সবাই কে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরে মনে হয় সবাই নতুন কিছু নিয়ে ভাবছেন। আমি আজ আপনাদের নতুন একটা বিষয় জানাবো (অনেকের জানা থাকতে পারে) । যারা জানে না শুধু তাদের জন্য।
খুব সহজে আপনার মনিটরের পর্দা জুম করুন। যেকোন সময় যতটুকু প্রয়োজন। তাহলে জানা যাক।
এই জুম করতে আপনারWindows7 থাকতে হবে।xp তেও হতে পারে ট্রাই করে দেখতে পারেন।
pc চালু অবস্থায় আপনার কি বোর্ডের Windows key এবং+key একসাথে চাপ দিন। যতটুকু দরকার জুম করুন। আবার ফিরে যেতে Windows key এবং -key একসাথে চাপ দিন ।দেখুন কেমন মজা। তার পর নিজেই বুঝবেন কি করতে হবে।
যারা এটি জানেন তারা মাফ করবেন। যারা জানেন না তারা খুব মজা পাবেন।
আজ এ পর্যন্তই !! সবাই ভাল থাকবেন। ভাল লাগলে কমেন্ট করবেন।
আমি Golam Muhammad Sabbir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতাম না।ধন্যবাদ।