আমরা যখন কোন স্ক্রীনের স্ক্রীণ শটস নিই তখন দেখা যায় অনেক সময় সেই ডায়লগ বক্স সহ আরও অন্যান্য বক্সের ছবিও আসে। আমরা পেইন্ট বা অন্যান্য ফটো এডিটর সফটওয়্যারের মাধ্যমে তা আলাদা করি। কিন্তু একটি সর্টকাট কী এর মাধ্যমেই আপনি শুধু মাত্র আপনার সিলেক্টেড স্ক্রীণের ছবি নিতে পারেন। আর এ জন্য আপনাকে আপনার কাঙ্খিত বক্সটি সিলেক্ট করে কী বোর্ডের Alt কী চেপে Prnt Scr কী টি চাপুন। উক্ত কী টি সাধারণ Home, Delete, Scroll Lock কী গুলোর সাথেই আছে। এর পর দেখুন কোথাও পেস্ট করে। দেখবেন যে শুধু মাত্র আপনার সিলেক্টেড বক্সটিই কপি হয়েছে।
আমি সামিউল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লেখার মত কিছু পাচ্ছি না।
সত্যিই তো হাঃ হাঃ হাঃ (হা হা হা হাঃ-)) 🙂 টিউন টা আগে করা সত্যেও নির্বাচিত টিউন হল না…
সামিউল ভাইকে ধন্যবাদ । এটা কাজে দিবে।