আস্সালামুওয়ালাইকুম।আমি টেকটিউনস এর নিয়মিত পাঠক ।আজই প্রথম টিউন করতে বসলাম।আগেই বলে রাখি আমি প্রযুক্তি বিষয়ে খুব বেশি পারদর্শি নই । যদি কোন ভুল ভ্রান্তি হয় তাহলে আশাকরি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।ছোট্ট একটা টিপস ।আমার মতো যারা কম জানেন তাদের জন্য আমার এই টিউন।আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক।আমরা কয়েকটি ধাপে কিভাবে কম্পিউটারের গতি বাড়ান যায় তা শিখবো
ধাপ---১
১.আপনার desktop>start menu>run যান recent লিখে ok করুন। যে ফাইলগুলো আসবে delete করে দিন।
২.আবার একইভাবে run এ গিয়ে %temp% লিখে ok করুন । যে ফাইলগুলো আসবে তা delete করে দিন।
৩.একইভাবে run এ গিয়ে prefetch লিখে ok করুন ।যে ফাইলগুলে আসবে তা delete করুন।
৪.এবার সবশেষে run এ tree লিখে যতবার ইচ্ছে ok করুন তাহলে আপনার pc refresh হবে।
ধাপ---২
১.my computer এর c-drive ঢুকে আপনার কাঙ্খিত folder এর উপর mouse এর right button click করে properties click করুন ।এর পরের window টি আসলে disk cleanup এ click করুন।একটু অপেক্ষা করুন।পরে আর একটি window আসবে।এবার file to delete এর নিচে সবগুলো file এ টিক চিহ্ন দিন এবং ok করে delete file এ ok করুন ।
এছাড়া আপনি আপনার pc তে software কম install দিবেন এবং আপনার pc নিয়মিত refresh করবেন ।
আজ এ পর্যন্ত্ ।আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তবে বাকিটুকু লিখবো ।সবাই ভাল থাকবেন।
আমি Naeem Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনস এ আপনাকে স্বাগতম।আশা করছি আমরা আরো অনেক কিছু পাব আপনার কাছ থেকে।
সুন্দর লিখেছেন,যদিও এটা নিয়ে আগেও অনেক টিউনস হয়েছে তবু নতুনদের কাজে লাগবে………..:)