৭০ টির ও বেশী ফ্রীওয়্যার এপ্লিকেশন এক সাথে………

ভাইরাস বা অন্য কোন প্রবলেমের কারনে কম্পিউটার সেটাপ দেয়ার দরকার হয় । পিসি নতুন করে ইনস্টল করার পরে আবার দরকারি এপ্লিকেশনগুলিকে একটি একটি করে ইনস্টল করতে হয়।যে সমস্ত পিসি ইউস্যাররা পিসি ইনস্টল থেকে সমস্ত এপ্লিকেশনগুলিকে নতুন করে ইনস্টল করার এই হোল প্রস্যেসের মধ্যে গেছেন,তারা প্রত্যেকেই রিয়েলাইস করে থাকবেন । পিসি সেট-আপ দেওয়া থেকে সফটওয়্যার ইনস্টল করা পর্যন্ত এই কমপ্লিট টাইমটি পিসির সামনে বসে থাকতে হয়।এতে বিরক্তি লাগে কিন্তু Ninite একটি অসম ওয়েব সার্ভিস যার মাধ্যমে আপনার প্রয়োজনীয় বেশ কিছু সফটওয়্যার অটম্যেটিক্যালী ইনস্টল করা যায় ।অটম্যেটিক্যালী এপ্লিকেশনগুলি ইনস্টল হবার ফলে এগুলি ইনস্টল করার জন্য যে টাইমটি দিতে হয় সেটিকে অন্যভাবে কাজে লাগানো যাবে।
11111
111112
নিচের লিঙ্ক থেকে Ninite সাইটে ভিসিট করে যে সমস্ত এপ্লিকেশন দরকার সেগুলিকে টিক দিয়ে Get Installer ট্যাবে ক্লিক করে ইনস্টল্যার ফাইলটি ডাউনলোড করে নিতে হবে।
ইনস্টল্যার ফাইলটি তুরন্ত ডাউনলোড হয়ে যাবে এখন এটিকে ক্লিক করলেই ডায়রেক্ট Ninite সার্ভার থেকে একটির পর একটি এপ্লিকেশন ইনস্টল হতে থাকবে ।এখানে আপনি আপনার আন্য কাজ সারতে পারেন ।

Note : -
১) সেটাপ দেয়ার পর Internet Connection ঠিক করে নিতে হবে ।
২) মোটামূটি স্পীডী ইন্টারনেট ক্যানেকশ্যান দরকার ।

লিংক,লিংক,লিংক,

Level 2

আমি BABU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai…eto speed koi pamu?

Level 0

babu ভাই অনেক কাজের জিনিস,ধন্যবাদ টিউন করার জন্য।

babu ভাই এটা নিয়ে টিনটিন ভাই টিউন করেছিলেন অনেক আগে।https://www.techtunes.io/download/tune-id/14501/