সবাই কেমন আছেন । আসা করি ভালই আছেন । আজ আপনাদের সামনে নিএ আসলাম ছোট্ট একটি টিপস । জারা ইউটিউব নিএ এখনো সমস্যাই আছেন শুধু তাদের জন্য । আমি এত দিন সমস্যায় ছিলাম কিন্তু উদ্ধার হল এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ।
তো যারা ইউটিউব সাইট টি এখনো ওপেন করতে পারতেছেন না তারা এইখান থেকে এই ফাইল টি ডাউনলোড করে নিন এর পর এটি ভেঙ্গে আপনার কম্পিউটার এর এই C:\Windows\System32\drivers\etc লোকেশান এ গিয়ে ফাইল টি পেস্ট বা রিপ্লেস করে দিয়ে আসুন । দেকবেন ইউটিউব খুলে গেছে । কিন্তু সমস্যা হল ভিডিও তে ক্লিক করলে ভিডিও চলেনা এরর আসে । এমন দেখায় ।
এই জন্য নিচের সাইটে জান এর পর উপরের পিকচার মত করে ইউটিউব এর ভিডিও এর লিঙ্ক টি কপি করুন
এর পর নিচের লিঙ্কে ক্লিক করে এই সাইটে প্রবেশ করুন । এই সাইটে প্রবেশ করলে নিচের মত আসবে ।
এর পর যে ইউটিউব থেকে যে লিঙ্ক টি কপি করে ছিলেন সেতি এই দাগ দেয়া ঘরে পেস্ট করে দিন । এর পরে ডাউনলোড বাটন এ ক্লিক করুন । তা হলে নিচের মত স্ক্রীন আসবে ।
এই ঘরে আপনি যে ভিডিও ডাউনলোড করবেন সেইটার ফরম্যাট এবং সাইজ দেয়া আছে আপনার ফরম্যাট এবং সাইজ সিলেক্ট করে । ফাইল সাইজ বা জেই লেখার উপর আন্ডার লাইন দেয়া আছে তার উপর ক্লিক করলেই আপনি আপনার ভিডিও ডাউনলোড করতে পারবেন।
সবাই কে ধন্যবাদ কষ্ট করে পরার জন্য হইত বলতে পারেন এত সহজ জিনিশ শুধু লিঙ্ক দিলেই তো হত । কিন্তু আমি আগেই বলেছি জারা জানেনা বা জারা কম বুঝে বা কম জানে শুধু তাদের জন্য এই জন্য স্ক্রীন শট সহকারে বিস্তারিত লিকলাম ভাল লাগ্লে কমেন্ট করবেন । আর খারাপ হলে বললেই ঠিক করে বা মুছে দিব।
আমি ফরিদ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আজিবন একলা আমি দুক্ষ আমার জিবনের সঙ্গি । তবে যেটুকু শান্তি পাই তাই দেয় আমার কম্পিউটার ।
খুব সুন্দর লিখেছেন! ধন্যবাদ আপনাকে! 🙂