পেনড্রাইভের ইমেজ (পরিবেশ )ব্যাকআপ রাখুন USB Image দ্বারা

USB ফ্লাশ ড্রাইভ বা পেনড্রাইভ এখন আর শুধু তথ্য বা ডাটা বহনে  ব্যবহৃত হয় না। বর্তমানে পেনড্রাইভ দিয়ে অপারেটিং সিস্টেম চালানো,অপারেটিং সিস্টেম ইন্সটল, রেস্কিউ ডিস্ক তৈরী করে কম্পিউটারে ভাইরাস দূর করাসহ নানা কাজে ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। এভাবে বুটেবল করতে পেনড্রাইভকে উপযুক্ত বা এরমধ্যে পরিবেশ তৈরী করতে হয়, যা নানা কর্মসাধনে সম্পন্ন হয়।অনেক সময় এসব করতে প্রচুর প্রসেসিং লাগে ফলে সময়ও ব্যয় হয় তখন।কোন কারনে ফরম্যাটের প্রয়োজন হলে আবার কস্টকরে ঐসব প্রসেসিং করে পেনড্রাইভ তৈরী করতে হয়।যদি একবারেই প্রসেসিং করে এর পরিবেশ ইমেজ হিসেবে ব্যাকআপ করা যেত তাহলে কেমন হত।এর জন্য দারুন একটা সফটওয়ার হচ্ছে USB Image Tool.

এই সফটওয়ার দ্বারা আপনি আপনার পেনড্রাইভের হুবহু ইমেজ তৈরী এবং পরবর্তীতে কোন কারনে ফরম্যাট করলে রিস্টোর করে পুনরায় সেই পরিবেশ ফিরে আনতে পারবেন।

যেমন ধরুন আমি আমার গত টিউনে পেনড্রাইভ দিয়ে কিভাবে উইন্ডোজ ইন্সটল করতে হয় তা বলেছি , আপনি খেয়াল করবেন তা করতে প্রায় একঘন্টারও বেশী সময় লাগে পেন্ড্রাইভে ফাইল কপি হতে।শুধু মাত্র একবার পেনড্রাইভ কে উপযোগী করে তা আপনি ইমেজ হিসেবে সংরক্ষন করে হার্ডডিস্ক রাখতে পারেন এবং পরবর্তীতে আবার ঐ ইমেজটি রিস্টোর করতে পারবেন একমিনিটেই!!

প্রথমে ডাউনলোড করুন USB Image Tool.এবার এক্সট্রাক্ট করে চালু করুন USB Image

এবার পেনড্রাইভ কম্পিউটারে লাগানো থাকলে দেখা যাবে,ক্লিক করে তা সিলেক্ট করুন

Backup বাটনে ক্লিক করে ইমেজ কোথায় রাখবেন তার লোকেশন দেখিয়ে দিন।

ব্যাস বেকআপ শেষ!! এবার পরে রিস্টোর করতে চাইলে Restore এ ক্লিক করে আপনার সেইভ করা Image দেখিয়ে দিন দেখবেন হুবহু আগের মত.

Level 0

আমি sohel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আলো নেবার জন্য এসেছি !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

ভাল। খুব কাজের জিনিস।

Level 3

“ঐ ইমেজটি রিস্টোর করতে পারবেন একমিনিটেই”

এটা এক মিনিটে হয় না। ভালই সময় লাগে।

umm খুব ভালো..
http://free-ngage-downloads.blogspot.com

Hey apni ki bolte paren ami jodi xp er jonno shudu 1.9gb hdd die tahole ki kono pobl hobe?thanks

    Level 0

    শুধু xp এর জন্য 1.5 GB যথেস্ট, কিন্তু আপনি যদি সফটওয়ার ইন্সটল করেন তাহলে ত আরো অনেক লাগবে, আর প্রিতিটি ড্রাইভেই ৩০% খালি জায়গা থাকা ভাল….

কাজের software…………Thanks for share

amar windows 7 e install ba open hoy na…. Ki korbo….? .netframework try korlam tao hoy na…..