নির্দিষ্ট স্ক্রীনের প্রিন্ট স্ক্রীন নিন

আমরা যখন কোন স্ক্রীনের স্ক্রীণ শটস নিই তখন দেখা যায় অনেক সময় সেই ডায়লগ বক্স সহ আরও অন্যান্য বক্সের ছবিও আসে। আমরা পেইন্ট বা অন্যান্য ফটো এডিটর সফটওয়্যারের মাধ্যমে তা আলাদা করি। কিন্তু একটি সর্টকাট কী এর মাধ্যমেই আপনি শুধু মাত্র আপনার সিলেক্টেড স্ক্রীণের ছবি নিতে পারেন। আর এ জন্য আপনাকে আপনার কাঙ্খিত বক্সটি সিলেক্ট করে কী বোর্ডের Alt কী চেপে Prnt Scr কী টি চাপুন। উক্ত কী টি সাধারণ Home, Delete, Scroll Lock কী গুলোর সাথেই আছে। এর পর দেখুন কোথাও পেস্ট করে। দেখবেন যে শুধু মাত্র আপনার সিলেক্টেড বক্সটিই কপি হয়েছে।

 

prntscr.jpg

Level 0

আমি সামিউল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

লেখার মত কিছু পাচ্ছি না।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সামিউল ভাইকে ধন্যবাদ । এটা কাজে দিবে।

কাজে দিবে । সুন্দর লিখেছেন ।

ধন্যবাদ সামিউল ভাই। এটা অনেক সময় বাচাবে।

ধন্যবাদ আপনাদের সবাইকে। এটা আমার প্রথম টিউন। আশা করি আরও দিবো ভবিষ্যতে।

শর্টকার্টটা আসলেই দারুণ। ধন্যবাদ।

আমি তো পারছিনা।

অসংখ্য ধন্যবাদ।কাজে লাগবে।

ধন্যবাদ, ছোট,সহজ ও সুন্দর টিউনের জন্য…

টিনটিন ভাই এর আগে আমি একই টিউন করেছিলাম। আমি জানতে পারি কি আমারটা নিবার্চিত না হয়ে উনারটা হল কেন? টিউনটির লিংক:
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/4649/
মেহেদি ভাই, টিনটিন ভাই জবাবটা দিয়েন, আমারটা কেন নিবার্চিত হল না।

সত্যিই তো হাঃ হাঃ হাঃ (হা হা হা হাঃ-)) 🙂 টিউন টা আগে করা সত্যেও নির্বাচিত টিউন হল না…

জোস টিউন!!!

Level 0

Thanx

ভাল একটি টিউন।তবে আমি স্ক্রীন সর্ট এর জন্য জটিল একটি সফটওয়্যার ব্যবহার করি।পিআরটি এসসিআর নামে এই ছোট্ট সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে কম্পিউটারের যেকোন কিছুর স্ক্রীন সর্ট নেওয়া যায়।সফটটি ব্যবহার করে দেখুন ভাল লাগবে।

জটিল!
আরো ভাল ভাল টিউনের অপেক্ষা করছি।

“এর পর দেখুন কোথাও পেস্ট করে” এ আবার কেমন কথা ভাই, কোথায়? পেস্ট করতে বলছেন—সেই “পেইন্ট বা অন্যান্য ফটো এডিটরে” শুধু কাটার প্রয়োজন হবে না। আর বক্স select করবো কিভাবে বিস্তারিত লিখবেন please. Box না window.

