ওয়ার্ডপ্রেস ব্লগেযুক্ত করুন অডিও ভিডিও কমেন্টিং অপশন

ভিডিও বা অডিওর কয়েক সেকেন্ডের ক্লিপস যে ভাব প্রকাশ করতে পারে, হাজার হাজার লাইন লেখাও হয়ত ততটুকু ভাব প্রকাশ করতে পারেনা । এটাই স্বাভাবিক । এতদিনতো শুধু ব্লগে টেক্সট কমেন্টই পেয়ে এসেছেন, এবার আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে যদি অডিও ভিডিও কমেন্ট পান তাহলে কেমন হয় ? নিশ্চয়ই মন্দ নয় ।

কিভাবে করবেন ?

ওয়ার্ডপ্রেস মানেই সব সম্ভবের টুল । এবার সহজেই আপনার ব্লগে যুক্ত করতে পারবেন সেই সুবিধা । ওয়ার্ডপ্রেস প্লাগইন Riffly দ্বারা সহজেই এই কাজটি করতে পারবেন । এর জন্য এক টাকাও খরচ করতে হবে না । ব্যান্ডউডথ বা হোস্টিং এর চিন্তা ? তাও তাড়িয়ে দিন । কারন সব অডিও ও ভিডিও ফাইল জমা হবে Rifflyর কাছে । অর্থাৎ এর জন্য আপনার বাড়তি কোন খরচই হবে না । সাধারন কমেন্টের মতই আপনি না চাইলে এগুলো আপনার মডারেশন ছাড়া প্রকাশিতও হবে না । আপনার ইচ্ছা অনুযায়ী সাধারনভাবেই মুছে ফেলতে পারবেন যেকোনটি ।

কাদের কাজে লাগবে ?

যেকোন ব্লগেই নিশ্চিত শোভা বাড়াবে এই প্লাগইনটি । তাছাড়া যারা নিয়মীত ভিডিও ব্লগিং করেন , তাদের জন্য খুবই কাজে দিবে এটি । তাছাড়া যারা টিউটোরিয়াল সাইট চালাচ্ছেন তাদেরও সাইটে ভিজিটর ইন্টিগেশনে কাজে লাগবে এটি । এটি চালানোর জন্য ভিজিটরদের অতিরিক্ত কোন কিছু ইনস্টল বা ডাউনলোডও করতে হবে না ।

আরো কিছু তথ্য...

এর ইন্সটলেশন পদ্ধতি অন্য যেকোন প্লগইন ইন্সটলেশনের মতই । /wp-content/plugins ডাইরেক্টরীতে আপলোড করে , এডমিন মেনু থেকে অ্যাকটিভ করে নিন । সার্ভার খরচ উঠানোর জন্য এটি কমেন্ট বিজ্ঞাপনযুক্ত করবে । তা না চাইলে কিছু পয়সা খরচ করে আপগ্রেড করতে পারবেন বিজ্ঞাপনবিহীন ভার্সনে ।

ডাউনলোড ।

আরো জানতে পারেন।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ধন্যবাদ নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য