Total Video Converter দিয়ে তৈরি করুন ছবি দিয়ে Slide Show সাথে আরো ২টি কাজ

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। টেকটিউনসতে এটা আমার প্রথম পোস্ট। আশাকরি ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

যাক কথা না বাড়িয়ে কাজের কথায় আসি, আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো  Total Video Converter দিয়ে কিভাবে খুব সহজেই ছবি দিয়ে  Slide Show তৈরি করা যায়।  প্রথেমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন ।

স্বাভাবিকভাবে ইন্সটল করুন, ইন্সটল করে রান করুন।

তারপর এই রকম একটা উইন্ডো আসবে।


উপরের নিয়ম অনুসারে সিরিয়াল নাম্বার দিন।
তারপরে Total Video Converter সফটওয়্যারটি ওপেন করুণ, নিচের মত আসবে

এখন New Task ক্লিক করুণ, এখান থেকে Photos Slide Show ক্লিক করুণ,
তারপর এই রকম একটা উইন্ডো আসবে,

তারপরে Add Photos ক্লিক করুণ আপনার পছন্দ অনুযায়ে ছবি নিন, এরপরে
Add Audios ক্লিক করুণ আপনার পছন্দ অনুযায়ে গান সিলেক্ট
করুণ, তারপরে OK তে ক্লিক করুণ।
তারপর এই রকম একটা উইন্ডো আসবে,

আপনার পছন্দ অনুযায়ে Convert করুণ,

*** এখন দেখবো কিভাবে ভিডিও গান থেকে অডিও গান আলাদা করা যায়,
Total Video Converter সফটওয়্যার ওপেন করুণ।

New Task ক্লিক করুণ এখান থেকে Advanced Tools Extract video and Audio ক্লিক করুণ

তারপর এই রকম একটা উইন্ডো আসবে, এবার নিচের ছবি অনুযায়ে কাজ করুন,

আমরা উপরের নিয়মে দেখেছি কিভাবে ভিডিও গান থেকে অডিও গান আলাদা করা যায়, আর এখন দেখবো কি ভাবে ভিডিও গানে অডিও গান সংযুক্ত করা যায়,
প্রথমে Total Video Converter সফটওয়্যারটি ওপেন করুণ।

তারপর New Task ক্লিক করুণ এখান থেকে Advanced Tools Multiplex video and Audio তে ক্লিক করুণ.

তারপর এই রকম একটা উইন্ডো আসবে, এবার নিচের ছবি অনুযায়ে কাজ করুন,

সবশেষে Convert Now ক্লিক করার পর নিচের মত দেখা যাবে।

ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না… আজ এই পর্যন্ত *
ধন্যবাদ সবাই কে ভাল থাকবেন।

আল্লাহ হাফেজ

Level 0

আমি ইলিয়াছ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

সুন্দর টিউন ।
😀
আপনাকে ধন্যবাদ

সুন্দর টিউন ধন্যবাদ @ ইলিয়াছ আহমেদ

আপনাদেরকে ধন্যবাদ কমেন্টে করার জন্য