—সামিউল—ভাই আমার মন্তব্যে রাগ হবেন না। নির্বাচিত পোস্ট তাই লিখতে বাদ্ধ হয়েছি।তা না হলে ছেড়ে দিতাম। বিস্তারিত লিখতে পারতেন হাবিবুর ভাইয়ের টিউনসটা দেখেন। টেকটিউনসের কর্তিপক্ষ যাচাই বাছাই করার সময় পাছেনা মনে হয়।
সত্যই হাবিবুর ভাইয়ের পোস্টটাতে বিস্তারিত লিখেছে।
—সামিউল—ভাই দুঃখিত।

আমি খুবই দুখিত। আসলে এটা যে নির্বাচিত হবে আমি জানতাম না। আমি গতকাল দেখলাম যে মেইল আসছে। আজকে ঢুকে দেখি এই অবস্থা। আমি টিউন করি খুব কম। কারণ বিস্তারিত লিখতে আলসেমি লাগে তাই।

আপনি যে উইন্ডোর স্ক্রিণশটস নিতে চান শুধু মাত্র সেই উইন্ডো একটিভ রাখুন। এর পর উপরোক্ত পদ্ধতি অনুসরণ করুন। আর এভাবে করলে আপনার পেইন্ট এর প্রয়োজন হবে বলে মনে হয় না। কারণ আপনার পুরো স্ক্রিণটা এতে ক্যাপচার না করে শুধু মাত্র সিলেক্টেড উইন্ডোটাই ক্যাপচার করবে। তাই আমি লিখেছি যে কোন জায়গায় যেমন ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, পেইন্ট, ফটোশপ ইত্যাদি তে আপনি পেস্ট করতে পারেন।

@হাবিবুর ভাই, কিছু মনে করবেন না আপনার টিউন এবং আমার টিউন এক নয়। আশা করি পড়লে বুঝতে পারবেন।

আমি খুব কম টিউন করি। আমার লেখা নির্বাচিত হওয়ায় খুশিই লাগছে। এতে মনে হয় একটু উৎসাহ পেলাম। সামনে আরো টিউন করার ইচ্ছা থাকল। ধন্যবাদ কর্তৃপক্ষকে।

—সামিউল—ভাই ধন্যবাদ জবাব দেয়ার জন্য। আসলেই ভাল লাগারই কথা। আশাকরি এই উৎসাহে নিয়মিত টিউনস করবেন।

@ সামিউল: ভাই লেখার শব্দ এক না হোক কিন্তু প্রক্রিয়া তো একই। ধন্যবাদ সাঈদ ভাইকে আমার টিউনটি দেখে যাচায় করার জন্য। আসলে এটি দু:খযনক । আমি এই টিউনের থেকে বিস্তারিত লিখেছিলাম কিন্তু নিবার্চিত হয়নি। টেকটিউনস কোন উত্তরও দিল না।

@হাবিবুর ভাই এক না। আপনার শুধু প্রিন্ট স্ক্রিণ যা মোটামুটি সবাই জানে। আর আমারটা নির্দিষ্ট উইন্ডোজ প্রিন্ট স্ক্রিণ। পার্থক্য এইটুকুই। আমি শুধু একটি কী না 2টি কী ব্যবহার করেছি যা অনেকেই জানে না।

সামিউল ভাই আপনার মাথায় সমসসা আসে আমার লেখাতা পরে দেখুন

হাবিবুর ভাই দুখিত আগে খেয়াল করি নাই। যাই হোক ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেয়ার জন্য। আর একটি জিনিস মনে রাখবেন রতনে রতন চিনে। আপনি এমন একটি মন্তব্য করেছেন যার বিরুদ্ধে আমার অভিযোগ করতে ইচ্ছা করছে। কিন্তু কিভাবে করে পদ্ধতি জানি না। একজন টিউনার আর একজন টিউনারকে কিভাবে মাথায় সমস্যা আছে বুঝি না। আপনার সাথে তো আমার কোন বিরোধ নেই। এই জন্যই বাংলা ব্লগগুলো ভাল লাগে না। সব ব্লগেই একজন আর একজনের পিছনে লেগে থাকে। ভাল থাকবেন। টেকটিউনে এটাই আমার শেষ টিউন। আপনার মঙ্গল কামনা করছি।

Level New

হাবিব ভাই ভাল করলেননা এটা

amar laptop a “Prnt Scr” key nai. ami kivabe korbo??