রসায়ন টিপস: ছন্দে ছন্দে পর্যায় সারণী মনে রাখা (মনে রাখায় ১০০% কার্যকর)

নিঃসন্দেহে অনেকের জন্য রসায়ন একটি কঠিন এবং ভীতিকর বিষয়।  কিন্তু মজার বিষয় হল বেশিরভাগ ছাত্র ছাত্রী এসএসসি এবং এইচএসসি তে এই সাবজেক্টটাতেই বেশী নাম্বার পায়। কিন্তু কেন?
কারণ একটু গুছিয়ে পড়লেই এই বিষয়ে বেশ ভাল করে লিখা যায়। অবশ্য সেটা অন্য সাবজেক্টের ক্ষেত্রেও প্রযোজ্য। যাই হোক কথা না বাড়িয়ে চলুন চট করে দেখে নেই কিভাবে ছন্দ করে পড়ে নির্ভূলভাবে পর্যায় সারণী মনে রাখা যায়ঃ

গ্রুপ 1A- H Li Na K Rb Cs Fr
হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে

গ্রুপ 2A- Be Mg Ca Sr Ba Ra
বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশাহ রহিম
অথবা- বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ
অথবা- বিধবা মহিলা কা সার বাসনে রাধে

গ্রুপ 3A- B Al Ga In Ti
বরুন অল্পতেই গেল ইন্ডিয়া তে
অথবা- বাংলাদেশ আওয়ামীলীগ গেল ইন্ডিয়া ট্যুরে

গ্রুপ 4A- – C Si Ge Sn Pb
কলিকাতা সিটিতে গেলে সোনা পাবে
অথবা- কাদঁলে শার্ট গেন্জি স্যান্ডেল পাবে

গ্রুপ 5A- N P As Sb(অ্যান্টিমনি) Bi
নাই প্রিয়া আজ সবই বিরহের
অথবা- না ফিজ আছে আন্টির বাসায়
অথবা- নাই পারুল আছে সাবিনা বিয়ান

গ্রুপ 6A – O S Se Te Po
অফিস শেষে সেলিনা টেলিফোন পেল
অথবা- ও এস এস-ই তে পড়ে

গ্রুপ 7A – (হ্যালোজেনX) –

F Cl Br I At
ফখরুলের ক্লোনটি বড়ই ইডি য়েট

গ্রুপ 0 (নিষ্ক্রিয় ধাতু) –

He Ne Ar Kr Xe(জেনন) Rn
হে না আর করিম যাবে রমনায়

ধাতুর সক্রিয়তা সিরিজ -

K Na Ca Mg Al Zn Fe Sn Pb H Cu, Hg, Ag, Pt, Au
কে না কে ম্যাকাইভার এল যেন ফিরে সুস্মিতাকে পাবে হায় কুলাংগার হাজি আযিজ পেটাবে আমায়।

Cu Hg Ag Pt Au
কাপুরুষ হাবলু আজি পেটাবে আমায়

উজ্জল ধাতু – Ca Na Mg Ag Al
কা না ম্যাকাইভার আগে এল

নরম ধাতু - Pb Na Ca K
পাব না কেয়া কে

D ব্লকের মৌল – Cu Mn Cr Co Fe Ni Zn
কাজল মার্সিডিজ কারে করে ফেনী যাবে

আসলে পড়া মনে রাখার জন্য সবচেয়ে বড় ব্যপার হল আপনি কিভাবে মনে রাখবেন সেটা প্রথমে ঠিক করে নেয়া। আর এভাবে ছন্দ মিলিয়ে পড়াটা পড়ে নিলে কিংবা ছক করে নিলে অনেক সহজে মনে রাখা যায়, সেটা যে কোন পড়া হোক; আপনি পারবেন।

আরেকদিন সময় হলে দেখাব কি করে অনেক বড় প্রশ্ন ছক করে সহজে শেখা যায়।
আজ তাহলে এ পর্যন্তই, এরকম মজার মজার পোষ্ট নিয়মিত পেতে ফেসবুকে  কাজের সময় কাজী, কাজ ফুরালেই পাজী এই পেজে ঘুরে আসতে পারুন।

