টেকটিউন্স যখন ফ্রী ডোমেইন এ ছিল তখন থেকে আমি নিয়মিত পড়ি কিন্তু শেয়ার করি খুব কম । আগে আমার পোস্ট ছিল -Tense ফ্রী "Tense"! Tension ছাড়া Tense শিখুন ।-। আজ আমি নতুন কিছু শেয়ার করবো। অনেকেই ভাবেন Nokia সেটে যদি চায়না সেটের মতো সাউন্ড থাকতো ! আবার আমার মতো অনেকেই ভাবেন চায়না সেটের যদি আর সাউন্ড থাকতো ।
হ্যাঁ , আজ আমি এটাই শেয়ার করবো কিভাবে আপনার সেটের ছোট স্পিকার দিয়ে অনেক জোরে গান শুনবেন।
যা যা লাগবে ঃ
১। একটি খালি কোল্ড ড্রিঙ্কসের বোলতল।
২। একটি মোবাইল।
ব্যাস এখন কাজে নেমে পড়ি ।
প্রথমে একটি কোল্ড ড্রিঙ্ক এর গোল বোতল নিন ।
তার পর একটি ছুরি নিয়ে তা কেটে দিন । পুরা মাঝ বরাবর ।
এবার মুখ খুলা রাখবেন এবং যে অংশ কাটলেন তা অসমান থাকলে কেঁচি দিয়ে সমান করেনিন।
এখন মবাইলের স্পিকার এর দিকে আপনার বোতলের খলা মুখটা লাগান
বোতল যত চিকন হয় সাউন্ড তত বেশি হয় । বিশেষ কর 250ML এর বোতল গুলোতে । তবে বোতলটা একু লম্বা করে কাটতে হবে ।
এবার গান শুনুন আগের চেয়ে বেশী আওয়াজে কিন্তু চায়না সেট হলে আর বেশী আওয়াজে ।
আশা করি ভাল লাগবে , ভাল লাগলে Tunemment করে জানান .........ভালো লাগলে টিউন টি নির্বাচিত টিউন হিসাবে ভোট দিন .........।।
.-.________
----/ \_)_______) 'Am here @ FACEBOOK.
( ()___)
()__)
----\___()_)
আমার আর টিউন্স ঃ-
১। লেবু দিয়ে আগুণ ধরান ! ভয় পাবেন না LED লাইটের আগুণ !
২।আপনার Nokia মোবাইল দিয়ে হাই আওয়াজে গান শুনুন,China সেটের চেয়ে বেশী আওয়াজে !
৩।এবার আসুন আপনার NOKIA মোবাইল দিয়ে আগুন ধরিয়ে দেই ! কি ভয় পেলেন !
৪।আগুন ! বরফ দিয়ে আগুন ধরান ? অবাক হবার কিছু নাই, আগুন ধরবেই।
৫।চাবি ছাড়া তালা খুলুন !অবাক হবার কিছু নাই তালা খুলবেই!
৬। আপনার চোখের চেয়ে বেশী দেখে আপনার NOKIA মোবাইল !
৭। [[ CAPTCHA কি এবং কিভাবে কাজ করে। ]]
৮. Tense ফ্রী “Tense”! Tension ছাড়া Tense শিখুন ।
৯. প্রতি মাসে বাপের কিছু টাকা বাঁচান !
আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I don't have anything extra ordinary to share with you.
chaliye jaan