উইন্ডোজ ৮ রি-ইন্সটল বা রিফ্রেস করলে পুরনো ডাউনলোড করা আপডেট আবার নতুন করে ডাউনলোড করতে হয়? এবার আর পুরনো আপডেট নতুন করে ডাউনলোড করতে হবে না!!

আমি একজন নতুন টিউনার। এটা আমার প্রথম টিউন। আমার বয়স আখন ১৫ বছর। তাই আপনারা বুঝতেই পারছেন যে আমি আপনাদের থেকে অনেক ছোট। সুতরাং আপনাদের যদি টিউন টি ভাল না লাগে তবে খারাপ মন্তব্য করবেন না।

এই টিউনটি শুধুমাত্র যারা এই ট্রিকটি জানেননা তাদের জন্য।

আমি জানিনা যে এই টিউন টি আগে করা হয়েছে কিনাা।

জাই হোক এখন কাজের কথায় আসি,

এই ঘটনা তা আমার ক্ষেত্রে হয়েছিল তাই আমি খুব চিন্তায়ে পরে গিয়েছিলাম। আমি আমার মোবাইল দিয়ে নেট করি। তখন আমি ৫০০ এমবি/মাস প্যাক ইউস করতাম। জদিও এখন ৪ জিবি/মাস প্যাক উসে করি তাও স্পীড এর জন্য বেশি বর কিছু ডাউনলোড করতে পারিনা। পরে একদিন গুগল এ সার্চ করতে করতে পেলাম যে, যে কোন উইন্ডোজ এ একবার কোন আপডেট ডাউনলোড করে ইন্সটল করলে তা একটা লোকেশনে সেভ হয়ে থাকে ( এটা সবাই জানে ) , কিন্তু সেটার ব্যাকআপ রেখেদিয়ে পরে সেই ব্যাকআপ টা সেই লোকেশন এ পেস্ট করলে আগে ডাউনলোড করা আপডেট গুল আর নতুন করে ডাউনলোড করতে হয় না।।

বি.দ্র.- আমি উইন্ডোজ ৮ নিয়ে সমস্যা এ পরেছিলাম , তাই উইন্ডোজ ৮ এর টাই নেট এ সার্চ করেছিলাম। অন্য উইন্ডোজ এও এটা করা যায়। কিন্তু আমি অন্য উইন্ডোজ এর লোকেশন টা জানি না। হয়ত লোকেশন একই হয়। ট্রাই করে দেখতে পারেন।

প্রনালি--------

১. উইন্ডোজ আপডেট করুন।

২. এই অ্যাড্রেস এ জান। - C:\Windows\SoftwareDistribution\Download    ( Win+E চেপে উইন্ডোজ এক্সপ্লোরার খুলে অ্যাড্রেস বার এ এই অ্যাড্রেস পেস্ট করে এন্টার মারুন  )

৩. এই অ্যাড্রেসে ছবির মত কিছু ফাইল দেখতে পাবেন। সেই সমস্ত ফাইল কপি করে সুরক্ষিত ড্রাইভ বা এক্সটারনাল ড্রাইভ এ রেখে দিন।

৪. পরে প্রয়োজনে সেই ফাইল গুলো  C:\Windows\SoftwareDistribution\Download   অ্যাড্রেসে পেস্ট করে দিন।

ব্যাস !!!!!!!!!!!  আখন আর আপনাকে নতুন করে আপডেট ডাউনলোড করতে হবে না। উইন্ডোজ ৮ এর মজা উপভোগ করুন।

আমার ব্লগ এ আপনাদের আমন্ত্রন রইল। সময় পেলে ঘুরে আসুন। ভাল লাগতে পারে।

আমার ব্লগ এর অ্যাড্রেস- -  gamesoftech.blogspot.com

ভাল লাগুক আর না লাগুক, সবাই কমেন্ট করবেন।

দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না।

Level 2

আমি Arkaprova। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I m a student. I live in Jalpaiguri, West bengal, India. I love tech.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

কেউ আমাকে একটু সাহায্য করুন প্লীজ। আমি উইন্ডোজ7 ব্যবহার করি। কিন্তু যখন আমি অভ্র কীবোর্ড ইনস্টল করি ঠিক তখন আমার অনলাইনের সব বাংলা লেখা গুলো উলট পালট হয়ে যায়। যেমনঃ-বাংলাদেশ হয়ে যায় বাংলাদশে. বিড়াল হয়ে যায় “বড়িাল। তো কারো কাছে এর সমাধান থাকলে আমাকে একটু হেল্প করোন প্লীজ।

Level 0

@H.M. Bokul. মনে হচ্ছে সমস্যাটি সঠিক ফন্ট না পাওয়ার জন্য হচ্ছে। বেশকিছু গুরুত্বপূর্ণ ইউনিকোড ও ট্রু-টাইপ ফন্টের কালেকশন দিলাম। এখান থেকে http://www.mediafire.com/?c47coe7x7e7jtbk ডাউনলোড করে সবগুলো ফন্ট একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করে ইন্সটলে ক্লিক করে ইন্সটল করে নিন। তারপর ব্রাউজারটি রিস্টার্ট করুন। এরপর মজিলা ফায়ারফক্স হলে উপরের ডান কর্ণার থেকে Firefox লেখায় ক্লিক করে Option থেকে Content এ ক্লিক করুন। তারপর Default Font নির্বাচন করুন SolaimanLipi । তারপর Ok করে বেরিয়ে আসুন। ব্রাউজারটি আবার রিস্টার্ট করুন। আশা করি ফন্ট সমস্যার সমাধান হয়ে যাবে।

    Level 2

    @tanvirbd5: H.M. Bokul কে সাহায্য করার জন্য ধন্যবাদ।

Level 0

অনেক ধন্যবাদ সুন্দর টিউন 😀

অনেক ভালো টিউন

Level New

অনেক অনেক ধন্যবাদ তানভির ভাই।

Level 2

nice

    Level 2

    @jol: ধন্যবাদ। আপনিও NICE

Level New

সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ।

Level 0

windows 8 er compress link thakle dien

    Level 2

    @masukss: ami parle highly compress kore dibo. Age kivabe highly compress korte hoy sikhe nei.

Nice post..