সফটওয়ার ছাড়াই তালা লাগান আপনার ফোল্ডারে

ফোল্ডারে তালা লাগানোর বেপারটা মাঝে মাঝে অতি দরকারি হলেও উইন্ডোজে এই সুবিধাটা এখনো দেওয়া হয় নাই।হয়তো ব্যাবহার কারির নীরাপত্তার দিকে নজর রেখেই মাইক্রোসফট এখনো উইন্ডোজে এই সুবিধাটা যুক্ত করে নাই। যাই হোক প্রয়োযন কি আর বাধা মানে?

ফোল্ডারে তালা লাগানোর জন্য আমরা সাধারনত folder lock , folder guard  জাতীয় সফটওয়ার ব্যাবহার  করি। কিন্তু সফটওয়ার ছাড়াও খুব সহজে আপনি আপনার ফোল্ডারে তালা লাগাতে পারেন।আসুন দেখা যাক কিভাবে?

ধরুন, D: drive  এর "Rocker" নামক ফোল্ডারটি তে আপনি তালা লাগাতে চান তাহলে প্রথমে Notepad এ নীচের লাইনটি লিখে ঐ ড্রাইভে আর্থাৎ D: drive  এ Save করুন।

ren Rocker Rocker.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}

এখন টেক্সট ফাইলটিকে Rename করে Lock.bat  করুন।এবার Lock.bat  এ ডাবল ক্লিক করুন।দেখুন আপনার ফোল্ডারটি উইন্ডোজ কন্ট্রোল প্যানেল এর আইকন হয়ে গেছে।এখন ফোল্ডারটি খুলতে চাইলে তা না খুলে উইন্ডোজ কন্ট্রোল প্যানেল ওপেন হবে।

এবার ফোল্ডারটির তালা খুলার জন্য ঐ ড্রাইভে আর্থাৎ D: drive  এ নীচের লাইনটি লিখে নতুন একটি টেক্সট ফাইল তৈরি করুন এবং তা  Save করুন।

ren Rocker.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} Rocker

এখন টেক্সট ফাইলটিকে Rename করে key.bat  করুন।এবার key.bat  এ ডাবল ক্লিক করুন।দেখুন আপনার ফোল্ডারটি আবার পুর্বের আবস্থায় ফিরে গেছে।এখন আপনি ফোল্ডারটি খুলতে পারছেন।

আপনার ফোল্ডারের তালা-চাবি বানানো শেষ।আপনি এখন Lock.bat এবং key.bat  ফাইল দুটি দিয়ে আপনার ফোল্ডারে তালা লাগাতে পারবেন এবং তালা খুলতে পারবেন।

Level 0

আমি Emilton। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

    হায় নািফজা জাহান আপনােক খুব িচিন্তত লাগেছ।

Level 0

আর পারিনা আপনাদের নিয়ে।
একটু Search দিয়ে তো দেখতে পারতেন । এই পোষ্টটা এর আগে অন্তত পাঁচবার লেখা হয়েছিল।
দেখুন এই লিংক গুলোতে
https://www.techtunes.io/download/tune-id/5355/
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/6884/
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/16828/

thanx

Level 0

অতি সাম্প্রতিক এই টিউনটি করা হয়েছিল, আপনিকি তা দেখেন নাই? অনেক দিন হলে অন্য কথা ছিল। তা হলে একথা বলতাম না।

ঠিক তাই, https://www.techtunes.io/download/tune-id/5355/ টিউনটি কি এটার মত না এটা ঐটার মত?
ভিন্নকিছুর প্রত্যাশা রইল। আরো ভালো টিউন এর প্রত্যাশায় ধন্যবাদ।

Level 0

onek dorkar selo.thanks……………..http://fuad7448.blogspot.com/

Lock.bat এবং key.bat ফাইল দুইটা অন্য কোথাও সরিয়ে রেখে, পিসি অনেক বার স্টাস-রিস্টাট করা পর যদি উক্ত ড্রাইভে আবার key.bat ফাইটা রেখে আনলক করা যাবে?

Level 0

এই কাজটা Fake Folder দিয়ে অনেক সহজে করা যায়। খামোখা এত গিট্টু পাকাইলেন। ভালো কিছুর অপেক্ষাই রইলাম।

    ফেক ফোল্ডার আনইনষ্টল করে আবার ইনষ্টল করলে নতুন পাসওয়ার্ড দিয়ে সহজের নিরাপত্তা ভেংগে ফেলা সম্ভব। কোনটিই নিরাপদ নয়।

এই টিউন তো একবার করা হয়েছে

সাবধান !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! এভাবে ফোল্ডার লক করার কাজটি কিন্তু বিপদজনক।
যাই করেন না কেন, লক করা ফোল্ডারটি কিন্তু ডিলিট করা যায়। তাই যে কেউ ডিলিট করে ফেলতে পারে। বিষয়টি মাথায় রাখতে সকলে অনুরোধ করছি

এসিডিসি দিয়ে ব্রাউজ করলে সব ফোল্ডার ওপেন হয়ে যায়। মুলত উইন্ডোজের কন্ট্রোল প্যানেলের জন্য রেজিষ্ট্রির কিছু এক্সটেনশন ভ্যালু আছে। সেগুলো কোন ফোল্ডারকে রিনেম করার সময় একটা ডট দিয়ে তার পরে বসিয়ে দিলে ঐ ফোল্ডারটি উক্ত এক্সটেনশনের (প্রিন্টার, নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল নিজে, শেয়ারড নেটওয়ার্ক, রিসাইকেল বিন) হিসেব কাজ করে। এবং পরবর্তীতে উক্ত এক্সটেনশন কোডিং করে তুলে ফেলা যায়। এছাড়াও এই লকিং সিস্টেম শুধুমাত্র উইন্ডোজ এক্সপ্লোরারের জন্য কাজ করে। থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে এক্সপ্লোর করলে এই ধরনের লকিং সিস্টেম কার করেনা। আমি নিজে এর উপর অনেক লম্বা সময় নিয়ে ভিবি৬ এ কাজ করেছি। এখন এর চাইতে অনেক ভাল লকিং সিস্টেম ফ্রি পাওয়া সম্ভব।

সবাইকে ধন্যবাদ

apnar dewa tune ti ami onek cheshta korechi, but hosse na; jodi ekto help korten- tahole opokrito hotam. plzzzzzzz dear brother