিপ্ট ইউজ করি ।

    @আহত: কেনা হোস্টিং ইউজ করি। ব্যান করার আগে তো হোস্টিং প্রোভাইডার আমাকে জানাবেই।

চমৎকার একটা স্ক্রিপ্ট! এই স্ক্রিপ্ট ব্যবহার করে বেশ মজায় লাগতো এক সময় ফাইল আপলোড করার জন্য।

ধন্যবাদ ভাই!

Level 0

গত কয়েক দিন ধরে এরকম কিছু খুজছিলাম অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাইজান ইউআরএল পিং করে কিভাবে?আমি এসব বিষয়ে অজ্ঞ কিনা…………