ছবির ভিতরে ফাইল লুকানোর ২য় সহজ পদ্ধতি…..

jpg ইমেজের ভিতরে ফাইল হাইড করার জন্য আগে একটি প্রসেস্যের কথা লিখেছিলাম।প্রস্যেসটি কাজের হলেও একটু লম্বা ছিল।এখানে আর একটি ক্লেভার ট্রিক খুঁজে পেলাম যেটি হচ্ছে Isteg,যদি ইস্যিলী কোন ইমেজের ভিতরে ফাইল হাইড করার থাকে তবে Isteg একটি র্পাফেক্ট টূল।যদিও এপ্লিকেশনটি ফাইলকে এইক্রাইপ্ট বা প্যাসওয়ার্ড প্রটেক্ট করে না কিন্তু ইস্যিলী ফাইল প্রটেক্ট করার জন্য এটি একটি কাজের মেথড। Isteg এর মাধ্যমে মাত্র থ্রী-স্টেপে যে কোন ফাইল প্রটেক্ট করা যাবে।এটি একটি অপেন সোর্স এপ্লিকেশন তাই ইনস্টলেশনের কোন দরকার নেই।এপ্লিকেশনটি রান করে ফার্স্ট অপশন Image এর Brows ট্যাবে ক্লিক করে যে ইমেজের ইনসাইডে ফাইল হাইড করা হবে সেটিকে স্যেলেক্ট করতে হবে।স্যেকেন্ড অপশন To hide এর Brows ট্যাবে ক্লিক করে যে ফাইলটি হাইড করা হবে সেটিকে স্যেলেক্ট করতে হবে।ফাইনালী Hide it ট্যাবে ক্লিক করলেই প্রস্যেস কমপ্লিট হয়ে যাবে
021
এখন যে ইমেজটি ইউস করা হয়েছে তার একটি New ইমেজ ফাইল পাওয়া যাবে যার মধ্যে ফাইলটি হাইড থাকবে।এখানে যে নিউ ইমেজ়টি ক্রিয়েট হবে তার মধ্যে হাইড করা ফাইলটি থাকবে তাই এর সাইজ ইনক্রিস হয়ে যাবে।এটি কোন প্রবলেম না ইস্যিলী কেউ দেখে আইডীয়া লাগাতে পারবে না যে ইমেজটির মধ্যে কোন ফাইল হাইড করা আছে।ফাইলটি এক্সেস করার জন্য এক্সট্রেনশ্যান ফাইলটি রিনেম করে ডবল ক্লিক করলেই হবে।
031
এক্সস্যাম্পেল – এখানে দেখানো স্ক্রিনশর্টিতে একই ইমেজ দুটি নামে আছে একটি test.jpg আর একটি new_test.jpg (Isteg দিয়ে হাইড করা ফাইল)।new_test.jpg এর ইনসাইডে আমার একটি rar ফাইল হাইড করা আছে এটিকে এক্সেস করার জন্য অনলী new_test.jpg এর জায়গাতে new_test.rar এড করে ডবল ক্লিক করলেই হবে

01712843837

Level 2

আমি BABU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল লাগল টেকটিউনে আমি নতুন তাই আমাকে কেউ সাহায্য করছেণা
http://www.amarcall.blogspot.com

NICE tune

Really Useful Post.
Mohitzone
GoogleSearch

ধন্যবাদ

ধন্যবাদ

Level 0

ভাই আপনি একটা জিনিয়াস।.. খুব ভাল একটা টিপস।