ভাল থাকবেন।

Level 0

আমি নীলাকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

AWESOME BOSS….VERY MUCH NEEDED THING….THNX A LOT

আমিও এভাবে মনে রাখতাম। অনেক নতুন ছন্দ পেলাম এখানে। ধন্যবাদ।

tnx…

Nice…

Level 0

Khob kajer post. Page ta save kore rakhlam

    @raihangfn: আমি ডিলিট করবোনা, সো সেভ না করলেও টিটিতেও পাবেন।
    আপনার কমেন্টের জন্যে অনেক ধন্যবাদ।

Level 0

Jotil hoise boss

Level 0

hsc te kaje ashbe 😀

দারুণ ভাই । দারুণ হয়েছে 🙂

Level 0

সত্তিই অনেক উপকারি টিউনস http://amaranggina.blogspot.com/

    @SOPNOCHURA:
    উপকারি বুঝলাম, কিন্তু লিঙ্কটা কেন দিয়েছেন একটু এক্সপ্লেইন করবেন কি?

কাজের পোস্ট ধন্যবাদ আপনাকে.

Level New

খুবই সুন্দর হয়েছে। Nice collection. একটু যোগ করে দিইঃ
ধাতুর সক্রিয়তা সিরিজ – টা কি একটু চেক করে দেখবেন? আমার যতদূর মনে পড়ে, স্কুলে এভাবে শিখছিলামঃ
K Na Ca Mg Al Zn Fe Sn Pb H Cu, Hg, Ag, Pt, Au
ছন্দটা ছিল এরকমঃ
কে না কে ম্যাকাইভার এল যেন ফিরে সুস্মিতাকে পাবে হায় কুলাংগার হাজি আযিজ পেটাবে আমায়।

    @Arafat: হা হা হা, ভালোতো। আমি সেটা জানতাম না, এখনি যোগ করে দিচ্ছি।
    শেয়ার করার এই একটা মজা, নতুন কিছু শেখা যায়।
    অনেক ধন্যবাদ।

      Level New

      আরও একটা ছন্দ মনে পড়ছেঃ
      ১০৯ টা মৌলের মধ্যে অপধাতু/অর্ধধাতু/উপধাতু হচ্ছে ৭ টি।
      Ge, Bi, As, Te, Si, Sb, B
      মনে রাখার উপায়ঃ
      জি বিয়াই আস তে ছি সাবধানে বসেন।@তরিক:
      Add kore diyen… plz.

Josssssssssssssss!

many many thanks

onek agei ata nea tune korechilam……… dekte paren
https://www.techtunes.io/sci-tech/tune-id/75451
rosayon nea baki tune gulo dekte paren
https://www.techtunes.io/sci-tech/tune-id/75675
https://www.techtunes.io/sci-tech/tune-id/85058

amar mone hoy kono bisoy TT te lekhar age search dea dekha uchit oi related kono tune ache naki

    @তরিক: ভাই, একটু ভাল করে তাকিয়ে দেখুনঃ
    টিউনটি এখন পর্যন্ত পড়া হয়েছে ৭২২বার, কমেন্ট করেছেন ১৩জন(যারা উপকৃত হয়েছেন)।
    আর আমিতো এমন বলিনি যে এটা আমার তৈরী, এটা একটা শিক্ষা উপকরণ এবং সকলের সেটা জানার অধিকার আছে। মেনে নিলাম ব্যপারটা আপনি আগে শেয়ার করেছেন কিন্তু তাই বলেতো সেটা আপনার হয়ে যায়নি। আর যদি দাবী করেন সেটা আপনার তৈরী এবং কপিরাইট আপনার তবে সেটা ভিন্ন ব্যপার। আর তারা যদি আপনার টিউন থেকে উপকৃত হতই তবে তো এখানে দেখতো না, তাইনা?
    শিক্ষার উপকরন সকলের জন্যে, সকলের জানবার অধিকার আছে, এটা নিয়ে এভাবে কাউকে দোষারোপ বা আঘাত করে কথা বলা কি উচিত?

উপকারী টিউন অনেক ধন্যবাদ।

Level New

ভাই, নীলাকাশ অ্যান্ড তরিক, আপনাদের সবার কালেকশন এক করে মনে হয় অনেক সুন্দর কিছু করা সম্ভব। একই বিষয় নিয়ে একাধিক টিউন হতেই পারে… Let’s make a rich tune combining all things.

কলেজে পড়ার সময় অনেক পড়েছি। কিন্তু কিছুটা মডীফায়েড এই যা।