অনেকে জানি অনেকে জানি না। টাকা দিয়ে অথবা নেট থেকে একটা সফটওয়্যার অথবা গেমস এর কপি সংগ্রহ করলেন। সেটাপ হল কিন্তু নানা রকম এরর পেলে মন টাইখারাপ হয়ে গেল। দোকানে একটা গেমস অথবা সফটওয়্যার এর কপি কিনতে সময় খরচ করি আধা ঘণ্টা। কেন? অনেক পছন্দ করে একটা ডিভিডি কিনি। অনেক গুলোর মাঝে অনেকি পছন্দ হত, কিন্তু তার মধ্যে থেকেও পছন্দ একটা। আর সফটওয়্যার এর মাঝে একেবারে লেটেস্ট টা চাই। সম্পূর্ণ আপডেটেড। অনেক জ্ঞানীরা জেনে থাকবেন অনেকে জানেন না। যারা জানেন না তারা উপকৃত হবেন আর যারা জানেন আরও কিছু জানলে আমাদের জানাইয়েন। এখন মুল কথায় আসি।
আপনার কম্পিউটার এর ডিরেক্ট এক্স অবশ্যই আপডেটেড রাখবেন। এর কারনে আপনি নিন্মক্ত সমস্যা পেতে পারেন।
1. d3dx.dll error
2. FX_10 error (যেসব সফটওয়্যার এর জন্য ডিরেক্ট এক্স ১০ লাগে)
ডাউনলোড অনলাইন ইন্সটলার > http://www.microsoft.com/en-us/download/confirmation.aspx?id=35
ডাউনলোড অফলাইন ইন্সটলার > http://www.microsoft.com/en-us/download/confirmation.aspx?id=8109
3. To Run this Application you need an X64 X32 system
4. Framework Error
এটা শুধু নতুন গেমস এবং সফটওয়্যার এর ক্ষেত্রে হয়।
DotNet4.0
ডাউনলোড অনলাইন ইন্সটলার > http://www.microsoft.com/en-us/download/confirmation.aspx?id=17851
ডাউনলোড অফলাইন ইন্সটলার > http://www.microsoft.com/en-us/download/confirmation.aspx?id=17718
5. live.dll error
6.physX Error
7.PhysXloader.dll error
গেমস ফর উইন্ডোজ লাইভ সফটওয়্যার টির জন্য গেমস এ বেশ কিছু এরর পেতে পারেন, তার জন্য GFWLIVE সফটওয়্যার টি ডাউনলোড এবং ইন্সটল করুন > http://www.microsoft.com/en-us/download/confirmation.aspx?id=5549
Nvidia এর PhysX সফটওয়্যার টির জন্য গেমস এ বেশ কিছু এরর পেতে পারেন, তার জন্য PhysX System সফটওয়্যার টি ডাউনলোড এবং ইন্সটল করুন > http://www.nvidia.com/content/DriverDownload-March2009/confirmation.php?url=/Windows/9.12.1031/PhysX-9.12.1031-SystemSoftware.msi&lang=us&type=Other
8.msxml error
9.mxml.dll error
এটা একটা কমন এরর XML core service এর কারনে এই সমস্যা হয় > http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=19662
10.Steam Error
11.steam.dll
Valve কোম্পানির এই সফটওয়্যার টি এখন পর্যন্ত শুধু গেমস এর জন্য দরকারি ছিল কিন্তু এখন এটি কিছু সফটওয়্যার রান এর জন্যও দরকারি। এটার কোন অফলাইন ইন্সটলার নেই > http://cdn.steampowered.com/download/SteamInstall.msi
12.Redist error (2005,2008,2010) x32 and x64
সফটওয়্যার ও গেমস এর জন্য Redist লাগবেই। Redist হচ্ছে Microsoft Visual C++ Runtime এর ফাইল। 32 এর ইউজার রা শুধু 32 বিট এর সফটওয়্যার গুলো সংগ্রহ করুন এবং 64 বিট এর ইউজাররা 32 বিট এবং 64 দুই ধরনের সফটওয়্যার গুলোই ডাউনলোড করবেন।
Redist 2005 x32 > http://www.microsoft.com/en-us/download/confirmation.aspx?id=3387
Redist 2005 x64 > http://www.microsoft.com/en-us/download/confirmation.aspx?id=18471
Redist 2008 x32 > http://www.microsoft.com/en-us/download/confirmation.aspx?id=29
Redist 2008 x64 > http://www.microsoft.com/en-us/download/confirmation.aspx?id=15336
Redist 2010 x32 > http://www.microsoft.com/en-us/download/confirmation.aspx?id=5555
Redist 2010 x64 > http://www.microsoft.com/en-us/download/confirmation.aspx?id=14632
13.Java Runtime Error
জাভা রানটাইম এরর সমস্যা সমাধান করতে জাভা রানটাইম ইন্সটল করুন। 32 এর ইউজার রা শুধু 32 বিট এর সফটওয়্যার টি সংগ্রহ করুন এবং 64 বিট এর ইউজাররা 32 বিট এবং 64 দুই ধরনের সফটওয়্যার গুলোই ডাউনলোড করবেন।
ডাউনলোড > http://www.java.com/en/download/manual.jsp
14.OpenGl Error
ওপেনজিএল এরর এর মুল কারন আপনার পিসি এর গ্রাফিক্স ড্রাইভার ড্যামেজড অথবা নট ইন্সটলেড। এর জন্য গ্রাফিক্স ড্রাইভার রি-ইন্সটল অথবা নতুন করে ইন্সটল করুন।
AMD/ATI > http://support.amd.com/us/gpudownload/Pages/index.aspx
Intel/Intel HD > http://www.intel.com/support/graphics/detect.htm
NVidia > http://www.nvidia.com/Download/index.aspx
গ্রাফিক্স ড্রাইভার সব সময় আপডেটেড রাখবেন। এতে করে নানান সমস্যা এড়িয়ে যাবেন নিজের অজান্তে।
windows এর Run প্রোগ্রাম এ Dxdiag লিখে দেখে নিন আপনার কম্পিউটার এর খুঁটিনাটি। খেয়াল রাখবেন প্রত্যেকটি ট্যাবই চেক করবেন। কোথাও n/a লিখা আছে কিনা, তাহলে সেটি কিসের তা বাম পাশে দেখুন। তাহলে আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন অথবা সাহায্যের জন্য জানাতে পারেন এখানে।
আমাদের একটি সুপার এফটিপি সাইটঃ এখানে ক্লিক করুন
এই বিষয় অনেকেই জানেন তবে এখনও অনেকে আছে যারা জানে না। ভুল হলে ঠিক করে পড়ে ফেলবেন।:p
আমি saif_precio। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 624 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
CEO & Founder of The Introvision Ltd.
@rafiqul28: koi deben tt te naki apner oi blog e.oo apner oi blog ta valoi hoise.