OCR বা Optical Character Recognition প্রযুক্তি ব্যবহার করে Scan করা Pdf অথবা Image কে Editable Word এ Convert পদ্ধতি

OCR  কি?

OCR এর পূর্ণ রুপ হল  Optical Character Recognition. OCR এমন একটি প্রযুক্তি যা ব্যবহার করে স্ক্যান করা PDF অথবা  Image কে Editable Document যেমন Microsoft word এ রুপান্তর করা যায়। সাধারন  PDF থেকে Word Conversion তেমন কঠিন কিছু না কিন্তু Scan করা  File থেকে convert করাটা মোটামুটি ঝক্কির কাজ। যা আমি Face করেছি। আপনাদের অনেকই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্যই আমার এই লেখা।

কিভাবে Editable Word a এ কনভার্ট করবেন?

Google Docs এর মাধ্যমে:  আপনার gmail লগিন থাকা অবস্থায়  Google Docs বা drive.google.com এ যান। My Drive এর উপরে Create অপশন টার ডানপাশে Upload অপশন থেকে আপনার ফাইলটি আপলোড করে নিন। খেয়াল রাখবেন আপলোড করার সময় যেন  Upload Settings এর  তিন টিতেই টিক চিহ্ন থাকে। আপলোড কমপ্লিট হলে আপলোড করা ফাইলটির উপরে ক্লিক করুন নিউ পেজ ওপেন হবে। এইবার File -> Download as -> তারপর আপনার পছন্দের ফাইল Format ঠিক করে ডাউনলোড করুন। এখানে Limitation আছে আপনি সবোচ্চ 7 MB ( কমবেশি হতে পারে ঠিক মনে নাই) Convert করতে পারবেন।

Online Conversion : http://www.onlineocr.net/  এই সাইট এ গিয়ে আপনি  File আপলোড করে Convert করতে পারেন। প্রথমে File Upload করে নিন তারপর নিচে দেখানো Captcha লিখে Recognition এ click করুন Convert হয়ে গেলে Download করে নিন।  আপনি সবোচ্চ  5 MB  পর্যন্ত Convert করতে পারবেন ।

Software এর মাধ্যমে :  Able2Doc অথবা Able2Extract সহ আরও অনেক Software দিয়েও ফাইল Convert করতে পারবেন। বড় ফাইল Convert এর ক্ষেত্রে Software -ই  Best।   Able2Extract এই Software টির Patch সহ Download লিঙ্কঃ  Comments এ।

আমার  প্রথম লেখা। ভুলত্রুটি ক্ষমা করবেন।

Level 0

আমি memotiur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক চেষ্টা করেও লিঙ্ক টা পোস্ট এ দিতে পারলাম না। Download Link:
http://www.ziddu.com/download/21581280/able2extract.zip.html

Level 0

thanx for this bro
kajer tune and kajer soft

Level 0

bro download link kaj kortese na,plz help…

শেয়ার করার জন্য ধন্যবাদ ।

Level 0

Thanks for your nice comments @Eram Ahmed vai.
Again try korun Download link thik ase.ami matroi check korlam.Jodi tarpor o na hoi tahole arekta link ditesi

Level 0

Thanks@ Tanvir Mustafa joy vai

Level 0

bro ami android phone die shukte parsi na,modem er mb sesh ,but mobile diye dhuka jasse na plz plz help…

মিডিয়াফায়ার এ দিলে খুশি হতাম!!!!!!!!!

বাংলা হলে লাভ হইত, ইংরেজীর জন্য এডোব অ্যাক্রোব্যাটের টিউটোরিয়াল টেকটিউনস এই আছে!

memotiur ভাই আপনাকে অসংখ্যা ধন্যবাদ অতি দরকারী এবং কাজের একটা টিউন করার জন্য। ভাই সমস্যা হল সফটওয়ার টা ডাউনলোড করতে পারছি না কয়েক বার চেষ্টা করলাম কাজ হল না। ভাই মিডিয়াফায়ার লিংক দিন প্লিজ এবং আমাদের মত নতুনদের জন্য সফটওয়ার টা ডাউনলোড এবং ইন্সটলের পর কীভাবে ব্যবহার করা যাবে মানে প্রথমে সফটওয়ারটার কোন কোন অপশন ক্লিক করে কাজগুলো সুন্দর ভাবে সম্পূর্ন করা যাবে এ ব্যাপারে একটু আলোচনা করুন প্লিজ প্লিজ প্লিজ…….

