সহজভাবে বাংলা বানানকে পরীক্ষা করুন (সাথে আছে বিশেষ উপহার!)

বাংলা আমাদের মাতৃভাষা। মাতৃভাষার প্রতি সঠিক ধারনা না থাকলে অন্য যেকোন ভাষায় ভালোমত দক্ষতা আনা সহজ হয় না। আমাদের মাতৃভাষা বাংলার জন্য অনেক বাঙালি তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁদের স্বপ্ন ছিলো মহৎ। সর্বস্তরে আমাদের মাতৃভাষা বাংলা ব্যবহার করা উচিৎ। আর ব্যবহার করতে গিয়ে হয়তবা অনেকেই বাংলা বানানের ব্যাপারে ভুল করি। এই ভুল পরীক্ষা করতে আপনাকে সাহায্য করতে পারে মজিলা ফায়ারফক্সের দারুন একটা এডঅন যার নাম Bengali (Bangladesh) Dictionary.

আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন ইংরেজি বাক্য লিখি তখন ভুল শব্দের নিচে লাল চিহ্নিত আন্ডার লাইন হয়। কিন্তু বাংলার ক্ষেত্রে তা হয়না । ঐ এডঅনটি যুক্ত করলে ভুল বাংলা বানানেও শব্দের নিচে লাল চিহ্নিত আন্ডার লাইন হবে। এর ফলে আপনি সহজেই শুদ্ধ বানানটি ব্যবহার করতে পারবেন।

এডঅনটি ইনস্টল করার পদ্ধতি:

• নিচের লিংকে ক্লিক করুন।

• এড টু ফায়ারফক্সে ক্লিক করুন।

• ইনস্টল-এ ক্লিক করুন।

• সবশেষে ফায়ারফক্স রিস্টার্ট করুন।

কার্যপদ্ধতি:

মাউসের ডান বাটনে ক্লিক করে কন্টেক্সমেনুর ল্যাংগুয়েজ হতে Bengali সিলেক্ট করুন। এবার বাংলা লিখুন। ভুল হলে লাল চিহ্নিত আন্ডার লাইন হবে। এক্ষেত্রে মূল শব্দটিই আপনি যাচাই করতে সক্ষম হবেন।

বিশেষ উপহার-০১:

অনলাইনে টিভি প্রোগ্রাম নিয়ে টেকটিউনে অনেক ভালো ভালো টিউন করা হয়েছিলো। আমি সব কয়টি সার্ভিসই গ্রহণ করেছিলাম। কিন্তু আমাদের দেশে নেট স্পীড ভালো না থাকায় এই সুবিধা হতে আমরা বঞ্চিত। অর্থাৎ আমরা নিরবিচ্ছিন্নভাবে অনলাইনে দেশী বিদেশী টিভি দেখতে পারিনা। অনেক ঘেটে দেখলাম বাংলাদেশের চ্যানেলগুলোর মধ্যে দেশ টিভিটি ৯৫% ভালো দেখা যায়।

নিচের লিংক হতে বাংলাদেশের চ্যানেলসমূহ উপভোগ করুন:

দেশ টিভির সরাসরি লিংক:

বিশেষ উপহার-০২:

গ্রেডিং সিস্টেম চালু হওয়ার আগে আমরা সকলেই লেটার-এর সাথে পরিচিত ছিলাম। কোন বিষয়ে আশি অথবা তার অধিক পেলে তাকে লেটার মার্ক বলা হতো। আসুন একটু পরীক্ষা করি এই লেটার আশির সাথে কতটুকু মিল আছে।

এখানে, প্রতিটি বর্ণের অবস্থান সংখ্যাগুলো যোগ করা হয়েছে। যেমন, L আছে ২৬টি বর্ণের মধ্যে ১২ নাম্বার অবস্থানে, E আছে ৫ নাম্বার অবস্থানে, T আছে ২০ নাম্বার অবস্থানে এবং R আছে ১৮নাম্বার অবস্থানে। (বি:দ্র: এইটি কম্পিউটার বিষয়ক নয় বলে কেউ খারাপ মন্তব্য করবেন না)

সকলকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, moon splitting-টি কেউ না দেখে থাকলে নিচের লিংকে টোকা দিতে ভুলবেন না কিন্তু।

Level 0

আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই জটিল টিউন করলেন। খুব ভালো লাগল । ভাই আপনি গাজিপুর কই ঠাকেন।একটু বলবেন আমিও গাজিপুর ঠাকি। আপনার
ঠিকানা বলবেন ki.

ভালো লাগলো টিউনটি।
আপনাকে ধন্যবাদ।

স্বাগতম লিটু ও নাজমুল ভাই। লিটু ভাই, আমার অবস্থান আমার ব্লগ সাইটে দেওয়া আছে।
http://rabangla.blogspot.com/

Level 2

100% Thxxx… রুহুল আমীন ভাই। 😛

2×100% Welcome Mr. Almas.

Nice information. Thnx

Level 0

অনেক ধন্যবাদ ভাই

Level 0

Uphar2 ta beshi valo laglo.

ধন্যবাদ আপনাকে!! ভালো টিউন করার জন্য!!

Level 0

nice post. keep it up bro
download Free 2010 All New and Exclusive Software
http://09softs.blogspot.com/

আমীন ভাই,ভালো লাগল।

ভাই আপনার মোবাইল নামবার কি আসে? যদি দয়া করে দেন তাহলে খুশি হব।

welcome everybody.

জি ভাই আমি সকলকে বলছি আমি একটা বিপদে পরে গেছি আমাকে কেউ উপকার করবেন?????????????

জি আমি নতুন আপনাদের মাঝে।নতুন এসে আপনাদের সাহায্য চাইছি।আমার পিসিতে আমি ডিপ ফিরিয সেটআপ করেছি।এখন আমি পাসউয়ারড ভুলে গিয়াছি।আমার ডিপ ফিরিয ভারশন ৬.৬১.০২০.২৮২২ ।এখন আমি কি ভাবে এই ডিপ ফিরিয পাসউয়াড পাওয়াজাবে।অথবা আমি ডিপ ফিরিয আনইন্সটল করব।আপনারা কেউ আমাকে সাহায্য করেন প্লিজ।আমি নতুন তাই ভুল হলে মাফ করে দিবেন।
আপনাদের ঊপেqাই র্ইলাম

Level 0

ধন্যবাদ ভাই আপনার মুল্যবান সময় দেবার জন্য।