Excell ট্রিক্স- ডিজিট কে বাংলাদেশী মুদ্রায় রুপান্তর

Excell  কাজ করার অনেক সময় ডিজিট কে In word লিখে দিতে হয়, আচ্ছা যদি এই কাজটা Excell এ কোন function এর মাধ্যমে করা যায় তো কেমন হয়??? আমার মত অনেকের জন্য সুবিধা হয়। এর জন্য দুইটা Addins নিয়ে আজকে আপনাদের কাছে হাজির হলাম।

ডিজিট কে টাকায় কনভার্ট করার জন্য এই addins টা ডাউনলোড করুন।

ডিজিট কে Word এ কনভার্ট করার জন্য এই addins টা ডাউনলোড করুন।

কিভাবে Use করবেন???

Windows XP ইউজাররা নিচের location  এ addins টি paste করুন।

C:\Documents and Settings\OPu\Application Data\Microsoft\AddIns

Application Data হিডেন ফোল্ডার।

Windows 7 ইউজাররা নিচের location  এ addins টি paste করুন।

C:\Users\OPu\AppData\Roaming\Microsoft\AddIns

AppData হিডেন ফোল্ডার।

Paste শেষ হলে ফাইল টির উপর ডাবল ক্লিক করুন।

Enable Macros এ ক্লিক করুন।

এবার সব কিছু ক্লোজ করে Excell এ যেকোনো একটি ফাইল ওপেন করুন।

Office Button এ ক্লিক করে Excell Option>Add-Ins>Go বাটন এ ক্লিক করুন।

এবার ToWords এবং Spell_Taka  এর Radio Button এ টিক দিয়ে Enable করুন এবং ok করুন।

যেকোনো একটা Cell এ লিখুন =spelltaka(Cell Refence) লিখে enter দিন। Cell Reference বলতে যে cell এ ডিজিট লিখা আছে সেটা।

**** এন্টার দেওয়ার পর............

ডিজিট কে Word এ কনভার্ট করার জন্য

=ToWords(Cell Reference)

আজ এই পর্যন্তই।

Level 0

আমি অপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন । ভাই PHP MYSQL এর বাংলা ইবুক এর address জানা আছে?

Level 0

ভাই আপনাকে আনেক ধন্যবাদ ।