Mojila Firefox এর Home page এ দিন আপনার ছবি (without Upload & Connection)

Mojila Firefox  এখন open  হবে আপনার ছবি দেখিয়ে। Browser  এর Home page  এর পরিবর্তে দিন আপনার ছবি। যেকোন size  অথবা format  এর ছবি ব্যবহার করা যাবে কোন software  ছাড়াই।

নিচের পদ্ধতি অনুসরন করে আপনি এ কাজটি করতে পারবেন।

1. প্রথমে Mojila Firefox  এর Menu Bar  থেকে Tools > Options  এ যান।

2. এখানে General  ট্যাবে click  করুন।

3. এবার when firefox starts  ট্যাবে show my home page  সিলেক্ট করুন।

4. এর নিচে Home page  ট্যাবে আপনি যে ছবিটি দিতে চান তার Location type  করতে হবে।

5. তারপর OK  তে click  করুন।

6. এখন Mojila Firefox  বন্ধ করে আবার চালু করুন দেখবেন firefox  প্রথমেই আপনার ছবিটি দেখাচ্ছে।

Image Location Type  করার নিয়মঃ

ধরুন আপনার E drive  এর Multimedia  folder  এর ভিতর Picture  ফোল্ডার  এর home page.jpg  নামের ছবি দিতে চান। তাহলে,

  • প্রথমেই লিখুন file:///
  • তারপর Drive  এর নাম type  করুন অর্থাৎ

E drive  এর জন্য লিখুন E:/

G drive এর জন্য লিখুন G:/

  • এরপর Folder specified  করুন। Multimedia  folder  এর ভিতর Picture  ফোল্ডার  এর জন্য লিখতে হবে

Multimedia/Picture/

  • তারপর ছবিটির নাম লিখুন। ছবির নাম অবশ্যই extension  সহ লিখতে হবে। যেমনঃ

home page.jpg

home.png

তাহলেই শেষ। এবার OK  তে click  করে বেরিয়ে আসলেই হবে।

এভাবে  E drive  এর Multimedia  folder  এর ভিতর Picture  ফোল্ডার  এর home page.jpg  নামের ছবি দিতে পুরো Line  টি হবে এরকম

file:///E:/Multimedia/Picture/home page.jpg

এই Code  টি সঠিকভাবে type  করতে পারলে এটি অবশ্যই কাজ করবে।

সবাইকে ধন্যবাদ।

 

Level 0

আমি এস এ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ।

Level 0

khub sundor post but parlam na
file not found dekhay……….

Level 2

খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লেখার জন্য ধন্যবাদ, যদিও ট্রাই করিনি তারপরও পিকচার সেট করার পর পেজ লোড হতে দেরি হবে নাকি।