OCR কি?
OCR এর পূর্ণ রুপ হল Optical Character Recognition. OCR এমন একটি প্রযুক্তি যা ব্যবহার করে স্ক্যান করা PDF অথবা Image কে Editable Document যেমন Microsoft word এ রুপান্তর করা যায়। সাধারন PDF থেকে Word Conversion তেমন কঠিন কিছু না কিন্তু Scan করা File থেকে convert করাটা মোটামুটি ঝক্কির কাজ। যা আমি Face করেছি। আপনাদের অনেকই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্যই আমার এই লেখা।
কিভাবে Editable Word a এ কনভার্ট করবেন?
Google Docs এর মাধ্যমে: আপনার gmail লগিন থাকা অবস্থায় Google Docs বা drive.google.com এ যান। My Drive এর উপরে Create অপশন টার ডানপাশে Upload অপশন থেকে আপনার ফাইলটি আপলোড করে নিন। খেয়াল রাখবেন আপলোড করার সময় যেন Upload Settings এর তিন টিতেই টিক চিহ্ন থাকে। আপলোড কমপ্লিট হলে আপলোড করা ফাইলটির উপরে ক্লিক করুন নিউ পেজ ওপেন হবে। এইবার File -> Download as -> তারপর আপনার পছন্দের ফাইল Format ঠিক করে ডাউনলোড করুন। এখানে Limitation আছে আপনি সবোচ্চ 7 MB ( কমবেশি হতে পারে ঠিক মনে নাই) Convert করতে পারবেন।
Online Conversion : http://www.onlineocr.net/ এই সাইট এ গিয়ে আপনি File আপলোড করে Convert করতে পারেন। প্রথমে File Upload করে নিন তারপর নিচে দেখানো Captcha লিখে Recognition এ click করুন Convert হয়ে গেলে Download করে নিন। আপনি সবোচ্চ 5 MB পর্যন্ত Convert করতে পারবেন ।
Software এর মাধ্যমে : Able2Doc অথবা Able2Extract সহ আরও অনেক Software দিয়েও ফাইল Convert করতে পারবেন। বড় ফাইল Convert এর ক্ষেত্রে Software -ই Best। Able2Extract এই Software টির Patch সহ Download লিঙ্কঃ Comments এ।
আমার প্রথম লেখা। ভুলত্রুটি ক্ষমা করবেন।
আমি memotiur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক চেষ্টা করেও লিঙ্ক টা পোস্ট এ দিতে পারলাম না। Download Link:
http://www.ziddu.com/download/21581280/able2extract.zip.html