Level 0

@Eram bro Media fire theke try korun .
http://www.mediafire.com/?dwgazfn5sbg5yqn

Level 0

@TECHNIMANIA bro..আপনার জন্যেও Mediafire link :
http://www.mediafire.com/?dwgazfn5sbg5yqn

Level 0

পাগলা স্ক্যানার ভাই ধন্যবাদ ইনফর্মেশন এর জন্যে। বাংলার জন্যেও Tutorial দেওয়ার চেষ্টা করব।

Level 0

@ Jamal Sheikh Bro. Download করলেই একটা Instrucion text পাবেন। ওইভাবে কাজ করলে প্রব্লেম হবেনা। আরও জানতে এইখানে যেতে পারেন। https://helplabs.wordpress.com/2013/02/13/ocr-%E0%A6%AC%E0%A6%BE-optical-character-recognition-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0/
আরও প্রবলেম হলে জানাবেন।
আপনার জন্যে Mediafire এ upload করে দিছি।লঙ্কঃ
http://www.mediafire.com/?dwgazfn5sbg5yqn

ধন্যবাদ মতিউর ভাইয়া ।সফটওয়ার টা ডাউনলোড দিলাম মাত্র ।কিছুক্ষন পর ব্যবহার করে দেখবো।সমস্যা হলে জানাবো প্লিজ উত্তর করে সাহায্য করবেন আশা করি। ভাইয়া আরেকটা কথা বাংলা লেখা এমনি করে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করা যায় এমন কোন পদ্ধতী বা সফটওয়ার থাকলে প্লিজ টিউন করে শেয়ার করুন…আপনার আশায় রইলাম….

ভাইয়া ডাউনলোড করার পর ওটা ওপেন করার পর একটা উইন্ডো আসলো বুঝলাম না কি করব….যেটাতে লেখা …you have 7day remaining in your free trial!তারপর নীচে কয়েকটা অপশন যেমন-continue trail,buy now,activae a license,tell a friend বুঝতেছিনা কোন অপশন প্রেস করব আর কীভাবে এ সমস্যা দুর করব…আরেকটা কথা আপনি বলেছিলেন ডাউনলোড করার পর একটা Instrucion text পাব কই ওটা তো পেলামনা…

ভাইয়া ডাউনলোড করার পর ইন্সটল করে ওটা ওপেন করার পর একটা উইন্ডো আসলো বুঝলাম না কি করব….যেটাতে লেখা …you have 7day remaining in your free trial!তারপর নীচে কয়েকটা অপশন যেমন-continue trail,buy now,activae a license,tell a friend বুঝতেছিনা কোন অপশন প্রেস করব আর কীভাবে এ সমস্যা দুর করব…আরেকটা কথা আপনি বলেছিলেন ডাউনলোড করার পর একটা Instrucion text পাব কই ওটা তো পেলামনা…

Level 0

জামাল ভাই installer ফাইল ছাড়াও একটা ফাইল আছে able2extract.professional.8.x-patch। ওইটাতে ক্লিক করে ওপেন করেন তারপর patch লেখা টাই ক্লিক করেন Full version হয়ে যাবে । বিস্তারিত জানতে এইখানে , http://helplabs.wordpress.com/
যেতে পারেন ।একটু বিস্তারিত আছে । আমার ব্লগ।।

majhe majhe emon ekta sofware dorkar pore. thanks for your effort.

Level 0

@memotiur bro vary very thanks mediafire er link shere korar jonno.
apni asolei onek help korlen…

Level 0

Thanks too @ Tomal bro

Level 0

Apnar help holo shuntei onek valo laglo..apnakeo dhonnobad @Eram Ahmed bro

Level 0

thanks for your nice speach…

Level 0

bro ami TT te notun,ami 2013 theke TT visit kora suru korsi.ami ekhane ekta tune korte chai kitu kivabe tune kore jani na apni ki amake help korben plz @ memotiur bro

Image to Word Convertor din plz

Level 0

Eram bro.Techtunes আপনিও হন টেক টিউনার এ ক্লিক করুন একটা লগিন/ রেজিস্ট্রেশান পেজ ওপেন হবে আপনি ইউজার নেম পাস দিয়ে লগিন করুন আপনার Dashboard/ Profile page দেখতে পাবেন । তারপর Click করুন Posts তারপর Add new এ ক্লিক করলেই দেখতে পাবেন, পোস্ট লেখার পেজ খুলে গেছে, প্রথম খালি ঘরে আপনার লেখার দিন,
নিচের খালি ঘরে আপনার আর্টিকেল টি লিখুন ডানপাশ থেকে মিনিমাম ৩ টা Category Select করুন। লাস্ট কাজ হল নিচের Browse Option থেকে আপনার আর্টিকেল এর সাথে সম্পর্কিত একটা পিকচার আপলোড করুন। ডান পাশ থেকে Publish এ ক্লিক করুন… Done …Publish হয়ে যাবে।

Level 0

ওকে। পেলেই টেকটিউনস এ দিয়ে দিব। @ Shaikatsaha

Level 0

@memotiur bro bishal ekta help korlen.ssc exam cholse, ses holey ekta tune korbo.plz pray for my good result…
@-}–

Level 0

Download OporajeoBangla Express 3.1
—————————————————
*.NET Framework 4.0
Download link – http://www.axescript.com/?
p=221

Bangla and English OCR (support pdf ocr)

বাংলা ওসিআর এর অটোমেটিক কোন সফটওয়্যার আছে? পিডিএফ টু বাংলা ওসিআর। কাইন্ডলি হেল্প প্লিজ।