আসসালা-মুয়ালাইকুম কেমন আছেন সবাই ?
প্রায় ৮ মাস পরে টেক টিউন এ আসলাম । আজকে আমি আপনাদের পিসির কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলব ।
(১) অনাকাঙ্ক্ষিত প্রোগ্রাম অপসারন করা
অনেক সময় অনেক সফটওয়্যার এক সঙ্গে চালানর জন্য আপনার কম্পিউটার এ ধীর গতির হয়ে পরে সে জন্য আপনি যদি কিছু অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার সরিয়ে ফেলেন তাহ্লে সব ঝামেলা চুকে যাবে ।
start>control panel এ ক্লিক করে উইন্ডোজ ৭ বা ভিস্তার জন্য programs and features অথবা এক্সপির জন্য add or remove programs এ ক্লিক করুন এর পর ড্রপ ডাওন মেনু থেকে বেছে নিন sort by (এ ক্ষেত্রে খেয়াল রাখবেন ভিস্তা/৭ এ আপনি কন আপ্লিকেশন পাবলিশার এবং কোন ভার্সন আছে কিনা চেক করবেন) যদি না থাকে তাহলে uninstall (ভিস্তা/৭) এবং এক্সপির জন্য remove
(২)ব্যাক গ্রাউন্দ এ কি রানিং আছে ?
প্রথমে start> all programএ গিয়ে দান ক্লিক করুন startup ফোল্ডারে এবং বেছে নিন explore অপশন । এক্সপিতে সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি চালু করার জন্য start বাটনে ক্লিক করে run এর পর কমান্ড প্রম্পটে msconfig টাইপ করে এন টার চাপলে একটি উইন্ডো আসবে এবং startup ট্যাবে ক্লিক করুন । আপনি ইচ্ছা করলে এই ট্যাবে ক্লিক করতে পারে services এবং লিস্ট ব্রাউস করার আগে hide all microsoft services এ ক্লিক করুন ।
(৩)আপডেট
একটা খুব ভালো ব্যাপার হচ্ছে যদি আপনার কম্পিউটার এ আপডেট অপশন সব সময় দেখে নেন । এ জন্য আপনাকে করতে হবে
প্রথমে (সুধু জারা এক্সপি )start > control panel এ ক্লিক করে security center এ ক্লিক করতে হবে ।তারপর automatic updates এ ক্লিক করে দেখে নিন automatic যেন সেলেক্তেদ থাকে ।
(শুধু যারা ৭/ভিস্তা )start>control panel এ গিয়ে windows update এ ক্লিক করুন । এরপর বামদিকে change এ ক্লিক করে ড্রপ ডাওন থেকে important updates এ ক্লিক করুন install updates সিলেক্ট করুন .সব ছেয়ে ভালো হয় যদি আপনি help মেন্যু তে check for updates অপশন সব সময় চেক করেন ।
( ৪) ব্রাউজার
আপনের কম্পিউটার এ ব্রাউজার কে ঝামেলা মুক্ত রাখুন নিম্নক্ত উপায়ে ।
(এক্সপ্লোরার এর জন্য ) tools এ গিয়ে internet options এ যাবেন এবং general ট্যাব থেকে delete এ ক্লিক করুন । এই ক্ষেত্রে ভার্সন ৮ ছাড়া সব ক্ষেত্রে favourites ছাড়া সব মুছা যাবে ।
(ফায়ার ফক্স এর জন্য )tools > clear history > option > clear browsing data এ ক্লিক করে ডিলিট করুন সিলেক্ট করা ফাইল।
(ক্রম এর জন্য ) tools > addons > extension > tools extension a .
আশা করছি আপনাদের একটু হলেও কাজে আসবে । ভালো থাকবেন খোদা হাফেয ।
আমি মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ACTUALLY , i am a introvert type boy . But i think it's the time to open before my friends.
ধন্যবাদ ভাই।