Mozilla এর গতি কয়েক গুন বাড়িয়ে নিন!!

আমরা যারা নেটে কাজ করি তারা প্রায় সবাই মজিলা ফায়ারফক্স ব্যবহার করি। কারন এর স্পীড খুব বেশি। যাই হোক এত স্পীডও যাদের হয় না 😉 (আমার মত) তাদের বলছি এখন মজিলা হবে আরও গতি সম্পন্ন যদি নিচের টিপস গুলি পালন করেন।

প্রথমে মজিলা ব্রাউজারের এড্রেস বারে টাইপ করুন : about:config তারপর এন্টার দিন ।

একটি সতর্ক বার্তা আসবে । I`l be careful, I promise ক্লিক করুন। নতুন একটি উইন্ডো আসলে সেখানে নিচের লাইনগুলো বের করুন।
network.http.pipelining network
http.proxy.pipelining network
http.pipelining.maxrequests
তারপর নিচের চিত্র অনুযায়ী সেট করুন ।

Set "network.http.pipelining" to "true"

Set "network.http.proxy.pipelining" to "true"

Set "network.http.pipelining.maxrequests" তে 30 বা 8
এসব set করতে ঐ গুলার উপর ডাবল ক্লিক করুন।
এখন আবার এ লিখাটি বের করুন
network.dns.disableIPv6
এবার এটি true করে দিন।
তারপর উইন্ডো এর যে কোন জায়গায় মাউস এর রাইট ক্লিক করে New-> Integer সিলেক্ট করে nglayout.initialpaint.delay নাম দিয়ে ভ্যালু 0 দিন।

একইভাবে New > Boolean সিলেক্ট করে content.notify.ontimer নাম দিন । এবং True সিলেক্ট করুন।

আবার New > Boolean সিলেক্ট করে content.interrupt.parsing নাম দিন । এবং True সিলেক্ট করে কাজ শেষ করুন ।

New > Integer খালি বক্সে content.notify.interval টাইপ করে OK করুন । অতপর 750000 সেট করে OK করে বেরিয়ে আসুন ।

আবার, New > Integer খালি বক্সে content.max.tokenizing টাইপ করে OK করুন । অতপর 2250000 সেট করে OK করে বেরিয়ে আসুন ।

New > Integer খালি বক্সে content.notify.backoffcount টাইপ করে OK করুন । অতপর 5 সেট করে OK করে বেরিয়ে আসুন ।

আবার,New > Integer খালি বক্সে content.switch.threshold টাইপ করে OK করুন । অতপর 750000 সেট করে OK করে দিন।

ব্যস কাজ শেষ। এখন মজিলা restart দিন আর মজা দেখুন !!!!!
বোনাসঃ

এটা দিয়ে আপনি আজকের আবহাওয়া দেখাছাড়াও সূর্যদোয়,সূর্যাস্ত,satellite Map ইত্যাদি জানতে পারবেন। setting এর জন্য নিচের icon এ Right click করে settings এ click করলে যে page আসবে ঐখানে আপনার প্রয়োজনমত change করে নিবেন।
AniWeather
উল্লেখ্য এটি নতুন ভার্সনেও কাজ করে।
টিউনটি কেমন কাজে লাগলো জানাতে ভুলবেন না কিন্তু!
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এটা দিয়ে কি কাজ হবে?

    ভাই কাজ না হলে শুধু শুধু কেউ এত কিছু করবে কেন?
    আপনি করে দেখেন কাজ করে।
    ধন্যবাদ।

এটা পদ্ধতি কিভাবে কাজ করে? এভাবে যদি স্পীড বাড়ে তাহলে মজিলাতে প্রথম থেকেই কেন এভাবে সেটিংস দেয়া থাকে না??

    ভাই অনেক কিছুই আছে যা নিজে নিজে করে নিতে হয় আর এগুলা আমার নিজের বানানো নয়।
    ধন্যবাদ।

    এটা কিভাবে কাজ করে??
    এরকম করলে স্পীড কেন বাড়ে???

    সাধারনত ওয়েব পেজ এর জন্য ব্রাউজার একসাথে একটি মাত্র অনুরাধ গ্রহন করে । যখন আপনি পাইপলাইনিং এনাবল করবেন তখন আপনার ব্রাউজার একসাথে অনেক গুলো অনুরোধ গ্রহন করবে । যা পেজ লোডিং গতি বাড়িয়ে দেবে ।

abol tabol tune

    sorry ভাই আপনি যদি না বুঝে থাকেন আমার কিছু করার নাই।
    আপনার কাজের টিউনের আশায় রইলাম। 😉

Level 0

জটিল কাজ হল ভাই, আমার মনে হচ্ছে অমি সব সাইট গুলো আমার কম্পিউটার থেকেই রান করছি, অনেক অনেক ধন্যবাদ

    ভাই আপনি কই ছিলেন ? চিন্তা করছিলাম এমন টিউন আর করবো না পাবলিক বেশি বুঝে।
    যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ।
    আপনার জন্য এই টিউন উৎসর্গ করলাম। 😀 😀

Level 0

জটিল কাজ হল ভাই, আমার মনে হচ্ছে অমি সব সাইট গুলো আমার কম্পিউটার থেকেই রান করছি, অনেক অনেক ধন্যবাদ

http://www.googst.com আমার নতুন ব্লগ সাইট

    জী ভাই আপনার সাইটটা সুন্দর হইছে।
    ধন্যবাদ শেয়ার করার জন্য

Level 0

আমিতো এটার মত করে কনফিগার করে নিলাম, মাগার তেমন কোন ইমপ্রুভমেন্ট পাইলামন নাতে। এই চেন্জে আসলে ফায়ারফক্সকে কিভাবে গতি বৃদ্ধিতে সাহায্য করে, আরেকটু বিস্তারিত বলবেন ।

    আপনার নেট স্পীড যদি ভাল হয়ে থাকে তাহলেতো এমনিতেই ভাল। ডিফল্ট হিসেবে যা থাকে তার সাথে কিছু যোগ করলে আরও ভাল ফল পাওয়া যায় তাই এই সব টিপস।
    ধন্যবাদ।

Tnx share করার জন্য …. / কাজ হয়

হয়না তো

    ভাই কি হয় না?
    একটু বিস্তারিত বললে ভাল হয়।
    ধন্যবাদ।

Level 0

Hasan Jubair (Al-fatah) ভাই ধন্যবাদ । পুরনো খবর । আনেক আগে Techtunes-এ এই tune হয়েছিল । আরও সহজ ভাবে জানানোর জন্য ধন্যবদ ।

    পুরনো খবর বুঝলাম কিন্তু সবাই কাজ করেনা কাজ করেনা বলে চেচাচ্ছে কেন বুঝলাম না।
    আপনাকেও ধন্যবাদ।

Thank u brother 4 sharing………

Jotttil……kaj hoi na mane…..???!!!….working very much………….

    আপনার কাজ হয়েছে শুনে ভাল লাগছে।

Hasan Vai amar tai bangla lekha jassena tai eng te liklam….
browser ta fast hoise- add ons gulau kaje lagse………
shudu thanks die soto korbo na..Many Many thanks with love………
Amake hot file ar premiun account dile khushi hotam……….
ager 5tar konotai kaj kore na………..

Level 0

অনেক ভাল একটা টিউন

valo tune…amar kaje asbe.
thanks.